বাংলাদেশের পাসপোর্ট কি আসলেই মূল্যহীন হয়ে পড়েছে? সেলিব্রেটিরাও পাচ্ছেন না ভিসা, কিন্তু কেন? কখনো ভেবে দেখেছেন, আপনার সবুজ পাসপোর্টটিই কেন ‘অবিশ্বাসী’ পরিচয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নাহলে আপনার পাসপোর্টেই লাগবে ‘REJECTED’ সিল!
শুভেচ্ছা সবাইকে।
শুরুতেই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বাস্তবতা জেনে আসি চলুন…
নাদির অন দ্য গো, বিশ্বের ৫০টি দেশে ভ্রমণ করা বাংলাদেশি জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও সোশ্যাল মিডিয়া আইকন। বিগত কয়েক বছরে বহু দেশে ট্রাভেল ভিডিও করেছেন। সাম্প্রতিক সময়ে ইউরোপের একটি দেশে তিনবার আবেদন করেও ভিসা পাননি। এমনকি অতীতে খুব সহজেই ভিসা পাওয়া দেশগুলো থেকেও হচ্ছেন রিজেক্ট। কারণ হিসেবে দেখানো হচ্ছে, “Your income source is not clear।”
যদিও ভিন্ন কারণে, তবে একইরকম সমস্যায় পড়েছেন আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমনও। কাগজপত্র নিয়ম মাফিক জমা দিয়েছিলেন কিন্তু কিছুদিন পর দূতাবাসের জবাবে জানতে পারেন, “Your intention to return to Bangladesh is not convincing enough.” অর্থাৎ, তার দেশে ফিরে আসার ইচ্ছা বিশ্বাসযোগ্য মনে হয়নি। অথচ তিনি কয়েক বছর ধরেই বিভিন্ন দেশে ঘুরে ট্রাভেল কন্টেন্ট তৈরি করছেন বাংলাদেশি দর্শকদের জন্য।
একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরও যদি আয় এবং ভ্রমণের উদ্দেশ্য প্রমাণে ব্যর্থ হন, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা, বুঝতেই পারছেন! তাই, ট্রাভেল এজেন্সিগুলোর সামনে লম্বা লাইন আর হতাশ মুখের দৃশ্য এখন নিত্যদিনের। সবুজ রঙের আমাদের জাতীয় পাসপোর্ট, আমাদের পরিচয়ের প্রতীক, গর্বের বস্তু। দুর্ভাগ্যবশত এটি বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোরও একটি।
১৯৭১ সালে সদ্য স্বাধীনতা পাওয়া বাংলাদেশের স্থায়িত্ব নিয়ে সন্দিহান ছিল বিশ্বের উন্নত দেশগুলো। সময়ের সাথে সাথে দেশ উন্নত হয়েছে, মানুষের জীবনযাত্রায় এসেছে ইতিবাচক পরিবর্তন। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার দ্বারপ্রান্তে। সে তুলনায় বাংলাদেশিদের ইমেজের পরিবর্তন ঘটেনি বিশ্বমঞ্চে।
বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা মাত্র ৩৫ থেকে ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। কিন্তু পাসপোর্টের ক্রমাগত দুর্বলতা কেবল একটি সংখ্যার খেলা নয়, এটি বাংলাদেশের প্রতি বিশ্বসমাজের আস্থাহীনতার প্রতিফলন। আর এর ফল ভোগ করতে হয় সাধারণ নাগরিকদের, বিদেশে ভিসা পাওয়ার “অন্তহীন জটিলতা” এবং “বিদেশী বিমানবন্দরে বারবার হয়রানি” এখন নিত্যদিনের ঘটনা।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মাঝামাঝি বাংলাদেশের পাসপোর্টের অবস্থান নেমে গিয়েছিল ১০৪তম স্থানে। যদিও এ বছরের মাঝামাঝি এসে হেনলি’র ওয়েবসাইটে বাংলাদেশের অবস্থানের কিছুটা উন্নতি দেখা যাচ্ছে।
