Deepseek ai vs. ChatGPT
জন স্মিথ, ৩৫ বছর বয়সি এই ব্যক্তি স্ত্রী-সন্তান নিয়ে থাকেন লন্ডনে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলেও সবকিছু ঠিকঠাকই চলছিল। হুট করে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে তার চেনা পৃথিবীটাই পুরোপুরি পালটে গেল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ চ্যাটজিপিটি আসার পর স্মিথের কোম্পানি বিটি গ্রুপে শুরু হলো ছাঁটাই। সেই ছাঁটাইয়ে চাকরি গেল জন স্মিথের। শুধু স্মিথ নন, টেলিকম জায়ান্ট বিটি কোম্পানি ২০৩০ সালের মধ্যে কর্মী সংখ্যা এক লাখ ত্রিশ হাজার থেকে ৫৫ হাজারে কমিয়ে আনার প্রক্রিয়ায় আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিশেষ করে চ্যাটজিপিটির উপর ভরসা করে বিটি গ্রুপ ছাড়াও সুইডিশ ফিনটেক কোম্পানি ক্লার্না ২০২৪ সালের আগস্টের মধ্যেই তাদের কর্মীসংখ্যা ৫০০০ থেকে কমিয়ে ৩৮০০-তে নামিয়েছে। চ্যাটজিপিটি যখন একের পর এক সবার চাকরি খাচ্ছিলো, এই চ্যাটজিপিটি’র কারণে সবাই যখন আতঙ্কে, তখন চ্যাটজিপিটিকে টেক্কা দিতে নতুন এক চীনা এআই আসলো, যার নাম ‘ডিপসিক’ (DeepSeek)।
শুভেচ্ছা সবাইকে।
মাত্র ৬ মিলিয়ন ডলারের কোম্পানি ডিপসিক এআইয়ের কাছে রীতিমতো ধরাশায়ী মোস্ট পাওয়ারফুল এআই— চ্যাটজিপিটি।
পুরো এআই মার্কেটের গেমটাই মনে হয় উল্টে দিতে যাচ্ছে চায়নার ওপেনসোর্স প্রজেক্ট। প্রযুক্তির ইতিহাসে এমন ঘটনা বিরল, যেখানে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের চ্যাটজিপিটির মার্কেট ভ্যালুও উধাও। এই ধাক্কা এতটাই প্রবল যে, প্রযুক্তি দুনিয়ার জায়ান্টদেরও ঘুম হারাম।
দুইদিনের মাথায় চ্যাটজিপিটির লোকসানের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১ লাখ কোটি টাকা। এনভিডিয়ার মতো বড় কোম্পানির শেয়ারের দাম কমেছে ৫৯৩ বিলিয়ন ডলার। নতুন এই চীনা এআই আসার পর চ্যাটজিপিটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের অ্যাপস্টোরে নেমে গেছে দুই নম্বরে।
মানুষের বিরক্তি যখন লাগামছাড়া, ঠিক তখনই নতুন এক এআই-এর নাম শোনা গেলো— ডিপসিক এআই। তাদের দাবি, এটি চ্যাটজিপিটির চেয়ে বেশি নির্ভুল এবং জটিল সমস্যা সমাধানে পারদর্শী। এ ঘটনাটাই চ্যাটজিপিটি এবং ডিপসিক এআই-এর মধ্যে এক অদৃশ্য যুদ্ধের সূচনা করেছে। এ দুই এআই-এর গল্প মধ্যে কে কতটা শক্তিশালী, তাদের মধ্যে ভালো-মন্দ দিকগুলো কী এবং ভবিষ্যৎ বিশ্বে তাদের প্রভাব কতটা হবে – দেখে আসি চলুন।
এআই-এর বাজারে এই বিশাল বিপর্যয়ের পেছনের কারণ কী?
