সোনার দাম বাড়বে নাকি কমবে?

গোল্ড। স্বর্ণ বা সোনা। যে নামেই ডাকি, শুনলেই আমাদের চোখ সবারই চকচক করে ওঠে। এটি বিশ্বের সবচেয়ে দামি ধাতু না হলেও সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু, এতে কোনো সন্দেহ নেই। আগেকার দিনে ধনী রাজা-জমিদাররা সোনা ভর্তি হাঁড়ি মাটিতে পুঁতে রাখতেন। তাই ইতিহাস থেকে শুরু করে রূপকথার গল্পে সোনার পাতিল বা কলসির গুপ্তধনের কথা বেশ শোনা যায়। আর এই সোনার দামেই গত কয়েক বছর ধরে এক কালবৈশাখী ঝড় চলছে।

আমাদের দেশে সোনার দামের এই পাগলা ঘোড়া কি অদূর ভবিষ্যতে শেয়ার বাজারের মতো ধসে পড়বে? নাকি এই অনিশ্চিত পৃথিবীতে সোনা এখনও আমাদের সঞ্চয়ের শেষ নিশ্চিত ভরসা? তবে, এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা একটি প্রশ্নের উত্তর খুঁজছেন- সোনা কি দামের ক্ষেত্রে আরও নতুন রেকর্ড গড়বে? নাকি ২০২৬-এ সোনার দাম কমতে শুরু করবে? এই চরম বিপরীতমুখী ভবিষ্যদ্বাণীগুলোর পেছনের কারণ কী?

শুভেচ্ছা সবাইকে, 

বর্তমানে বাংলাদেশে সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। সত্যি বলতে বিশ্ববাজারেই বাড়ছে সোনার দাম, তবে বাংলাদেশের দাম বাড়ার হারটা অস্বাভাবিকভাবেই বেশি। এর পেছনে অনেকগুলো কারণ একসাথে কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে অশান্তি-অস্থিরতা বেড়েছে। অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলারের বদলে বেশি করে সোনা কিনছে। বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম বাড়ছে। এসব কারণে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আর বাংলাদেশের নিজস্ব কারণগুলো হলো, দেশের ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট। ডলারের রিজার্ভ কমে যাওয়া। সাথে কমছে টাকার মানও।

এসব সমস্যার কারণে মানুষ তাদের সঞ্চয় নিরাপদ রাখতে ভয় পাচ্ছেন। তারা ব্যাংকে টাকা রাখার চেয়ে সোনা কিনতে বেশি আগ্রহী হচ্ছেন। কারণ, সোনাকে তারা ‘নিরাপদ বিনিয়োগ’ মনে করছে। এতে সোনার চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে, সোনা এখন শুধু গহনা নয়, বরং মানুষের সঞ্চয়ের একটি প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে। তাই দামও বেড়েছে।

আপনি কি জানেন, গত ২০ বছরে সোনার দাম বেড়েছে অন্তত ৩৫ গুণ। ২০২২ সালের পর থেকে অকল্পনীয়ভাবে সোনার দাম বাড়ছে তো বাড়ছেই। শুধু গত এক বছরে বাংলাদেশী টাকায় সোনার দাম বেড়েছে দেড় গুণেরও বেশি। এমন অস্বাভাবিক দাম বেড়ে যাওয়া কি কেবল মুদ্রাস্ফীতির ফলাফল? নাকি পেছনে আছে বৈশ্বিক কোন কূটকৌশল? কিংবা কেন্দ্রীয় ব্যাংকগুলোর গোপন কৌশল বা স্থানীয় ব্যাংকের তারল্য সংকটের এক গভীর সংযোগ? বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে আপনার-আমার সঞ্চয়ের পরিকল্পনা কী হওয়া উচিত, আজ আমরা সেই বিশ্লেষণই করব।  

চলুন দেখে আসা যাক, গত পাঁচ বছরে বাংলাদেশের বাজারে সোনার দামের উর্ধ্বগতির এই গ্রাফটি,

