৫০ বছর পর পৃথিবী কেমন হবে? | The Future of Governance & Gen Z’s Global Power

শুরুতেই একটা প্রশ্ন করি। পৃথিবীর প্রচলিত নিয়মকানুন, রাষ্ট্রব্যবস্থা, সরকার চালানোর সিস্টেম- সবকিছুই কি একটু পুরোনো হয়ে গেছে? যে সিস্টেম আমরা আঁকড়ে ধরে আছি, সেই সিস্টেমের দুর্বলতা নিয়ে এখন হাজারো প্রশ্ন উঠছে? বিশেষ করে নতুন প্রজন্ম তো এই পুরো সিস্টেমকেই অপ্রাসঙ্গিক মনে করছে।

এমনটা হওয়ার কারণ কী? দীর্ঘদিন ধরে চলে আসা পরীক্ষিত এই ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে কি একেবারেই অকার্যকর? নাকি বিদ্রোহ-বিপ্লবের নামে তৃতীয় বিশ্বের দেশগুলোকে অস্থিতিশীল করে রাখা পশ্চিমাদের গভীর কোনো ষড়যন্ত্রের অংশ?

কেন নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পেরু, কিংবা মরক্কো মতো দেশগুলোর তরুণ-তরুণীরা রাজপথে নেমে ধসিয়ে দিচ্ছে মহা পরাক্রমশালী সরকারকে? সম্প্রতি মাদাগাস্কারেরও প্রেসিডেন্টও পদত্যাগ করতে বাধ্য হলো জেন-জি আন্দোলনে। কেন ঘটছে একের পর এক গণঅভ্যুত্থান? সবচেয়ে বড় প্রশ্ন, এভাবে একের পর এক বিপ্লব, বিদ্রোহ কিংবা অভ্যুত্থান কি অদূর ভবিষ্যতে রাষ্ট্রব্যবস্থাকে-ই বাতিল ঘোষণা করবে? তাহলে রাষ্ট্রব্যবস্থার বিকল্প কী হবে?

এই পুরোনো সিস্টেমকে সবচেয়ে কঠোরভাবে প্রশ্ন যারা করছেন, তারা হলো জেনারেশন জেড বা জেন-জি। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া জেন-জি’কে বোঝার চেষ্টা করি চলুন!

শুভেচ্ছা সবাইকে।

একটা ছোট্ট গল্প বলি। পনেরো বছর বয়সী এক কিশোরী। বয়সে স্কুলপড়ুয়া হলেও তার চিন্তার জগৎ জুড়ে পৃথিবীর ভবিষ্যৎ। জলবায়ুর বিপন্নতা, অর্থনৈতিক অনিশ্চয়তা আর সমাজের গভীর অসংগতি তাকে প্রচন্ড ভাবায়। এক শুক্রবার সকালে সে স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার মনে প্রশ্ন, “যখন আমাদের ভবিষ্যৎই ডুবে যাচ্ছে, তখন স্কুলে গিয়ে কী আর হবে?”

স্কুল বাদ দিয়ে সে সুইডেনের পার্লামেন্টের সামনে গিয়ে দাঁড়ায়। তার এই প্রতিবাদ আর সরল প্রশ্নটা মুহুর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। প্রতিবাদের ভাষা ছবি আর ভিডিও হয়ে সারা বিশ্বের অসংখ্য তরুণ-তরুণীর মনে সাড়া জাগাল। লাখ লাখ জেন-জি সামিল হলো এই আন্দোলনে। সরাসরি চ্যালেঞ্জ করতে লাগল বিশ্বের রাষ্ট্র এবং বহুজাতিক কোম্পানির দায়সারা জলবায়ুনীতিকে। এভাবেই জন্ম নিল ‘ফ্রাইডেস ফর ফিউচার’ নামের এক বৈশ্বিক জলবায়ু আন্দোলন।