ডিপসিক এআই তাদের ডিপসিক আর-ওয়ান (DeepSeek R1) মডেল দিয়ে পুরো এআই ইন্ডাস্ট্রিতে আলোড়ন তুলেছে। এই মডেলটি চ্যাটজিপিটির পেইড মডেলের পারফরমেন্সের কাছাকাছি চলে এসেছে, যা সত্যিই অবাক করার মতো।
একজন ব্যবহারকারী ডিপসিক আর-ওয়ান মডেলকে র্যাস্পবেরি পাই নামক একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে রান করিয়েছেন, এবং এটি প্রতি সেকেন্ডে তিন থেকে চার বর্ণের ২০০ শব্দ অফলাইন প্রডিউস করতে পারে! এর মানে হলো, ভবিষ্যতে আমরা প্রত্যেকে পকেটে একটি শক্তিশালী এআই নিয়ে ঘুরবো।
ডিপসিক তাদের নতুন মডেল জেনাস-প্রো (Janus-Pro) রিলিজ করেছে, যা শুধু টেক্সট নয়, দুর্দান্ত সব ছবি ও ভিজ্যুয়াল তৈরি করতে সক্ষম। অনেকে বলছেন, এটি চ্যাটজিপিটির ইমেজ জেনারেটর এআই ডেল-ই (DALL-E) থেকে অনেক বেশি উন্নত।
চ্যাটজিপিটির জন্ম ওপেন-এআই (OpenAI)-এর হাতে, ২০২২ সালের নভেম্বরে। এটা আসলে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, যা আপনার প্রশ্নের উত্তর দিতে পারে, গল্প লিখতে পারে, এমনকি কোডও বানাতে পারে। চ্যাটজিপিটির সবচেয়ে বড় সুপারপাওয়ার হলো এর ভাষা বোঝার ক্ষমতা। এটা এতটাই উন্নত যে, আপনি বাংলায়, ইংরেজি, স্প্যানিশে— যেকোনো ভাষায় কথা বললেও আপনাকে সঠিক উত্তর দেবে।
কিন্তু, চ্যাটজিপিটিরও কিছু সীমাবদ্ধতা আছে। যেমন, এটা ২০২১ সাল পর্যন্ত আপডেট করা ডেটা দিয়ে তৈরি। তাই, সাম্প্রতিক ঘটনাগুলোর বিশ্লেষণ ভালোভাবে করতে পারে না।
আরেকটা বড় সমস্যা হলো, এটা মাঝে মাঝে ভুল তথ্যও দেয়।
এখন প্রশ্ন হলো, কে কার চেয়ে ভালো? চ্যাটজিপিটি নাকি ডিপসিক এআই?
চ্যাটজিপিটি যেকোনো ভাষা প্রক্রিয়াকরণে একদম চ্যাম্পিয়ন। এটা যেকোনো ভাষাকে সহজেই বুঝতে পারে এবং প্রক্রিয়া করতে পারে। আপনি যদি গল্প লিখতে চান, কবিতা তৈরি করতে চান, বা একটা ইমেইল ড্রাফট করতে চান, চ্যাটজিপিটি সেখানে আপনার সেরা সহায়ক।
অন্যদিকে, ডিপসিক এআই জটিল বৈজ্ঞানিক এবং গাণিতিক সমস্যা সমাধানে এগিয়ে। এটা রিয়েল-টাইমে ডেটা বিশ্লেষণ করতে পারে, যা গবেষণা এবং ফাইন্যান্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা কম শক্তি ব্যবহার করে, যা এটাকে পরিবেশবান্ধব করে তুলেছে।
কিন্তু, এ দুটি এআই এখন পর্যন্ত সম্পূর্ণ নিখুঁত নয়। চ্যাটজিপিটি যেমন ভুল তথ্য দিতে পারে, ডিপসিক এআই-ও ভাষা প্রক্রিয়াকরণে পিছিয়ে আছে।
এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে— এআই কি আমাদের জন্য হুমকি?
সত্যিটা হচ্ছে, এআই-এর কারণে অনেক চাকরি অটোমেটেড হয়ে যেতে পারে। যেমন, কাস্টমার সার্ভিস, ডেটা এন্ট্রি, এমনকি কিছু প্রফেশনাল কাজও এআই দিয়ে করা যাবে। এর মানে হলো, অনেক মানুষ চাকরি হারাতে পারেন।
আরেকটা বড় সমস্যা হলো গোপনীয়তা। এআই মডেলগুলো আমাদের ডেটা সংগ্রহ করে। যদি এই ডেটা ভুল হাতে পড়ে, তাহলে আমাদের গোপনীয়তা হারানোর ঝুঁকি আছে।
পাশাপাশি এআই যদি পক্ষপাতিত্ব করে বা ভুল তথ্য দেয়, তাহলে তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন, এআই যদি ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, তাহলে তা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এছাড়াও, এআই প্রযুক্তি যদি ভুল হাতে পড়ে, সাইবার হুমকি বাড়বে। হ্যাকাররা এআই ব্যবহার করে আরও শক্তিশালী আক্রমণ চালাবে।
একটা মুহূর্তের জন্য কল্পনা করুন তো, ২০৩০ সালের পৃথিবী। এআই প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে গেছে। রোবটরা রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে, এআই সিস্টেমগুলো হাসপাতালে রোগ নির্ণয় করছে, এবং স্বয়ংক্রিয় গাড়িগুলো রাস্তায় চলাফেরা করছে। কিন্তু, এই পরিবর্তনের মধ্যেও এমন কিছু চাকরি আছে, যেগুলো মানুষের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত হয়ে উঠবে।
ভবিষ্যতে, এআই মডেলগুলোকে ট্রেনিং দেওয়ার জন্য বিশেষজ্ঞদের প্রয়োজন হবে। তারা শুধু টেকনিক্যাল দক্ষতা নয়, বরং নৈতিক দিকগুলোও বিবেচনা করবেন। যেমন, একটি এআই মডেল যদি পক্ষপাতিত্ব করে বা ভুল তথ্য দেয়, তাহলে তা সমাজে কী প্রভাব ফেলবে? এ ধরনের সমস্যা সমাধানের জন্য এআই ট্রেনার এবং এথিক্যাল বিশেষজ্ঞদের চাহিদা বাড়বে।
সোশ্যাল মিডিয়া অ্যাপস কিভাবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপস কিভাবে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে- How Social Media Apps Steal Your Personal Information!ব্যক্তিগত তথ্য চুরি করে- How Social Media Apps Steal Your Personal Information!
