বছরে আয় ১১ বিলিয়ন ডলার । গুগল ম্যাপের বিজনেস মডেল
কখনো কি ভেবে দেখেছেন গুগল ম্যাপস কীভাবে টাকা আয় করে? ব্যবহারকারীদের দিক থেকে ভাবলে গোলমাল লাগতে পারে। কারণ আপনি, আমি, সবাই গুগল ম্যাপসের স্যাটেলাইট ভিউ, স্ট্রিট ভিউ এবং রিয়েল টাইম ট্রাফিক আপডেট- সেবাগুলো নিয়ে থাকি ফ্রি-তে । তাহলে এর আয়টা কোথায়? গুগল ম্যাপসের আয়ের রহস্য জানলে চোখ কপালে উঠতে বাধ্য।
গুগলের অন্যান্য সার্ভিস থেকে গুগল ম্যাপসের বিজনেস মডেলটা অনেক বেশি ইনটেনসিভ। এখানে ফিজিক্যাল রিসোর্স ব্যবহার বেশি হয়। স্যাটেলাইটের মাধ্যমে সার্বক্ষণিক সারাবিশ্বের ছবি ধারণ আর মনিটরিং তো বিশাল কর্মযজ্ঞ। এর জন্য দরকার বড় বড় সার্ভার আর সুপার কম্পিউটারের। এই প্রক্রিয়ায় লাখ লাখ ঘন্টা প্রসেস করে মাল্টিপল পেটাবাইট ডেটা একসাথে জোঁড়া লাগানো হয়। এসব মহা জটিল জিনিস আমাদের মাথায় সহজে ঢুকবে না।
শুরুতে এতো ব্যয়বহুল একটা অ্যাপস থেকে কতটুকু ব্যবসা হবে তা নিয়ে বেশ চিন্তিত ছিলো গুগল। এমনকি প্রথমদিকে তারা ভাবতেও পারে নাই ম্যাপ অ্যাপলিকেশনটি তাদের অন্যতম লাভজনক ব্যবসা হয়ে দাঁড়াবে।
যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান মরগান স্টেনলি বলছে, ২০২৩ সালেই গুগল ম্যাপস আয় করেছে ১১ বিলিয়ন ডলারের বেশি। যা টিকটকের আয়ের কাছাকাছি। পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট থেকে আলাদা করে গুগল ম্যাপসকে যদি একক বিজনেস ধরা হয় তাহলে তাদের বিজনেস ভ্যালু ৬২ বিলিয়ন ডলার। যা মার্সেডিজ বেনজের বিজনেস ভ্যালুর সমান আর ভোক্সওয়াগন ও পে-পাল থেকে বেশি। চিন্তা করেন, ম্যাপের আইডিয়া কাজে লাগিয়ে বিশ্বের আড়াইশো বড় কোম্পানির তালিকায় ঢুকে পড়েছে গুগল ম্যাপস।
তো আসা যাক ইনকামের আলাপে।
গুগল ম্যাপস তো ভিডিও অ্যাড বা সার্চ অ্যাড দেখায় না। ব্যবহারকারীদের ট্রাভেল হিস্টোরি ডেটা বিক্রি করে কত আয় করা সম্ভব না। তাহলে বিজনেসেটা হয় কেমনে? উত্তরটা শুনে মজা পাবেন ফর সিউর।
গুগল এক্ষেত্রে কিছু দুর্দান্ত আইডিয়া কাজে লাগিয়েছে। কাস্টম ব্র্যান্ডিংয়ের সুযোগ দিয়ে আয় করছে তারা। সাধারণত ম্যাপসে প্রতিটা কোম্পানি বা প্রতিষ্ঠানের লোকেশনের সাথে তাদের বেসিক কিছু ডেটা থাকে। যেমন- কোন ওয়েভ সাইটে ঢুকলে তাদের কোম্পানির একটি ছবি বা পূর্ণ ঠিকানা দেখা যায়। এটা বিনামূল্যে প্রতিটি কোম্পানি বা প্রতিষ্ঠান করতে পারে। কিন্তু ডলারটা তখনই লাগে যখন এই অ্যাড্রেসটাকে হাইলাইট করতে হয়ে এবং বিজনেসের ফিচারসহ ডিটেইল ডেটা আর ইমেইজ দিয়ে অনেকটা অ্যাডের মতো দেখানোর প্রয়োজন পড়ে। আপনারা দেখে থাকবেন, গুগল ম্যাপসে কিছু প্রতিষ্ঠানের পিন খুব হাইলাইট থাকে। এই পিনে ক্লিক করলে কোম্পানি ও এর সার্ভিস সম্পর্কে সুন্দর একটা এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এভাবে গুগল ম্যাপস প্রতিনিয়ত কোম্পানিগুলো থেকে বিশাল অংকের অর্থ ইনকাম করছে ।