কিশোরীটির নাম গ্রেটা থুনবার্গ। বর্তমান বিশ্বের সুপরিচিত জলবায়ু যোদ্ধা ও মানবাধিকার কর্মী। ২০১৮ সালে তার সেই প্রতিবাদ বৈশ্বিক আন্দোলনে রূপ নেয়। জেন-জি আন্দোলনগুলো আসলে এভাবেই জন্ম নেয়। একটি স্ফুলিঙ্গ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহুর্তেই দাবানলের মতো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

জেন-জি হলো এমন এক প্রজন্ম যারা জন্মের পর থেকে বেড়ে উঠছে স্মার্টফোন ও ইন্টারনেট ছোঁয়া নিয়ে। এই অবাধ তথ্য- যোগাযোগের ক্ষমতা তাদের চেতনায় এনেছে দুটি পরিবর্তন। প্রথমত, ইন্টারনেটের মাধ্যমে তারা মুহূর্তেই বৈশ্বিক মানদণ্ড দেখতে পাচ্ছে। একটু উদাহরণ দিয়ে বলি, তারা যখন দেখে, প্রতিবেশী দেশ বা পশ্চিমা বিশ্বে নাগরিক অধিকার, অর্থনৈতিক সুযোগ বা সরকারের জবাবদিহিতা উন্নত, তখন তাদের দেশের অস্বচ্ছ, ধীরগতির ও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা আর স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না।

দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া তাদের হাতে দিয়েছে দ্রুত বার্তা ছড়িয়ে সংগঠিত হওয়ার ক্ষমতা। পুরোনো দিনের মতো শুধু কাগজে-কলমে বা সভা-সমিতিতে নয়, ভার্চুয়ালি মুহূর্তেই লাখ লাখ মানুষকে রাজপথে নামাতে পারে এই জেন –জি।

তবে, বিদ্রোহ-বিপ্লব শুধু জেন-জি-ই করছে – এমনটি নয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বিদ্রোহের কোনো শেষ নেই। ফরাসি বিপ্লব কিংবা আমাদের স্বাধীনতা সংগ্রাম, একটি প্রজন্মের পিঠ যখনই দেয়ালে ঠেকে, তখনই তারা নিয়ম ভাঙতে সোচ্চার হয়ে ওঠে। তবে জেন-জি বিক্ষোভ-বিদ্রোহটা একটু আলাদা। অতীতের আন্দোলনের মতো কোনো নির্দিষ্ট নেতার পেছনে নয়, বরং একটি গোটা প্রজন্ম থাকে আন্দোলনের নেতৃত্বে।

আরেকটা মজার ব্যাপার বলি, হাতিয়ার হিসেবে রাইফেল নয়, স্রেফ স্মার্টফোন বেছে নেয় তারা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ডিসকর্ড, রেডিট আর এক্সের ট্রেন্ডিং লিস্ট হয়ে উঠছে নতুন যুদ্ধক্ষেত্র।

গত কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়ার দিকে তাকালে একটি পরিষ্কার চিত্র চোখে পড়ে। অস্থিরতা আর গণবিক্ষোভ এখানে আঞ্চলিক সংস্কৃতিতে পরিণত হচ্ছে। ২০২৪ সালে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে সরকারের বিরুদ্ধে মাঠে নামে তরুণ প্রজন্ম। ২০২৫-এ কাঠমান্ডুর রাস্তায় হাজার হাজার তরুণ নেমে আসে। তরুণ প্রজন্ম #NepoKids ও #NepoBabies হ্যাশট্যাগের মাধ্যমে রাজনীতিবিদ ও তাদের সন্তানদের বিলাসিতার বিপরীতে সাধারণ মানুষের দুর্দশার চিত্র তুলে ধরে, যা আন্দোলনকে বেগবান করে মুহূর্তে, সরকারের পতন ঘটায়। বেকারত্বে আকাশ ছুঁতে যাওয়া নেপালের সরকার জনগণের বাক-স্বাধীনতা কেড়ে নিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করায়, বিক্ষোভে ফেটে পড়ে লাখো মানুষ। মাত্র কয়েক দিনের বিক্ষোভে ধসে পড়ল আরো একটি সরকার।