শেষ করার আগে আরেকটা ঘটনা বলি— সালটা ২০১৯। আইবিএম কোম্পানি তাদের কাস্টমার সার্ভিসের জন্য এআই পরিচালিত চ্যাটবট আইবিএম ওয়াটসন চালু করে, যা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স (FAQ), ক্লেইম প্রসেসিং এবং সাধারণ সমস্যা সমাধানে ব্যবহৃত হতো। এই পরিবর্তনের ফলে হাজার হাজার কাস্টমার সার্ভিসের চাকরি কমে যায়, কারণ এআই ছিল অনেক দ্রুত, সহজ এবং সাশ্রয়ী। তবে, আইবিএম তাদের কর্মীদের চাকরি চলে যাওয়ার বিষয়টি মাথায় রেখে রিট্রেইনিং প্রোগ্রাম চালু করে, যাতে কর্মীরা নতুন দক্ষতা অর্জন করতে পারে এবং উচ্চতর ও বিশেষায়িত কাজ করতে সক্ষম হয়। আইবিএম-এর এই উদ্যোগ শুধু কর্মীদের প্রতি মানবিক হওয়ার একটি উদাহরণ নয়, বরং এটি সৃজনশীল কাজে তাদের অনুপ্রাণিত করারও একটি প্রচেষ্টা। আইবিএম বিশ্বাস করে, এআই চাকরি হারানোর জন্য নয়, বরং আমাদের কাজের ধরনকে আরও উন্নত ও গতিশীল করার জন্য কাজ করে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই উন্নত হোক, তা কখনো মানুষের ক্রিয়েটিভিটির বিকল্প নয়। তাই বরাবরের মতোই ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটরদের চাহিদা আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সাহায্যকারী হবে, প্রতিদ্বন্দ্বী নয়। তাই, ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে এআই টুলসের পাশাপাশি শিখতে হবে নতুন নতুন দক্ষতা, তবেই প্রতিযোগিতার বাজারে টিকে থাকা সম্ভব হবে।
ধন্যবাদ সবাইকে
সুস্থ থাকুন, ভালো থাকুন।
ChatGPT vs. DeepSeek AI – Who will win?
Introduction to DeepSeek AI and ChatGPT
John Smith, a 35-year-old man, lives in London with his wife and children. Although he was the only earning member of the family, everything was going smoothly. Suddenly, in mid-2023, his familiar world completely changed. After the arrival of Artificial Intelligence, namely ChatGPT, layoffs began at his company, BT Group. John Smith lost his job in this layoff. It’s not just Smith; telecom giant BT Company is in the process of reducing its workforce from 130,000 to 55,000 by 2030. Relying on Artificial Intelligence, especially ChatGPT, Swedish fintech company Klarna has already reduced its workforce from 5,000 to 3,800 by August 2024. While ChatGPT was taking jobs left and right, a new Chinese AI named ‘DeepSeek’ appeared to rival it.
DeepSeek AI vs. ChatGPT: The Battle for AI Supremacy in 2025
Hello everyone.
A company with just $6 million, DeepSeek AI has effectively knocked down the most powerful AI – ChatGPT. The whole AI market seems like it’s about to be flipped by China’s open-source project. This kind of event is rare in the history of technology, where within just 48 hours, ChatGPT’s $1 trillion market value disappeared. The impact was so intense that it has even kept the giants of the tech world awake at night.