এই অবনতি আমাদের পাসপোর্টকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের কাতারে নিয়ে গেছে। যুদ্ধ একটি দেশের পাসপোর্টকে মূল্যহীন করে তোলে। পাসপোর্টের সকল র্যাংকিং-এ সবচেয়ে খারাপ অবস্থানে থাকা আফগানিস্তানই এর প্রমাণ। অথচ যুদ্ধবিধ্বস্ত লিবিয়া বা সুদানের অবস্থানও আমাদের চেয়ে ভালো।
বাংলাদেশে তো যুদ্ধ হয়েছে পঞ্চাশ বছরেরও বেশি আগে। তবু কেন এই সংকট? কেন আমাদের ভিসা প্রত্যাখ্যানের হার এত বেশি? চলুন, আরেকটু বিশ্লেষণ করে দেখা যাক।
যুক্তরাষ্ট্র বহু মানুষের স্বপ্নের দেশ। আর এখানেই বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রত্যাখ্যানের হার সবচেয়ে বেশি। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত, বাংলাদেশ থেকে মার্কিন ট্যুরিস্ট ভিসার প্রায় অর্ধেক আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। যেখানে বৈশ্বিক গড় প্রত্যাখ্যানের হার মাত্র ২১%।
মার্কিন কর্মকর্তারা “ভিসা ওভারস্টে, অবৈধ প্রবেশ এবং অর্থনৈতিক অভিবাসন” সম্পর্কে ক্রমশ সতর্ক হয়ে উঠেছেন। ইউরোপের চিত্রটি আরো চ্যালেঞ্জিং। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত যুক্তরাজ্য স্বরাষ্ট্র দপ্তর বাংলাদেশি নাগরিকদের অর্ধেকেরও বেশি ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে।
ভিসা প্রত্যাখ্যানের এই উচ্চহারের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সবচেয়ে ক্ষতিকর কারণগুলোর মধ্যে একটি হলো ভুয়া নথি, পরিচয়পত্র জালিয়াতি এবং ভুল তথ্যের ব্যাপক ব্যবহার। কনস্যুলার কর্মকর্তারা প্রায়শই “তথ্য বা পরিচয়ের ইচ্ছাকৃত মিথ্যাচার বা জালিয়াতি অথবা মানব পাচার” কে মার্কিন ভিসা প্রত্যাখ্যানের সাধারণ কারণ হিসেবে উল্লেখ করেন। জালিয়াতি এবং ভুল তথ্যের ব্যাপকতা কেবল ব্যক্তিগত প্রত্যাখ্যানেরই বিষয় নয়; এটি সমগ্র বাংলাদেশি পাসপোর্টের বিশ্বাসযোগ্যতা হারানোর অন্যতম বড় কারণ। এটি সকল আবেদনকারীর জন্যই “দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত দোষী” এমন পরিস্থিতি তৈরি করে।