গুগল ম্যাপস আরও একটি ইন্টারেস্টিং ওয়েতে ইনকাম করে। এই প্রক্রিয়ায় আয়টা আসে এপিআই অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস থেকে। আপনি গুগলে কোন একটি রেস্টুরেন্ট সার্চ দিয়েছেন। দেখলেন, রেস্টুরেন্টের ডিটেইলের সাথে ছোট্ট একটি ম্যাপের ছবি সামনে চলে আসে। এটা মূলত এপিআইয়ের কারণে আমরা দেখতে পাই। এপিআইয়ের এই সেবাটি নিতে গেলেও ব্যয় করতে হয় অর্থ। এটাকে ছোট পরিসর ধরা হয়। বড় পরিসরে ম্যাপস এপিআইয়ের সেবা নেয় ফেড এক্স, উবার, পাঠাও, ফুড পান্ডা, এয়ারবিএনবি, জিললোর মতো কোম্পানিগুলো। তারা তো গুগল ম্যাপস ব্যবহার বিশেষ এই সেবা নিয়েই ব্যবসা টিকিয়ে রেখেছে।
এভাবে বিশ্বের প্রতিটি দেশে এমন শতশত কোম্পানি রয়েছে যাদের বিজনেসটা দাঁড়িয়ে আছে গুগল ম্যাপসের ওপর ভর করে। আর এসব কোম্পানি থেকে বছর বছর মোটা অংকের টাকা পেয়ে বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে উঠছে গুগল ম্যাপস।
গুগলের আরও একটি মজার ইনকাম সোর্স আছে। যখন অনলাইনে আমরা কোন শিপিং অ্যাড্রেস বা বিলিং অ্যাড্রেস লিখতে যাই, তখন অনেকগুলো অপশনই অটোমেটিক পূরণ হয়ে যায়। এটা হয় গুগল প্লেসেস এপিআইয়ের মাধ্যমে। এক্ষেত্রে প্রতিবার ব্যবহারে মাত্র তিন সেন্ট কেটে রাখে গুগল। সংখ্যাটা খুব কম হলেও প্রতিবছরে কতবার আপনি এর ব্যবহার করছেন ভাবুন তো। যদি ১০ বার করে থাকেন তাহলে গুগলের ৩০ সেন্ট ইনকাম। আর তিনশো কোটি লোক যদি একইভাবে ব্যবহার করে তাহলে শুধু এই এক এপিআই থেকেই গুগলের আয় হয় ১ বিলিয়ন ডলার।
এখন নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছেন কিভাবে গুগল ম্যাপস একবছরে ১১ বিলিয়ন ডলারের বেশি আয় করে।
টাকা-পয়সার হিসাব বাদ দিয়ে চলুন অন্যভাবে ভাবি। ম্যাপস অ্যাপলিকেশনের মাধ্যমে গুগল পুরো বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। দুনিয়ার প্রতিটি রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল প্রোপার্টির সত্যিকারের লোকেশন আছে গুগল ম্যাপসের হাতে। এটা যদি যথেষ্ট না হয় তাহলে শুনুন, গুগল ম্যাপের কাছে বিশ্বের অন্তত একশো কোটি মানুষের লাইভ লোকেশন আছে তাও আবার হাই ডিটেইল ম্যাপে। এসব তথ্য যাদের কাছে থাকে, তারা নিঃসন্দেহে ইনসেইন পাওয়ারফুল। এতো মানুষের ডেটার দাম হিসেব করলে, গুগল ম্যাপের আর আয় করারই দরকার পড়ে না। সেই হিসেবে ম্যাপস থেকে বছরে ১১ বিলিয়ন ডলার আয়টাকে গুগলের জন্য বিরাট অংকের বোনাসই বলা চলে।
গুগল ম্যাপসের মতো আরেকটি জনপ্রিয় টেক কোম্পানি আছে, যারা কম আয় করার পরও অনেক বেশি পাওয়ারফুল। কোম্পানিটার নাম আমরা সবাই জানি- হোয়াটস অ্যাপ। হোয়াটস অ্যাপের আদ্যোপান্ত জানতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন।
ধন্যবাদ সবাইকে।
সুস্থ থাকুন, ভালো থাকুন।
Annual income is 11 billion dollars । Business model of Google Maps
Have you ever think how Google Maps makes money? Thinking from the user’s perspective can be confusing. Because you, me, everyone get Google Maps satellite view, street view and real time traffic update services for free. So where is the income? If you know the secret of the income of Google Maps, eyes are bound to rise.