Two days after the losses of ChatGPT, the amount of loss is nearly 121 trillion BDT. Shares of large companies like NVIDIA have dropped by $593 billion. After the arrival of this new Chinese AI, ChatGPT has dropped to number two in the app stores of the USA, UK, and China.
When people’s frustration was out of control, a new AI emerged – DeepSeek AI. They claim that it is more accurate and excels in solving complex problems compared to ChatGPT. This event has sparked an invisible war between ChatGPT and DeepSeek AI. Let’s take a look at the story of these two AIs, their strengths and weaknesses, and their future impact on the world.
The Disruption in the AI Market
What is behind this massive disruption in the AI market?
Comparing DeepSeek AI and ChatGPT
DeepSeek AI has stirred the entire AI industry with its DeepSeek R1 model. This model has come close to the performance of ChatGPT’s paid model, which is truly astonishing.
A user ran the DeepSeek R1 model using a programming language called Raspberry Pi, and it can produce 200 words offline every second, consisting of three to four characters! This means, in the future, each of us could carry a powerful AI in our pocket.
DeepSeek has released their new model, Janus-Pro, which is capable of creating not just text, but amazing images and visuals. Many say this is far more advanced than ChatGPT’s image generator AI, DALL-E.
ChatGPT was born under OpenAI in November 2022. It is an artificial intelligence that can answer your questions, write stories, and even create code. ChatGPT’s biggest superpower is its ability to understand languages. It’s so advanced that no matter if you speak in Bengali, English, Spanish, or any other language, it will give you the correct answer.
However, ChatGPT has some limitations. For example, it is built with data only up to 2021, so it cannot analyze recent events well. Another big issue is that it sometimes provides incorrect information.
Now the question is, which one is better? ChatGPT or DeepSeek AI?
ChatGPT is a champion in language processing. It can easily understand and process any language. If you want to write a story, create poetry, or draft an email, ChatGPT will be your best assistant.
Performance Metrics
On the other hand, DeepSeek AI is ahead in solving complex scientific and mathematical problems. It can analyze data in real time, which is extremely important in research and finance. It also uses less power, which makes it environmentally friendly.
But, neither of these AIs is perfect. Just as ChatGPT can provide incorrect information, DeepSeek AI lags behind in language processing.
Strengths and Weaknesses
Now, let’s get to the most important question – Is AI a threat to us?
The truth is, AI could automate many jobs. For example, customer service, data entry, and even some professional jobs could be handled by AI. This means many people could lose their jobs.
Another major issue is privacy. AI models collect our data. If this data falls into the wrong hands, we risk losing our privacy.
Moreover, if AI shows bias or gives wrong information, it could have a negative impact on society. For instance, if AI misleads people with incorrect information, it could create chaos in society. Additionally, if AI technology falls into the wrong hands, cyber threats will increase. Hackers could use AI to launch even more powerful attacks.
Imagine for a moment the year 2030. AI technology has spread to every aspect of our lives. Robots are serving food in restaurants, AI systems are diagnosing diseases in hospitals, and self-driving cars are roaming the streets. But even in the midst of these changes, there will still be some jobs that will be the most desirable for humans.
In the future, AI models will need experts for training. They will not only consider technical skills but also ethical aspects. For example, if an AI model is biased or provides incorrect information, what impact will it have on society? To solve such problems, the demand for AI trainers and ethical experts will increase.
In simple terms, data storytellers and AI communicators will be needed to make complex data understandable for humans. They will convert complex data into simple stories that ordinary people can understand. As the use of AI in healthcare increases, there will be a need for healthcare AI specialists.
Before I conclude, let me tell you another story – the year was 2019. IBM launched its AI-powered chatbot, IBM Watson, for customer service, which was used for frequently asked questions, claim processing, and solving general issues. As a result of this change, thousands of customer service jobs were reduced because AI was much faster, easier, and more cost-effective. However, IBM introduced a retraining program, keeping in mind the loss of jobs, so employees could acquire new skills and take on higher and more specialized roles. IBM’s initiative was not only a humane gesture towards its employees but also an effort to inspire them for creative work. IBM believes that AI is not here to make people lose their jobs but to improve and streamline the way we work.
No matter how advanced Artificial Intelligence becomes, it can never replace human creativity. Therefore, the demand for creative content creators will always exist and will continue to do so in the future. Artificial Intelligence will be our helper, not our competitor. So, to be prepared for the future, we need to learn new skills alongside AI tools to remain competitive in the market.
Thank you, everyone.
Stay healthy, stay well.