চলুন আরেকটু পিছনে গিয়ে দেখি। ২০২২ সালের শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার অভাবে জরুরি আমদানি বন্ধ হয়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি সীমা ছাড়িয়ে গেল। তখন জেন-জি’র নেতৃত্বে শুরু হলো ‘আরাগালায়া’ (Aragalaya) অর্থাৎ মানুষের অস্তিত্ব রক্ষার তীব্র সংগ্রাম। ২০২০-২০২১ সালে থাইল্যান্ডের তরুণদের নেতৃত্বে একটি বিশাল গণতন্ত্রপন্থী আন্দোলন শুরু হয়েছিল। ‘তিন আঙুলের স্যালুট’-কে প্রতিবাদের প্রতীক করে তারা শুধু সামরিক সমর্থিত সরকারের ওপর প্রবল চাপ সৃষ্টি করে। এছাড়া শত বছরের পুরোনো অলিখিত প্রথা ভেঙে রাজতন্ত্র সংস্কারের মতো মৌলিক দাবিও তুলে ধরে।

এদিকে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে সাম্প্রতিক সময়ে জেন-জি বিদ্রোহের তীব্র আঁচ লেগেছে। লাগামহীন দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনকারীরা বারবার পেরুর রাস্তায় নেমেছে। চাপ সৃষ্টি করেছে সে দেশের প্রেসিডেন্ট ও কংগ্রেসের উপর।

অন্যদিকে, চিলিতে ২০১৯-২০২০ সালে ‘এসতালিদো সোসিয়াল’ (Estallido Social) নামের গণ-অভ্যুত্থানের সূচনা হয়েছিল মূলত স্কুলছাত্রদের ‘মেট্রোরেলে ভাড়া বৃদ্ধি’র প্রতিবাদে। যা দেশের বৈষম্যমূলক পুঁজিবাদী কাঠামোর বিরুদ্ধে আন্দোলনে রূপ নেয়।

সম্প্রতি উত্তর আফ্রিকা এবং ভারত মহাসাগরীয় অঞ্চলেও এমন আন্দোলনের বিস্তার দেখা গেছে। ‘Gen Z 212’ নামের অজ্ঞাত তরুণ গোষ্ঠী ডিসকর্ডের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্দোলন সংগঠিত করেছে মরক্কোতে। তাদের সরকার যখন ২০৩০ বিশ্বকাপের জন্য বিলিয়ন ডলার খরচ করছে, তখন স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক জনসেবাগুলো চরমভাবে উপেক্ষিত। জনস্বাস্থ্য পরিষেবার চরম অব্যবস্থাপনায় গর্ভবতী এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট ক্ষোভ পরবর্তীতে বিশালকার ধারণ করে।

পাশাপাশি, মাদাগাস্কারেও ‘Gen Z Madagascar’ নামের নেতাশূন্য এক আন্দোলন তীব্র রূপ নেয়। সেখানে দীর্ঘদিনের বিদ্যুৎ ও পানির তীব্র সংকট এবং দুর্নীতির অবাধ বিস্তার তরুণদের রাজপথে নামতে বাধ্য করে। এক পর্যায়ে প্রেসিডেন্ট সরকার ভেঙে দিতে বাধ্য হয়।

সাম্প্রতিক বছরগুলোর কিছু ঘটনা বললাম। মনে এখন নিশ্চয়ই প্রশ্ন জাগছে, একই সময়ে কেন সব দেশেই এমন বিদ্রোহের আগুন জ্বলে উঠছে?