২০২১ সালে   ৬৮,০০০ থেকে ৭৪,০০০ টাকায় বিক্রি হতো সোনা। ২০২২ সালে তা  ৮০,০০০ থেকে ৮৭,০০০ এ এসে দাঁড়ায়। এবং পরের বছর অর্থাৎ ২০২৩ সালে ৯০,০০০ থেকে ১,১২,০০০ ওঠে সোনার দাম। তারপরের বছর অর্থাৎ ২০২৪ সালে এসে  ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ এ উঠে যায় সোনার দাম। বর্তমানে ২০২৫ সালে   ১,৯০,০০০ থেকে শুরু হয়ে ২,১৭,০০০ অবধি পৌছেছিল। বর্তমানে অবশ্য কিছুটা কমে ২,০৮,০০০ টাকায় রয়েছে।

তবে দেখতেই পারছেন, সোনার দাম ক্রমশ বেড়েই চলেছে, কিন্তু কেন?

এ প্রশ্নের জবাব জানার আগে একটু ইতিহাসে ঘুরে আসি, চলুন। ১৮৬৯ সালের একটা ঘটনা বলি। তারিখটা ২৪ সেপ্টেম্বর। মনে রাখবেন, দিনটি ছিল ‘ব্ল্যাক ফ্রাইডে’। অবশ্য যারা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে কম ধারণা রাখেন, তারা আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন। 

গল্পে ফিরি। ১৮৬৯ সালের ওই সময়টায় আমেরিকার অর্থনীতি সদ্য গৃহযুদ্ধের ধকল সামলে ওঠার চেষ্টা করছে। এই সুযোগে জে গোল্ড (Jay Gould) এবং জেমস ফিস্ক (James Fisk) নামের দুই প্রভাবশালী আমেরিকান ইনভেস্টর ভয়ানক এক ষড়যন্ত্রের ফাঁদ পাতে। তাদের টার্গেট ছিলো নিউ ইয়র্ক গোল্ড এক্সচেঞ্জে সোনার বাজারকে ম্যানুপুলেট করে কৃত্রিমভাবে এর দাম বাড়িয়ে দেওয়া। তাদের কৌশল ছিল, বাজারে সোনার সরবরাহ কৃত্রিমভাবে কমিয়ে, এক ধরনের আতঙ্ক তৈরি করা। আর এই চক্রান্তকে সফল করতে তারা এমন এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ শুরু করেন যিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ইউলিসিস এস. গ্র্যান্টের শ্যালক ছিলেন।   

গোল্ড ও ফিস্ক আশা করেছিলেন, শ্যালককে কাজে লাগিয়ে প্রেসিডেন্টের মাধ্যমে মার্কিন সরকারকে সোনা বিক্রি থেকে বিরত রাখতে পারবেন। যদি সরকার সোনা বিক্রি না করে, তবে বাজারে সরবরাহ কমবে এবং দাম আকাশ ছুঁয়ে যাবে। যদিও এই ষড়যন্ত্র শেষ পর্যন্ত রুখে দিয়েছিলেন তৎকালীন মার্কিন ট্রেজারি সেক্রেটারি জর্জ এস. বাউটওয়েল। তিনি বাজারকে স্থিতিশীল করতে সরকারি সোনা বিক্রি শুরু করেন। তারপরও এই ঘটনা বড় একটি আর্থিক সংকটের জন্ম দেয় এবং প্রেসিডেন্ট গ্র্যান্টের প্রশাসনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। বুঝতেই পারছেন, গোল্ডের দাম বাড়ানোর চক্রান্ত আরও বহু আগে থেকে হয়ে আসছে। ডলার আর সোনার এই গল্পের পুরোটা জানতে দেখে আসতে পারেন এই ভিডিওটি।  

বর্তমান সময়ে গোল্ডের দাম অপ্রত্যাশিত বেড়ে যাওয়া মোটেও কোন স্বাভাবিক ঘটনা না। তার পেছনে কেবল সাধারণ চাহিদা-সরবরাহ নয়, বরং শক্তিশালী আর্থিক এবং রাজনৈতিক কানেকশন থাকতে পারে।   

এবার আসি বেসিক প্রশ্নে, কেন গোল্ডকে দি ইমমর্টাল মেটাল বা অমর ধাতু বলা হয়? কেন অন্য ধাতু নয়?