The business model of Google Maps is much more intensive than other Google services. Here, the use of physical resources is very high. Continuously global image capture and monitoring through satellites is a huge workload. This requires big servers and supercomputers. This process takes millions of hours to process and combine multiple petabytes of data together. These very complex things won’t enter our heads so easily.
At the beginning, Google was very worried about how much business would be generated from such an expensive app. Even in the beginning they could not have thought that the map application would become one of their most profitable businesses.
According to the US financial institution Morgan Stanley, Google Maps has generated more than 11 billion dollars in 2023. This amount is close to the income of TikTok. If Google Maps is treated as a single business separate from parent company Alphabet, their business value is $62 billion. Which is equal to the business value of Mercedes Benz and more than Volkswagen and PayPal. Just think, by using the idea of the map, Google Maps has entered the list of 250 largest companies in the world.
So let’s talk about income.
Google Maps does not show video ads or search ads. It’s not even possible to earn that much by selling only travel history data. So what is the process of business? You will enjoy hearing the answer, for sure.
In this regard, Google has implemented some great ideas. They are earning through custom branding opportunities. Usually maps contain some basic data about each company or organization along with their location. For example, entering a web site shows a picture or full address of their company. Every company or organization can do it for free. But the dollar is needed when this address needs to be highlighted and look more like an ad with business features and detailed data and images. As you may have seen, the pins of some organizations are very highlighted on Google Maps. Clicking on this pin gives a nice experience about the company and its services. Thus, Google Maps is constantly earning huge amount of money from the companies.
Google Maps earns money in another interesting way. The revenue in this process comes from API ie Application Programming Interface. Imagine, you have searched for a restaurant on Google. He saw that a small map image with the details of the restaurant came up. We see this mainly because of the API. It required to spend some money to take this API service. This is considered as a small range. Maps API is widely used by companies like FedEx, Uber, Pathao, Food Panda, Airbnb, Zillow. They have sustained their business by using of Google Maps.
Thus, in every country of the world, there are hundreds of companies whose business is based on Google Maps. And Google Maps is becoming a billion dollar company by getting huge amount of money from these companies.
Google has another interesting source of income. When we enter a shipping address or billing address online, many options are automatically filled. This is done by the Google Places API. In this case, Google deducts only three cents for each use. Even if the number is very low, think how many times you use it each year. If you do it like 10 times then Google will earn 30 cents. And if 300 million people use the same, Google earns 1 billion dollars from the API only.
Now you must understand at least a little bit of how Google Maps earns more than 11 billion dollars in a year.
Let’s leave the money talk and think a bit differently. Google has taken the whole world in hand through Maps application. Google Maps has the real location of every residential and commercial property in the world. If that’s not enough, listen, Google Maps has the live location of at least one billion people in the world, that is too in high detail maps. Those who have these information are undoubtedly insane powerful. Considering the cost of so many people’s data, Google Maps doesn’t need to earn even. As such, the annual revenue of $11 billion dollar from Maps is a huge bonus for Google.
There are one more popular tech companies like Google Maps, which are very powerful despite of their low revenue. We all know the name of the company – WhatsApp. If you want to know the mystery of WhatsApp in details, you can tell in the comment box.
Thanks to everyone.
Stay healthy, stay well.
Touch to Unlock Awesome! Its genuinely remarkable post, I have got much clear idea regarding from this post . Touch to Unlock
Jinx Manga Great information shared.. really enjoyed reading this post thank you author for sharing this post .. appreciated