মজার বিষয় হলো, ইতিহাসবিদরা বলেন, মানব সমাজের পরিবর্তন সরলরেখায় চলে না, অর্থাৎ সোজা চলে না। এটি একটি চক্রাকার ছন্দে ঘোরে। স্ট্রাউস (Strauss) এবং হাওয়ের (Howe) মতো সমাজবিজ্ঞানীদের ‘ফোর্থ টার্নিং’ তত্ত্ব অনুযায়ী, প্রায় প্রতি ৮০-১০০ বছর পরপর একটি দীর্ঘ চক্র পূর্ণ হয়। এই চক্রের চতুর্থ ধাপটি হলো ‘সংকট’ বা ‘Crisis’, যেখানে পুরোনো ব্যবস্থা ভেঙে পড়ে এবং নতুন ব্যবস্থা জন্ম নেয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সমাজ ও রাষ্ট্রব্যবস্থা তৈরি হয়েছিল, তার ৮০ বছর কেটে গেছে। জেন-জি এখন সেই ‘ভাঙনের’ চক্রে দাঁড়িয়ে। ষাটের দশকের সাংস্কৃতিক বিপ্লবের মতো পূর্বসূরীদের গড়ে তোলা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে জেন-জি।

তথ্যের জন্য তারা মেইনস্ট্রিম মিডিয়া বা সংবাদপত্রের চেয়ে বেশি নির্ভর করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর। ফলে, তাদের দৃষ্টিভঙ্গি একটি নির্দিষ্ট দেশের মানচিত্রে সীমাবদ্ধ থাকে না। একজন আমেরিকান জেন-জি হয়তো একজন ইউরোপীয় জেন-জি’র সাথে জীবন বা মূল্যবোধে বেশি মিল খুঁজে পেতে পারে। তাইতো নিজ দেশের প্রতি আনুগত্যের চেয়ে বৈশ্বিক মূল্যবোধের দিকে-ই বেশি নজর জেন -জিদের।  

জেন-জিদের বিদ্রোহের একটি প্রধান কারণ হলো তাদের চরম মানসিক চাপ। এই প্রজন্ম একইসাথে বৈশ্বিকভাবে সংযুক্ত কিন্তু ব্যক্তিগতভাবে বিচ্ছিন্ন। ম্যাকেন্সি হেলথ ইন্সটিটিউট (McKinsey Health Institute) এর একটি গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা যায়, জেন-জিদের প্রতি চারজনের মধ্যে একজন অর্থাৎ ২৫ শতাংশ তীব্র মানসিক কষ্ট বা Psychological Distress এ ভুগছে। এটি আগের প্রজন্ম Millennial বা Gen X-এর তুলনায় প্রায় দ্বিগুণ। এই মানসিক যন্ত্রণা কেবল একটি পরিসংখ্যান নয়; এটি তাদের অস্থিরতার পেছনের অন্যতম কারণও।

International Monetary Fund- IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের তথ্য আরো কঠিন চিত্র তুলে ধরে। আমাদের মত বিশ্বের উন্নয়নশীল অর্থনীতিগুলোতে প্রায় ২০ শতাংশ তরুণ পড়ালেখা, প্রশিক্ষণ বা চাকরির বাইরে নিষ্ক্রিয় অবস্থায় আছে। এই সংখ্যা উন্নত অর্থনীতির দেশের তুলনায়  প্রায় দ্বিগুণ। গ্লোবালাইজেশনের এই যুগে তৃতীয় বিশ্বের তরুণরা উন্নত বিশ্বে বসবাসরত তরুণদের লাইফস্টাইল দেখছে প্রতিনিয়ত। যখন নিজ দেশ চাকরির নিশ্চয়তা দিতে ব্যর্থ, তখন রাষ্ট্রের উপর আর আস্থা থাকে না। তাই বেকারত্ব এবং অর্থনৈতিক হতাশাকে এই বিদ্রোহের অন্যতম কারণ হিসেবেও দেখা হয়ে থাকে।   