রাসায়নিক দিক থেকে দেখলে সোনা মরিচা ধরে না, ক্ষয়প্রাপ্ত হয় না, বিক্রিয়াও করে না। হাজার বছর মাটিতে পুঁতে রাখলেও এর রং, ওজন বা গুণাগুণের কোনো পরিবর্তন হয় না। আবার সবচেয়ে দামী ধাতু প্লাটিনাম প্রায় বিরল ও স্থায়ী হলেও এর চাহিদা শিল্প-কলকারখানার ওপর নির্ভরশীল। কিন্তু সোনার শিল্প ব্যবহার সীমিত, তাই অর্থনৈতিক মন্দায়ও এর মূল্য অটুট থাকে। সহজ কথায়, স্থায়িত্ব, দুষ্প্রাপ্যতা ও অর্থনৈতিক নিরাপত্তার কারণে কেবল সোনাই ‘অমর ধাতু’ উপাধি পেয়েছে।

প্রায় দু’শো বছর আগে, ১৮২১ সালে ব্রিটেন প্রথম আনুষ্ঠানিকভাবে গোল্ড স্ট্যান্ডার্ড চালু করে। সোনা তার ক্ষয়হীনতা, সহজে বিভাজ্যতা এবং সীমিত সরবরাহের কারণেই বিশ্বজুড়ে মুদ্রা ব্যবস্থার ভিত্তি হিসেবে স্বীকৃত হয়। তবে এর সবচেয়ে বড় বাঁক আসে ১৯৭১ সালে, যখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলারকে সোনা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেন। ফলে আমেরিকার মতো উন্নত দেশগুলো আর সোনা দিয়ে নিজেদের মুদ্রাকে সমর্থন না জানিয়েই, ইচ্ছেমতো টাকা ছাপানোর ক্ষমতা পেয়ে যায়। এই নতুন ব্যবস্থাকেই বলা হয় ‘ফিয়াট স্ট্যান্ডার্ড’। আর ফিয়াট কারেন্সির উপর আস্থা হারানোর কারণেই আজ সোনার মূল্য ক্রমাগত বাড়তে থাকে।

সোনার দাম বাড়ার ইতিহাস দেখলে বোঝা যায়, এর উত্থান সব সময়ই কোনো না কোনো বৈশ্বিক সংকটের সাথে সরাসরি যুক্ত। গত প্রায় ১০০ বছরে মহামন্দা, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বা কোভিড মহামারীর মতো প্রতিটি বড় সংকটেই সোনার দাম বেড়েছে। আজকের দিনে সোনার দাম বাড়ার পিছনে একটি প্রধান কারণ হলো কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিপুল সোনা কেনা। চীন, রাশিয়া, ভারত এবং তুরস্কের মতো দেশগুলো ২০২২ সাল থেকে প্রতি বছর ১,০০০ টনেরও বেশি সোনা কিনছে। এর প্রধান কারণ হলো, তারা মার্কিন ডলারের উপর থেকে নির্ভরতা কমাতে চাইছে। ডলারের বিকল্প হিসেবে তারা সোনাকে বেছে নিচ্ছে। আমেরিকার নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির অর্থনীতিবিদ ঈশ্বর প্রসাদের মতে, “কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলার থেকে বৈচিত্র্য আনছে, এবং সেই মহান ভূ-রাজনৈতিক পরিবর্তনের মাঝে সোনা হলো একমাত্র নির্ভরযোগ্য সম্পদ”। সত্যি বলতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর এই বিপুল চাহিদা আন্তর্জাতিক বাজারে সোনার দামকে আকাশছোঁয়া উচ্চতায় নিয়ে গেছে।