আজকাল এআই ও মেশিন লার্নিং মানুষের চেয়ে দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ থেকে অস্ট্রেলিয়া প্রায় সব উন্নত দেশই এখন ই-ভিসা স্ক্যানিং সফটওয়্যার ব্যবহার করে। মাত্র কয়েক সেকেন্ডে এটি বিচার করে নেয় আবেদনকারী ‘ঝুঁকিপূর্ণ’ কিনা। একবার রেটিং কম পেলে? পুরো আবেদনই চলে যায় সন্দেহের তালিকায়। এই সিস্টেমের নাম ‘প্রেডিক্টিভ রিস্ক মডেলিং’। এটি আগের ভিসা ওভারস্টে, আশ্রয় আবেদন এবং মিথ্যা তথ্যের কেসগুলো বিশ্লেষণ করে প্রোফাইল তৈরি করে। তারপর ঠিক এভাবে সতর্ক করে: “এই আবেদনকারীর ৭২% সম্ভাবনা বিদেশে থেকে যাওয়ার”।
তাহলে বুঝতেই পারছেন, আপনার কাগজপত্র ছাড়াও, এই সফটওয়্যার আরও অনেক কিছু যাচাই করে। আর আপনার পাসপোর্ট খোলামাত্রই একজন অফিসার বুঝে নেন – আপনি প্রকৃত ভ্রমণকারী নাকি সেই দেশে অন্যভাবে থেকে যাওয়ার চেষ্টা করবেন? আপনি যদি এমন দেশে ভ্রমণ করে থাকেন যেগুলো ওভারস্টে বা অবৈধ অবস্থানের জন্য কুখ্যাত, সেটাই হয়ে দাঁড়ায় বড় রেড ফ্ল্যাগ। তখন অফিসার আপনাকেই দেখেন সন্দেহের চোখে।
কূটনৈতিক দুর্বলতা আমাদের জন্য আরেকটি বড় বাধা। একজন আবেদনকারীর নিজ দেশে ফিরে আসার ইচ্ছা যাচাই করতে কনস্যুলার অফিসাররা বিশেষভাবে প্রশিক্ষিত। আর এখানেই বাংলাদেশের সঙ্গে দৃঢ় কূটনৈতিক সম্পর্কের অভাব একটি ‘রেড ফ্ল্যাগ’ হয়ে দাঁড়ায়। আবেদন যাচাইয়ের শুরুতেই তাদের মনে একটি নেতিবাচক ধারণা নিয়ে বসে থাকে।
আর্থিক অসঙ্গতিও সমান গুরুত্বপূর্ণ। পুরো ভ্রমণের খরচ বহনের সক্ষমতা প্রমাণ করা বাধ্যতামূলক, কিন্তু যখন কেউ ন্যূনতম ব্যাংক ব্যালেন্স নিয়ে ভ্রমণের পরিকল্পনা করে, তখন তাৎক্ষণিক সন্দেহের সৃষ্টি হয়। অন্যদিকে, অসম্পূর্ণ ফর্ম, খালি ঘর, বানান ভুল বা তথ্যের অমিলের মতো সাধারণ ভুলগুলোও ভিসা প্রত্যাখ্যানের বড় কারণ হয়ে দাঁড়ায়। যেখানে একটি ছোট ভুলই “স্বয়ংক্রিয় প্রত্যাখ্যান”-এর জন্য যথেষ্ট। আর পূর্ববর্তী ভিসা লঙ্ঘন বা অপরাধমূলক রেকর্ড তো ঝুঁকি বাড়ায়ই। ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অতিরিক্ত দিন থাকা, অবৈধভাবে কাজ করা বা ভিসা শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতের সব আবেদনই ঝুঁকিতে পড়ে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আপনার সকল কাগজপত্র বৈধ হলেও শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্য অপর্যাপ্ত এবং সন্দেহজনক মনে হলেই আপনার ভিসা প্রত্যাখ্যান হতে পারে, যা আমাদের পাসপোর্টের দুর্বল অবস্থানের ফলাফল।
বাংলাদেশ সরকার ৫৯টি মিশনে ই-পাসপোর্ট চালু করেছে, ই-গেট বসিয়েছে স্বয়ংক্রিয় ইমিগ্রেশনের জন্য। কিন্তু এসব সংস্কার আন্তর্জাতিক বিশ্বাস বা ভিসা সুযোগ বাড়াতে পারেনি। বরং বাংলাদেশ থেকে “ভিসা ওভারস্টে, অবৈধ প্রবেশ আর অর্থনৈতিক অভিবাসন” এর চেষ্টা ইমিগ্রেশন অফিসারদের বাংলাদেশিদের আবেদন দেখার সময় “অতিরিক্ত সতর্ক” করে তুলেছে।