বিভিন্ন জরিপের তথ্য বলছে, ৩০ বছরের কম বয়সী প্রতি ৪ জনের মধ্যে ১ জনেরও বেশি তরুণ অর্থনৈতিকভাবে “কোনোমতে টিকে আছে”। প্রাতিষ্ঠানিক বিশ্বাসে ধস এই প্রজন্মের অসন্তোষকে আরও বাড়িয়ে দিয়েছে। জেন-জি মনে করে, তাদের ভোটের মাধ্যমে কোনো সত্যিকারের পরিবর্তন আসছে না। পরিবর্তন হচ্ছে কেবল ক্ষমতায় আসা-যাওয়া গুটিকয়েক মানুষের। আর এ কারণেই জেন-জি বিদ্যমান সরকার ব্যবস্থা ও রাষ্ট্র কাঠামোতে বিশ্বাস রাখতে পারছে না। যার ফলে তারা পরিবর্তন আনার সবচেয়ে কার্যকর উপায় হিসেবে ‘ভোটদান’কে মনে করে না, এবং অপেক্ষা করে না নির্বাচনের। তারা বরং অনলাইন অ্যাক্টিভিজমের মাধ্যমে সরাসরি প্রতিবাদে করছে। এক পর্যায়ে তারা নেমে আসে রাজপথে। তারা ধরেই নিয়েছে, ‘সিস্টেমের ভেতরে’ কাজ করে লাভ নেই। বরং সিস্টেমটাকেই ভাঙতে হবে। 

প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রীয় কাঠামো যদি ভেঙ্গে যায়, তাহলে বিকল্প কী? সে কথায় একটু পরে আসছি।

তার আগে জেন-জির চিন্তাভাবনা আরেকটু বিশ্লেষণের জন্য আরেকটি প্রশ্ন করি, জেন-জি কি তাহলে বেশি সচেতন, না বেশি বিভ্রান্ত? দেশে দেশে তাদের বিপ্লব কি বাস্তব পরিবর্তন আনতে পারবে, নাকি কেবল অস্থিরতাই সৃষ্টি করবে? 

এই প্রজন্ম শুধু রাজনীতিতে নয়, কর্মক্ষেত্রেও এনেছে নীরব বিপ্লব। খুব কম সময়ে স‍‍র্বোচ্চ আউটপুট নিয়ে আসার সাফল্য দেখিয়ে কাজের ক্ষেত্রে নজর কাড়ছে জেন-জি। তবে এও সত্য যে তারা ‘ওয়ার্কাহোলিক’ সংস্কৃতিতে বিশ্বাসী নয়।

আচ্ছা, বলুন তো গুগল, মাইক্রোসফটের মতো কর্পোরেশন যদি তাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলে, অন্যদিকে স্থানীয় সরকার যদি দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর হয়, তবে কি জেন-জি রাষ্ট্রীয় কাঠামোর বিকল্প হিসেবে এই টেক জায়ান্টদেরই মেনে নেবে? ইতোমধ্যেই অনেক প্রযুক্তিবিদ ও গবেষক বলেছেন, আজ থেকে ৫০ বছর পরে এই পৃথিবীতে কোন রাষ্ট্র ব্যবস্থাই থাকবে না, টেক কোম্পানীগুলোই নিয়ন্ত্রণ করবে সবকিছু।

মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এখনই রাষ্ট্রীয় সীমানা ডিঙিয়ে কাজ করছে। যদি তারা সরকারের চেয়ে বেশি কার্যকর হয়, তবে এই প্রজন্মের কাছে সেই বিকল্প আকর্ষণীয় হয়ে উঠতেই পারে। 