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় অর্থনীতির নিজস্ব সংকটও সোনার দামে প্রভাব ফেলে। শুরুতেই বলেছিলাম বাংলাদেশের বাজারে সোনার দামের উর্ধ্বগতির কথা। বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি দীর্ঘস্থায়ী তারল্য বা লিকুইডিটি সংকট চলছে। ডলারের রিজার্ভ কমে যাওয়া এবং কিছু দুর্বল ব্যাংকের কারণে কেন্দ্রীয় ব্যাংককে এককভাবে বিপুল পরিমাণ তারল্য সহায়তা দিতে হচ্ছে। যখন ব্যাংকগুলোতে এই ধরনের আর্থিক অস্থিরতা দেখা দেয়, তখন সাধারণ মানুষ তাদের সঞ্চয় হারানোর ভয়ে নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকে পড়েন। ফলে, গত এক বছরে বাংলাদেশের স্থানীয় বাজারে সোনার দামে নজিরবিহীন অস্থিরতা দেখা গেছে। এর সাথে যুক্ত হয়েছে টাকার অবমূল্যায়ন এবং স্থানীয় বাজারে চাহিদার তুলনায় কম সরবরাহ। এই সম্মিলিত পরিস্থিতি বাংলাদেশের সোনার দামকে আরও বাড়িয়ে তুলছে।

তাছাড়া, বিশ্ব অর্থনীতিরও বড় একটি পরিবর্তন চলছে, যা ‘Basel III Endgame’ নামে পরিচিত। এটি একটি নতুন নিয়ম যা আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় কার্যকর হবে। ২০০৮ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে সুইজারল্যান্ডের বাসেল শহরে একটি নতুন নীতি প্রবর্তন করা হয়, নামকরণ করা হয় এই শহরের নামে। এর তৃতীয় সংস্করণ “Basel III Endgame”.

একটু সহজ করে বলি, সোনার বাজারে ‘পেপার গোল্ড’ বা ‘আন-অ্যালোকেটেড গোল্ড’ নামে সোনার একটি ধরন ছিল, যা মূলত সোনার প্রতিশ্রুতিপত্র হিসেবে ব্যবহৃত হত। ২০২৫ সালের জুলাই থেকে নতুন Basel III নীতি অনুযায়ী, এই ‘পেপার গোল্ড’-এ লেনদেন করা ব্যাংকগুলোর জন্য ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল হয়ে যাবে। এখন, Basel III নিয়মে, শারীরিক সোনা বা ‘ফিজিক্যাল গোল্ড’কে ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে গণ্য করা হবে। এর মানে হলো, ব্যাংকগুলো তাদের রিজার্ভে সোনাকে ১০০% বাজার মূল্য অনুযায়ী দেখাতে পারবে। এই পরিবর্তনের ফলে, ব্যাংকগুলোকে সস্তা ‘পেপার গোল্ড’ ছেড়ে বাস্তব সোনা কিনতে হবে, যাতে তারা তাদের ব্যালেন্স শিট শক্তিশালী করতে পারে। ফলে, খোলাবাজারে সোনার সরবরাহ কমে যাবে এবং সোনার দাম বেড়ে ৪,০০০ থেকে ৫,০০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এই নতুন নিয়ম সোনাকে আবার মুদ্রার মতো গুরুত্ব দিচ্ছে এবং ডলারের শক্তি কমিয়ে দিচ্ছে। তাহলে কী আমরা আবার রাজ-রাজড়ার আমলের স্বর্ণমূদ্রার যুগেই ফিরে যাচ্ছি একরকম?

অদূর ভবিষ্যতে অবশ্য সোনার দাম আবারও কমেও যেতে পারে। যদি বিশ্বে রাজনৈতিক অস্থিরতা কমে এবং মার্কিন অর্থনীতি স্থিতিশীল হয়। যদি বড় মার্কিন কোম্পানিগুলোর আয় বাড়ে এবং মূল্যস্ফীতি কমানোর জন্য ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দেয়, তাহলে বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে তাদের টাকা শেয়ার বাজার বা উচ্চ সুদের বন্ডে বিনিয়োগ করবে। কারণ, শেয়ার বাজার বা বন্ডে সুদ বা লাভ বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যা সোনার তুলনায় লাভজনক হতে পারে। তবে, বর্তমানে সোনা এবং শেয়ার বাজার দুটোই উচ্চ দামে রয়েছে, তাই সেগুলোর দাম কখন কমবে, তা বলা কঠিন। তবে এই পরিস্থিতিতে খুব বেশি সোনা কেনা ঝুঁকিপূর্ণ হতে পারে। মজার ব্যাপার হচ্ছে, এই কন্টেন্টটা যখন বানাচ্ছি, তখনই চোখে পড়লো গণমাধ্যমের পাতায়। সোনার দাম কমেছে ভরিতে আট হাজার তিনশ ছিয়াশি টাকা (৮৩৮৬ টাকা)। তাই সোনায় বিনিয়োগও যে একেবারে নিরাপদ – লাভজনক, তা বলা যাচ্ছে না এখনও।