বাংলাদেশের অর্থনৈতিক অস্থিরতা, চাকরির অভাব আর দারিদ্র্য মানুষকে ঠেলে দিচ্ছে বিপজ্জনক পথে। এই হতাশাই হয়ে দাঁড়িয়েছে অবৈধ অভিবাসনে যাওয়ার মূল চালিকা। মধ্যবিত্তের বিদেশ যাওয়ার স্বপ্ন যখন এই বাস্তবতার মুখোমুখি হয়, তখন অনেকে বেছে নেয় জালিয়াতির পথ। তাছাড়া রাজনৈতিক অস্থিরতা আর আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েনও এই সংকটকে আরও গভীর করছে। দেশের ভাবমূর্তি সরাসরি প্রভাব ফেলে নাগরিকদের ভিসা পাওয়ার সম্ভাবনায়।
উদাহরণ হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৫ সালে একটি নতুন ভিসা নীতি। যা বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সীমিত করবে। বলা যেতে পারে বর্তমান বাংলাদেশ সরকারের প্রতি এটি আমেরিকানদের বিরক্তির প্রতিফলন। সেইসাথে কূটনৈতিক অস্থিরতাও সমস্যা বাড়াচ্ছে। সরকারি জোটের পুনর্বিন্যাস, ভারতের সাথে উত্তেজনা আরও সংকীর্ণ করছে ভিসা প্রাপ্তির পথ। বিশ্বজুড়ে অবৈধ অভিবাসন বিরোধী কঠোর নীতির খেসারত দিচ্ছেন সাধারণ বাংলাদেশিরা। একবার কোনো দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাখলে, সেখানকার প্রতিটি নাগরিককে অতিরিক্ত সন্দেহের চোখে দেখা হয়। বৈধ ভিসা আবেদনকারীরাও পড়েন অসহায় অবস্থায়।
সম্প্রতি প্রকাশিত কিছু সংবাদ সবাইকে আরো বেশি ভাবিয়ে তুলেছে। বৈধ ভিসা নিয়ে গিয়েও ৯৬ বাংলাদেশি ঢুকতে পারেনি মালয়েশিয়ায়। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, তাদের “সন্দেহজনক ভ্রমণ রেকর্ড” আর “অস্বাভাবিক চলাফেরার অভ্যাস” ছিল। অর্থাৎ ভিসা থাকলেই মিলছে না প্রবেশের নিশ্চয়তা।
নিউজিল্যান্ডের জাহাঙ্গীর আলমের কাহিনী তো আরও ভয়াবহ। ২০ বছর ধরে তিনি ভাইয়ের পরিচয়ে বেঁচে ছিলেন। ভুয়া বিয়ে করে নাগরিকত্ব নিয়েছিলেন, জালিয়াতি করেছিলেন নথিপত্রেও। শেষ পর্যন্ত ধরা পড়ে ৪০টি অভিযোগে ৪ বছর জেল খাটলেন। এই একজনের কাজ শুধু তার জীবনই নয়, সমস্ত বাংলাদেশের সুনাম ডুবিয়েছে।
এই সংকট থেকে মুক্তির পথ কোথায়?
সমাধানে যাওয়ার আগে একটি মজার ব্যাপার বলি। বর্তমানে সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বে সবচেয়ে শক্তিশালী, অথচ ১৯৬০-৭০ এর দশকে তাদের অবস্থান ছিল আমাদের মতোই নাজুক। এক জাদুকরি রূপান্তরে তারা বদলে দিয়েছে নিজেদের ভাগ্য, আর পাসপোর্টের চেহারাও। সিঙ্গাপুর গড়ে তুলেছে শক্তিশালী অর্থনীতি, প্রতিষ্ঠা করেছে দুর্নীতিমুক্ত প্রশাসন, আর আন্তর্জাতিক বিশ্বাস অর্জন করেছে সুপরিকল্পিত কূটনীতির মাধ্যমে। তাদের এই যাত্রাপথে রয়েছে আমাদের জন্য এক অমূল্য শিক্ষা। এই চমকপ্রদ গল্পের বিস্তারিত জানতে ক্লিক করুন ভিডিওটিতে – দেখে নিন কীভাবে একটি দেশ বদলে দিতে পারে নিজের ভবিষ্যৎ!