বিশ্বজুড়ে ঘটে চলা আন্দোলনগুলোর মধ্যে একটি বৈশ্বিক সংযোগ আছে, সন্দেহ নেই। তবে এর পেছনে অনেক সরকার এবং তাদের সমর্থক মহল একটি ‘সুক্ষ্ম ষড়যন্ত্র তত্ত্ব’-এর গন্ধ খুঁজছেন। বিশেষ করে নেপালের সাম্প্রতিক সরকার পতনের সময়, দেশটির কিছু মহল এবং ভারতীয় মিডিয়ার একটি অংশ এ নিয়ে তত্ত্ব দাঁড় করিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া’র মতো পত্রিকার দাবি, এই অস্থিতিশীলতা আসলে পশ্চিমা এনজিও ও সংস্থাগুলোর ‘প্রভাব বিস্তার’-এর ফল। ইন্দোনেশিয়া, বাংলাদেশ কিংবা শ্রীলংকার ক্ষেত্রেও একই কথা বলা হয়ে থাকে।

অনেক রাজনৈতিক ভাষ্য ও আঞ্চলিক মিডিয়ায় বারবার এসব প্রশ্ন তোলা হচ্ছে। এগুলো কি সত্যিই শতভাগ স্বতঃস্ফূর্ত বিদ্রোহ? নাকি পশ্চিমা ‘ডিপ স্টেট’ বা কোনো বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত আন্দোলন? কমেন্টে লিখতে পারেন আপনার মতামত ও ধারণা।

প্রবাদে আছে, নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না। তাই, তৃতীয় বিশ্বের জেন-জি বিপ্লব-বিদ্রোহের আঁচ থেকে উন্নত দেশগুলো বেঁচে থাকবে দীর্ঘসময়, সে নিশ্চয়তাও দেয়া যাচ্ছে না। হয়তো পুরো পৃথিবীরই সমাজ ও রাষ্ট্রব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে যেকোনো সময়।

আপনার কী মনে হয়? এই বিদ্রোহ কি কেবলই ভাঙন, নাকি কোনো নতুন ভোরের সূচনা? জেন-জি কি সত্যিই জেন-এক্সদের সাথে নিয়ে নতুন এক পৃথিবী বানাতে যাচ্ছে যা আমরা কল্পনাও করিনি কখনো?

ধন্যবাদ সবাইকে,

সুস্থ থাকুন, ভালো থাকুন।

Gen-Z Revolution

Let me ask a question at the start. Is the world’s conventional rules and regulations, state system, system of running a government have all these become a bit old? The system we are clinging to, are thousands of questions now arising about the weakness of that system? Especially the new generation is considering this entire system irrelevant. What is the reason for such a thing to happen? Is this system, tested over a long period, completely ineffective in the current context? Or is it part of a deep conspiracy of the Western powers to keep the third-world countries unstable in the name of revolt and revolution? Why are the young men and women of countries like Nepal, Sri Lanka, Bangladesh, Indonesia, Peru, or Morocco taking to the streets and toppling the mighty, all-powerful government? Recently, the President of Madagascar also was forced to resign in a Gen-Z movement. Why are mass uprisings happening one after another? The biggest question is, will these successive revolutions, revolts, or uprisings cancel the state system itself in the near future? Then what will be the alternative to the state system? The ones who are questioning this old system most strictly, they are Generation Z or Gen-Z. Let’s try to understand Gen-Z, born between 1997 and 2012!