এমন পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ হিসেবে আপনার সঞ্চয়ের পরিকল্পনা কী হওয়া উচিত? বিনিয়োগ বিশেষজ্ঞ জিম রিকার্ডস তার ‘দ্য নিউ কেস ফর গোল্ড’ (The New Case for Gold) বইয়ে বলেন, “সোনা হলো আপনার জন্য ইন্স্যুরেন্স, তবে এটি আপনার সম্পদের ইঞ্জিন নয়”। অর্থাৎ সোনা হয়তো আপনার অর্থনৈতিক নিরাপত্তা হতে পারে, কিন্তু এটি আপনার সম্পদ বাড়াবে না। এটি শুধু আপনার সঞ্চয়কে টাকার মান কমে যাওয়া থেকে রক্ষা করে এবং আপনার পোর্টফোলিওর বীমা হিসেবে কাজ করে। তবে বিশেষজ্ঞরা সাধারণত মোট সঞ্চয়ের ৫ থেকে ১০ শতাংশের বেশি সোনায় বিনিয়োগ না করার পক্ষে।

অনিশ্চয়তার এই সময়ে আতঙ্কিত হয়ে সব টাকা কোনো একটি সম্পদে ঢেলে না দেয়াই বুদ্ধিমানের কাজ। সোনা হোক বা ব্যাংক, সবকিছুরই কিছু নির্দিষ্ট ঝুঁকি রয়েছে। মনে রাখবেন, পৃথিবীতে মন্দা আসে আবার স্থিতিশীলতাও ফিরে আসে। কিন্তু Basel III এর মাধ্যমে সোনা এখন নিয়ন্ত্রকদের চোখেও ‘আসল টাকা’। তাই এই নতুন বাস্তবতায়, আপনার সঞ্চয়কে বুদ্ধিমানের মতো বিভিন্ন খাতে ভাগ করে নিন। কারণ, যখন অর্থনৈতিক মন্দা আসে, তখন সেই মানুষটিই সবচেয়ে সুরক্ষিত, যার হাতে বহুমুখী বিনিয়োগ থাকে। তাই ভেবে চিন্তে নিজের সঞ্চয়কে নিরাপদ রাখুন। নিরাপদ সঞ্চয় নিয়ে আপনার নিজস্ব কোনো ভাবনা থাকলে জানাতে পারেন কমেন্টে।

ধন্যবাদ সবাইকে।

সুস্থ থাকুন, ভালো থাকুন।

Is the world returning to the age of gold coins?

Gold. Swarna or Sona. Whatever name we call it, hearing it makes everyone’s eyes sparkle. Even if it is not the most expensive metal in the world, it is the most desired object, there is no doubt about that. In the old days, rich kings-landlords used to bury pots full of gold in the ground. That is why from history to fairy tales, stories of hidden treasures of gold pots or jars are often heard. And in the price of this very gold, a Kalbaishakhi storm has been going on for the last few years.

Will this mad horse of gold prices in our country collapse like the stock market in the near future? Or in this uncertain world, is gold still the last certain refuge for our savings? However, at this moment, investors all over the world are looking for an answer to one question – will gold set new records in terms of price? Or will the price of gold start to decrease in 2026? What is the reason behind these extremely contradictory predictions?

Greetings everyone,

Currently, the price of gold in Bangladesh is increasing abnormally. Truth be told, the price of gold is rising in the world market, but the rate of price increase in Bangladesh is abnormally high. Many reasons are working together behind this. Unrest-instability has increased in different countries of the world. Many countries’ central banks are buying more gold instead of US dollars. Prices of goods are increasing worldwide. For these reasons, the price of gold has reached a record high. And Bangladesh’s own reasons are, the crisis of cash money in the country’s banks. The decrease in dollar reserves. Along with it, the value of the Taka is also decreasing.