এখানে ব্যক্তি এবং রাষ্ট্র উভয়কেই তাদের ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিগতভাবে, প্রথম ধাপ হলো খুঁটিনাটি বিষয়ে সতর্ক থাকা। আবেদনপত্রের প্রতিটি অংশ নির্ভুলভাবে পূরণ করতে হবে, কোনো ভুল তথ্য বা অসম্পূর্ণতা যেন না থাকে, এবং ভুয়া নথি জমা দেওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে । ভ্রমণের জন্য পর্যাপ্ত তহবিলের স্পষ্ট এবং শক্তিশালী প্রমাণ দিতে হবে। নিজ দেশের সাথে শক্তিশালী পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং পেশাগত সম্পর্কগুলো নথিপত্র এবং সাক্ষাৎকারের মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরতে হবে । ভিসা সাক্ষাৎকারের জন্য পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নিতে হবে।
আত্মবিশ্বাসের সাথে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং কোনো অসঙ্গতি বা মিথ্যাচার এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে অভিজ্ঞ ভিসা পরামর্শক বা অভিবাসন আইনজীবীদের সহায়তা নেওয়া অত্যন্ত উপকারী হতে পারে। শুধু নাগরিকদের চেষ্টায় হবে না, বাংলাদেশ সরকারকেও এগিয়ে আসতে হবে। ই-পাসপোর্ট বা ই-গেট চালু করলেই হবে না, দরকার সুশাসন, মানবাধিকার রক্ষা আর দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিতে দারুণ প্রভাব ফেলে পাসপোর্টের মান উন্নয়ন।
জনশক্তি রপ্তানীতে বাংলাদেশ বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে কিন্তু মানব পাচার আর অবৈধ অভিবাসন বন্ধ করতে কঠোর হতে হবে। আইনের সঠিক প্রয়োগ এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। নিয়োগকারী সংস্থাগুলোর জবাবদিহিতা বাড়াতে হবে। দেশেই তৈরি করতে হবে তরুণদের জন্য কাজের সুযোগ। অর্থনৈতিক সম্ভাবনা বাড়লে কমবে বিদেশে যাওয়ার অবৈধ প্রতিযোগিতা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কূটনৈতিক সম্পর্ক। বিভিন্ন দেশের সাথে সম্পর্ক জোরদার করে ভিসা শর্ত সহজ করার আলোচনা অব্যাহত রাখতে হবে। বিভিন্ন দেশে আমাদের মিশনগুলো কি সেই আন্তরিকতা নিয়ে এ কাজটি করছে?
বাংলাদেশের সবুজ পাসপোর্টের বর্তমান সংকট আর ব্যক্তিগত পর্যায়ে থমকে নেই। এটা শুধু আবেদনকারীদের ভুল নয়, বরং দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক বাস্তবতা আর রাজনৈতিক পরিস্থিতিরই প্রতিচ্ছবি। জটিল এই সমস্যা থেকে বের হতে জনগন এবং সরকার উভয়েরই দায়িত্বশীল কার্যকরী ভূমিকা গ্রহণ জরুরি। সঠিক পদক্ষেপে পাসপোর্ট জটিলতা কাটুক। বিশ্বজোড়া আবার প্রতিষ্ঠিত হোক বাংলাদেশিদের প্রতি বিশ্বাস।
ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।
Reasons for Visa Rejection of Bangladeshis
Has the Bangladeshi passport truly become worthless? Even celebrities aren’t getting visas, but why? Have you ever wondered why your green passport has become a symbol of ‘untrustworthy’ identity worldwide? Watch the video until the end, or your passport might get a ‘REJECTED’ stamp!
Greetings to everyone.
Let’s start by learning about some recent realities…
Nadir On The Go, a popular Bangladeshi travel vlogger and social media icon who has traveled to 50 countries around the world. He has created travel videos in many countries over the past few years. Recently, he was denied a visa to a European country after applying three times. He is even being rejected by countries where he previously got visas very easily. The reason given is, “Your income source is not clear.”