Greetings everyone. Let me tell a small story. A fifteen- year-old girl. Although school-going in age, her world of thought is filled with the future of the world. The peril of the climate, economic uncertainty, and deep social incongruity make her think intensely. One Friday morning she decides not to go to school. A question is in her mind, “When our future itself is drowning, what good will come from going to school?” Skipping school she stands in front of the Swedish Parliament. Her protest and simple question instantly spread on social media. The language of protest in photos and videos resonated in the minds of countless young men and women all over the world. Millions of Gen-Z joined this movement. They started directly challenging the world’s nations and multinational companies’ perfunctory climate policy. This is how the ‘Fridays for Future’ global climate movement was born. The name of the girl is Greta Thunberg. The well-known climate warrior and human rights activist of the present world. Her protest in 2018 turned into a global movement. Gen-Z movements are actually born this way. A spark instantly spreads across the world like a wildfire through social media. Gen-Z is a generation who since their birth are growing up with the touch of smartphones and the internet. This power of unrestrained information-communication has brought two changes in their consciousness. Firstly, through the internet they can instantly see the global standard. Let me explain with an example: when they see that in neighboring countries or the Western world, citizen rights, economic opportunities, or government accountability are advanced, they can no longer accept the opaque, slow, and corrupt state machinery of their own country as normal. Secondly, social media has given them the power to quickly spread messages and organize. Not just on paper or in meetings as in the old days, this Gen-Z can bring millions of people to the streets virtually in an instant. However, it is not the case that only Gen-Z is doing the rebellion-revolution. If we look at history, it shows there is no end to rebellion. The French Revolution or our liberation struggle, whenever a generation’s back is against the wall, they become vocal in breaking the rules. However, the Gen-Z protest-rebellion is a bit different. Unlike past movements, it’s not behind any specific leader, but an entire generation is leading the movement. Let me tell another interesting thing, they choose a smartphone, not a rifle, as a weapon. The trending lists of Facebook, Instagram, TikTok, Discord, Reddit, and X are becoming the new battlegrounds. Looking towards South Asia for the last few years, a clear picture emerges. Instability and mass protests are becoming a regional culture here. In the July uprising of 2024 in Bangladesh, the young generation took to the streets against the government. In 2025, thousands of young people came down to the streets of Kathmandu. The young generation highlighted the suffering of the common people against the luxury of politicians and their children through the hashtags #NepoKids and #NepoBabies, which instantly accelerated the movement, causing the government to fall. When the government of Nepal, where unemployment was skyrocketing, seized people’s freedom of speech by banning social media platforms, millions of people erupted in protest. Another government collapsed in just a few days of protest. Let’s look back a little further. Sri Lanka in 2022. Due to the lack of foreign currency, essential imports were halted, and inflation crossed the limit. Then ‘Aragalaya’, meaning the intense struggle to save human existence, began under the leadership of Gen-Z. A massive pro-democracy movement was started under the leadership of the youth of Thailand in 2020-2021. Using the ‘three-finger salute’ as a symbol of protest, they only created strong pressure on the military-backed government. Additionally, they raised fundamental demands like the reformation of the monarchy, breaking the centuries-old unwritten tradition. Meanwhile, Latin American countries have recently felt the intense heat of Gen-Z rebellion. Against rampant corruption, political instability, and economic uncertainty, Gen-Z led activists have repeatedly come down to the streets of Peru. They have put pressure on the President and Congress of that country. On the other hand, in Chile in 2019-2020, the mass uprising named ‘Estallido Social’ had its initiation mainly with the protest against the ‘increase in metro rail fare’ by school students. Which turned into a movement against the country’s discriminatory capitalist structure. Recently, the spread of such movements has also been seen in North Africa and the Indian Ocean region. An unknown youth group named ‘Gen Z 212’ organized a movement in Morocco using platforms like Discord. While their government is spending billions of dollars for the 2030 World Cup, basic public services like healthcare and education are being severely neglected. The anger created by the death of a pregnant woman due to extreme mismanagement of public health services later took on a huge form. Alongside, in Madagascar, a leaderless movement named ‘Gen Z Madagascar’ also took a fierce form. There, the long-standing severe shortage of electricity and water and the rampant spread of corruption forced the youth to come down to the streets. At one point, the President was forced to dissolve the government. I’ve mentioned a few incidents from recent years. Now the question must be arising in your mind, why is the fire of such rebellion flaring up in all countries at