Because of these problems, people are afraid to keep their savings safe. They are becoming more interested in buying gold than keeping money in the bank. Because, they consider gold a ‘safe investment’. This is increasing the demand for gold a lot. All in all, gold is not just jewelry now, but has become a main reliance for people’s savings. So the price has also increased.

Did you know, in the last 20 years, the price of gold has increased at least 35 times. Since 2022, the price of gold has been increasing unimaginably. In just the last one year, the price of gold in Bangladeshi Taka has increased more than one and a half times. Is such an abnormal price increase just a result of inflation? Or is there some global stratagem behind it? Or a secret strategy of central banks or a deep connection to the liquidity crisis of local banks? As a common person of Bangladesh, what should your-my savings plan be, today we will do that analysis.

Let’s go see, this graph of the rise of gold prices in the Bangladesh market over the last five years,

In 2021 gold used to be sold from 68,000 to 74,000 Taka. In 2022, it came to stand at 80,000 to 87,000. And the next year, meaning 2023, the price of gold rose from 90,000 to 1,12,000. The year after that, meaning in 2024, the price of gold went up from 1,00,000 to 1,50,000. Currently in 2025, starting from 1,90,000 it had reached up to 2,17,000. Currently, however, it has decreased slightly and is at 2,08,000 Taka.

However, as you can see, the price of gold is continuously increasing, but why?

Before knowing the answer to this question, let’s wander a bit in history, come. I’ll tell an incident from 1869. The date was 24th September. Remember, the day was ‘Black Friday’. Of course, those who have little idea about Black Friday, they can watch this video on our channel.

Let’s return to the story. At that time in 1869, America’s economy was trying to recover from the shock of the recent civil war. Taking this opportunity, two influential American investors named Jay Gould and James Fisk set a terrible conspiracy trap. Their target was to manipulate the gold market at the New York Gold Exchange and artificially increase its price. Their strategy was, by artificially reducing the supply of gold in the market, to create a kind of panic. And to make this conspiracy successful, they started communicating with a person who was the brother-in-law of the then US President Ulysses S. Grant.

Gould and Fisk had hoped, by using the brother-in-law, they could stop the US government from selling gold via the President. If the government does not sell gold, then the supply in the market will decrease and the price will touch the sky. Although this conspiracy was ultimately stopped by the then US Treasury Secretary George S. Boutwell. He started selling government gold to stabilize the market. Still, this incident gave birth to a big financial crisis and called into question the credibility of President Grant’s administration. You can understand, the conspiracy to increase the price of gold has been happening since much earlier. To know the full story of the dollar and gold, you can come and watch this video.

In current times, the unexpected increase in the price of gold is not a normal event at all. Behind it, there may be not just simple demand-supply, but rather strong financial and political connections.

Now let’s come to the basic question, why is gold called ‘The Immortal Metal’ or ‘Omar Dhatu’ (immortal metal)? Why not other metals?

From a chemical point of view, gold does not rust, does not corrode, and does not react. Even if buried in the ground for a thousand years, there is no change in its color, weight, or quality. Again, although the most expensive metal platinum is very rare and stable, its demand is dependent on industries-factories. But gold’s industrial use is limited, so its value remains intact even in an economic recession. In simple words, due to stability, rarity, and economic security, only gold has received the title ‘immortal metal’.

About two hundred years ago, in 1821, Britain first officially introduced the Gold Standard. Gold, due to its incorruptibility, easy divisibility, and limited supply, was recognized as the basis of the monetary system worldwide. But its biggest turn came in 1971, when the then US President Richard Nixon completely disconnected the dollar from gold. As a result, developed countries like America got the power to print money at will, without backing their currency with gold. This new system is called the ‘Fiat Standard’. And because of losing faith in fiat currency, today the value of gold continues to increase.