Although for a different reason, another popular content creator, Salauddin Sumon, faced a similar problem. He submitted his documents correctly, but a few days later, he learned from the embassy’s response, “Your intention to return to Bangladesh is not convincing enough.” In other words, his intention to return to his country was not considered credible. This is despite the fact that he has been creating travel content for Bangladeshi audiences by traveling to various countries for several years.
If a successful content creator fails to prove his income and travel purpose, you can understand the situation of the average person! This is why long lines and frustrated faces in front of travel agencies are now an everyday sight. Our green-colored national passport, a symbol of our identity, an object of pride. Unfortunately, it is also one of the world’s weakest passports.
In 1971, the world’s developed countries were skeptical about the stability of newly independent Bangladesh. Over time, the country has developed, and people’s lives have seen positive changes. Today, Bangladesh is on the verge of being established as a middle-income country. In comparison, the image of Bangladeshis on the world stage has not changed.
Currently, Bangladeshi passport holders can travel to only 35 to 40 countries without a visa or with a visa-on-arrival. But the continuous weakness of the passport is not just a numbers game; it is a reflection of the global community’s lack of confidence in Bangladesh. And ordinary citizens have to bear the consequences; “endless visa complexities” and “repeated harassment at foreign airports” are now everyday occurrences.
According to the Henley Passport Index, in mid-2024, the Bangladeshi passport’s position had dropped to 104th place. Although in the middle of this year, a slight improvement in Bangladesh’s position is visible on the Henley website.
This decline has put our passport in the same category as war-torn Palestine. War makes a country’s passport worthless. Afghanistan, which has the worst position in all passport rankings, is proof of this. However, the positions of war-torn Libya or Sudan are even better than ours.
Bangladesh had its war more than fifty years ago. So why this crisis? Why is our visa rejection rate so high? Let’s analyze it a little more.
The United States is the dream country for many people. And this is where the visa rejection rate is highest for Bangladeshi citizens. As of June 2025, almost half of the applications for US tourist visas from Bangladesh were rejected. The global average rejection rate is only 21%.
US officials have become increasingly cautious about “visa overstays, illegal entry, and economic migration.” The situation in Europe is even more challenging. As of March 2024, the UK Home Office rejected more than half of the visa applications from Bangladeshi citizens.
There are several reasons behind this high visa rejection rate. One of the most damaging reasons is the widespread use of fake documents, identity fraud, and false information. Consular officers often cite “willful misrepresentation or fraud of information or identity, or human trafficking” as common reasons for US visa rejection. The prevalence of fraud and false information is not just a matter of individual rejection; it is one of the biggest reasons for the loss of credibility of the entire Bangladeshi passport. This creates a “guilty until proven innocent” situation for all applicants.
Nowadays, AI and machine learning work faster and more accurately than humans. Almost all developed countries, from the US, Canada, and Europe to Australia, now use e-visa scanning software. In just a few seconds, it determines whether the applicant is “high-risk.” Once the rating is low? The entire application goes on the suspect list. This system is called ‘Predictive Risk Modeling’. It analyzes previous cases of visa overstay, asylum applications, and false information to create a profile. Then it warns like this: “This applicant has a 72% chance of staying abroad.”
So, you understand that besides your documents, this software verifies many other things. And as soon as an officer opens your passport, they understand – are you a genuine traveler or will you try to stay in that country in some other way? If you have traveled to countries that are notorious for overstays or illegal stays, that becomes a big red flag. The officer then looks at you with suspicion.
Diplomatic weakness is another major obstacle for us. Consular officers are specially trained to verify an applicant’s intention to return to their home country. And this is where the lack of strong diplomatic relations with Bangladesh becomes a ‘red flag’. A negative perception is created in their minds at the beginning of the application verification.
Financial discrepancy is equally important. It is mandatory to prove the ability to cover the entire travel cost, but when someone plans to travel with a minimum bank balance, immediate suspicion is created. On the other hand, common mistakes like incomplete forms, blank fields, spelling mistakes, or discrepancies in information also become major reasons for visa rejection. Where a small mistake is enough for “automatic rejection”. And previous visa violations or criminal records increase the risk. Overstaying a visa, working illegally, or violating visa conditions jeopardizes all future applications. The most unfortunate thing is that even if all your documents are valid, your visa may be rejected just because the purpose of travel is deemed insufficient and suspicious, which is a result of our passport’s weak position.