the same time? The interesting thing is, historians say, the change in human society does not move in a straight line, that is, it does not move straight. It revolves in a cyclical rhythm. According to the ‘Fourth Turning’ theory of sociologists like Strauss and Howe, a long cycle completes roughly every 80-100 years. The fourth stage of this cycle is ‘Crisis’, where the old system breaks down and a new system is born. Eighty years have passed since the society and state system that was created after World War II. Gen-Z now stands in that ‘breaking’ cycle. Gen-Z has thrown a challenge at the system built by their predecessors, like the cultural revolution of the sixties. For information, they rely more on social media platforms than on mainstream media or newspapers. As a result, their perspective is not limited to the map of a specific country. An American Gen-Z might find more similarities in life or values with a European Gen-Z. That’s why Gen-Z pays more attention to global values than to loyalty to their own country. A main reason for Gen-Z’s rebellion is their extreme mental stress. This generation is globally connected yet personally isolated at the same time. An important study by the McKinsey Health Institute shows that one in four Gen-Z, or 25 percent, suffers from intense mental distress or Psychological Distress. This is almost double compared to the previous generations, Millennial or Gen X. This mental distress is not just a statistic; it is also one of the underlying causes of their restlessness. The information from the World Economic Outlook of the International Monetary Fund- IMF paints an even tougher picture. In developing economies like ours, almost 20 percent of young people are inactive, outside of studies, training, or employment. This number is almost double compared to developed economies. In this age of globalization, the youth of the third world are constantly watching the lifestyle of the youth living in developed countries. When their own country fails to provide job security, they no longer have faith in the state. Therefore, unemployment and economic frustration are also seen as major causes of this rebellion. Data from various surveys says that more than 1 in 4 young people under 30 are economically “barely surviving.” The collapse of institutional trust has further increased the dissatisfaction of this generation. Gen-Z believes that no real change is coming through their vote. The change is only in the coming and going of a handful of people in power. And for this reason, Gen-Z cannot have faith in the existing government system and state structure. As a result, they do not consider ‘voting’ as the most effective way to bring about change, and they do not wait for elections. Instead, they protest directly through online activism. At one point, they come down to the streets. They have assumed that it is useless to work ‘within the system’. Rather, the system itself must be broken. The question is, if the state structure breaks down, what is the alternative? I will come to that point a little later. Before that, to analyze the thought process of Gen-Z a little more, I ask another question: Is Gen-Z then more aware, or more confused? Will their revolution in various countries be able to bring about real change, or will it only create instability? This generation has brought a silent revolution not only in politics but also in the workplace. Showing success in bringing the highest output in a very short time, Gen-Z is drawing attention in the work field. But it is also true that they do not believe in the ‘workaholic’ culture. Now, tell me, if corporations like Google, Microsoft make their daily lives easier, and on the other hand, the local government is corrupt and ineffective, will Gen-Z then accept these tech giants as an alternative to the state structure? Already many technologists and researchers have said that 50 years from now there will be no state system on this earth, and tech companies will control everything. Multinational companies are already working across state boundaries. If they are more effective than the government, then that alternative can certainly become attractive to this generation. There is undoubtedly a global connection among the movements happening worldwide. But many governments and their supporting circles are searching for a ‘subtle conspiracy theory’ behind it. Especially during the recent government collapse in Nepal, some circles in the country and a part of the Indian media have put forward a theory about it. Newspapers like The Times of India claim that this instability is actually the result of the ‘influence spreading’ of Western NGOs and organizations. The same is said in the case of Indonesia, Bangladesh, or Sri Lanka. These questions are repeatedly raised in many political commentaries and regional media. Are these really 100% spontaneous revolts? Or are they movements controlled by the Western ‘Deep State’ or some foreign power? You can write your opinion and idea in the comments. There is a saying, if the city burns, the temple is not saved. So, there is no guarantee that the developed countries will remain safe for a long time from the heat of the Gen-Z revolution-rebellion in the third world. Perhaps the society and state system of the entire world might collapse at any time.

What do you think? Is this rebellion merely destruction, or the beginning of a new dawn? Is Gen-Z truly going to create a new world with Gen-X that we have never even imagined? Thank you all, Stay healthy, be well.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top