If you look at the history of gold price increases, it is understood, its rise is always directly linked with some global crisis. In the last almost 100 years, in every major crisis like the Great Depression, worldwide inflation, or the Covid pandemic, the price of gold has increased. These days, a main reason behind the increase in gold prices is the huge gold purchase by central banks. Countries like China, Russia, India, and Turkey have been buying more than 1,000 tons of gold every year since 2022. The main reason for this is, they want to reduce their dependence on the US dollar. As an alternative to the dollar, they are choosing gold. According to Ishwar Prasad, an economist at Cornell University in New York, America, “Central banks are diversifying from the dollar, and in the midst of that great geopolitical change, gold is the only reliable asset.” Truth be told, this huge demand from central banks has taken the price of gold in the international market to a sky-high level.

Alongside the international market, the local economy’s own crisis also impacts the price of gold. At the beginning, I spoke about the rise of gold prices in the Bangladesh market. Currently, a long-term liquidity or liquidity crisis is ongoing in the banking sector of Bangladesh. Due to the decrease in dollar reserves and some weak banks, the central bank alone is having to provide a huge amount of liquidity support. When this type of financial instability appears in the banks, common people, in fear of losing their savings, lean towards gold as a safe asset. As a result, in the last one-year, unprecedented volatility has been seen in the price of gold in the local market of Bangladesh. Added to this is the devaluation of the Taka and low supply compared to demand in the local market. This combined situation is increasing the price of gold in Bangladesh even more.

Moreover, a big change is also underway in the world economy, which is known as ‘Basel III Endgame’. This is a new rule that will be effective in the international banking system. In 2008, in the context of the global economic crisis, a new policy was introduced in the city of Basel, Switzerland, named after this city. Its third version is “Basel III Endgame”.

Let me say it a bit simply, in the gold market, there was a type of gold called ‘Paper Gold’ or ‘Un-allocated Gold’, which was mainly used as a promissory note for gold. From July 2025, according to the new Basel III policy, transacting in this ‘Paper Gold’ will become risky and expensive for banks. Now, in the Basel III rules, physical gold or ‘Physical Gold’ will be considered the bank’s most important asset. This means, banks will be able to show gold in their reserves according to 100% market value. As a result of this change, banks will have to leave cheap ‘Paper Gold’ and buy real gold, so that they can strengthen their balance sheets. As a result, the supply of gold in the open market will decrease and the price of gold can increase, reaching 4,000 to 5,000 dollars. This new rule is again giving gold importance like currency and reducing the power of the dollar. Then are we returning to the age of gold coins from the era of kings and royals, in a way?

In the near future, however, the price of gold may decrease again. If political instability in the world decreases and the US economy becomes stable. If the income of large US companies increases and the Federal Reserve increases the interest rate to reduce inflation, then investors will sell gold and invest their money in the stock market or high-interest bonds. Because, in the stock market or bonds, there is a possibility of higher interest or profit, which can be more profitable compared to gold. However, currently, both gold and the stock market are at high prices, so when their prices will fall, is hard to say. But in this situation, buying too much gold can be risky. The funny thing is, while I am making this content, it just caught my eye on the pages of mass media. The price of gold has decreased by eight thousand three hundred eighty-six taka (8386 Taka) per bhori. So, it cannot be said yet that investing in gold is completely safe – profitable.

In such a situation, as a common person, what should your savings plan be? Investment expert Jim Rickards says in his book ‘The New Case for Gold’, “Gold is insurance for you, but it is not the engine of your wealth”. Meaning, gold might be your financial security, but it will not increase your wealth. It only protects your savings from the decreasing value of money and works as insurance for your portfolio. However, experts are generally in favor of not investing more than 5 to 10 percent of total savings in gold.

In this time of uncertainty, not pouring all money into one asset in a panic is the wise thing to do. Be it gold or banks, everything has some specific risks. Remember, recession comes to the world, and stability also returns. But through Basel III, gold is now ‘real money’ even in the eyes of regulators. So, in this new reality, divide your savings into different sectors wisely. Because, when an economic recession comes, that person is the most secure, who has diversified investments in hand. So, think carefully and keep your savings safe. If you have any of your own thoughts about safe savings, you can let us know in the comments.

Thank you everyone.

Stay healthy, stay well.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top