The Bangladesh government has launched e-passports in 59 missions and installed e-gates for automated immigration. But these reforms have not increased international trust or visa opportunities. Instead, attempts at “visa overstays, illegal entry, and economic migration” from Bangladesh have made immigration officers “extra cautious” when reviewing applications from Bangladeshis.
Bangladesh’s economic instability, lack of jobs, and poverty are pushing people onto a dangerous path. This desperation has become the main driving force for illegal migration. When the dream of the middle class to go abroad faces this reality, many choose the path of fraud. Moreover, political instability and international relations tensions are also deepening this crisis. The country’s image directly affects citizens’ chances of getting a visa.
An example could be the new US visa policy in 2025. Which will limit visas for Bangladeshi citizens. It can be said that this is a reflection of American irritation with the current Bangladesh government. At the same time, diplomatic instability is also adding to the problem. The rearrangement of government alliances and tensions with India are further narrowing the path to obtaining a visa. Ordinary Bangladeshis are paying the price for strict anti-illegal migration policies worldwide. Once a country is placed on the ‘risky’ list, every citizen from there is viewed with extra suspicion. Valid visa applicants also fall into a helpless situation.
Some recently published news has made everyone think more. Despite having valid visas, 96 Bangladeshis were unable to enter Malaysia. The airport authorities claimed they had “suspicious travel records” and “unusual movement habits.” That is, having a visa no longer guarantees entry.
The story of Jahangir Alam from New Zealand is even more terrible. For 20 years, he lived under his brother’s identity. He took citizenship through a fake marriage and falsified documents. In the end, he was caught and served 4 years in jail on 40 charges. The actions of this one person have not only sunk his life but the reputation of all of Bangladesh.
Where is the way out of this crisis?
Before we go to the solution, let me tell you something interesting. Currently, the Singaporean passport is the strongest in the world, but in the 1960s and 70s, their position was as fragile as ours. Through a magical transformation, they changed their fate and the appearance of their passport. Singapore has built a strong economy, established a corruption-free administration, and gained international trust through well-planned diplomacy. Their journey holds an invaluable lesson for us. To know the details of this amazing story, click on the video – see how a country can change its future!
Here, both the individual and the state must play their roles. Personally, the first step is to be careful with the details. Every part of the application form must be filled out accurately, there should be no false information or incompleteness, and one must completely refrain from submitting fake documents. There must be clear and strong proof of sufficient funds for travel. Strong family, social, economic, and professional ties with one’s home country must be clearly highlighted through documents and interviews. One must prepare thoroughly for the visa interview.
One must answer questions with confidence and avoid any inconsistencies or falsehoods. Seeking assistance from experienced visa consultants or immigration lawyers can be extremely helpful if needed. The efforts of citizens alone will not be enough; the Bangladesh government must also step forward. Launching e-passports or e-gates is not enough; good governance, protection of human rights, and strict measures against corruption are needed. The quality of a passport greatly affects the country’s image on the international stage.
Bangladesh continues to make an important contribution to manpower export globally, but it must be strict in stopping human trafficking and illegal migration. The proper application of law and ensuring punishment for the guilty must be ensured. The accountability of recruiting agencies must be increased. Job opportunities for the youth must be created within the country. If economic opportunities increase, the illegal competition to go abroad will decrease.
The most important thing is diplomatic relations. Discussions to ease visa conditions must be continued by strengthening relations with various countries. Are our missions in various countries doing this work with that sincerity?
The current crisis of the Bangladeshi green passport is no longer limited to the personal level. It is not just the fault of the applicants, but a reflection of the country’s economic condition, social reality, and political situation. To get out of this complex problem, both the public and the government need to take responsible and effective action. With the right steps, may the passport complications be resolved. May trust in Bangladeshis be re-established worldwide.
Thank you everyone, stay healthy, stay well.