পিরামিডের যত রহস্য!
শুভেচ্ছা সবাইকে।
আজ থেকে ঠিক সাড়ে চার হাজার বছর আগের কথা… যখন কোনো ক্রেন নেই, নেই কোনো ট্রাক, এমনকি চাকা পর্যন্ত আবিষ্কৃত হয়নি! কিন্তু তারপরও প্রাচীন মিশরীয়রা গড়ে তুলেছিল বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থাপনা গিজার গ্রেট পিরামিড! ১৪৭ মিটার উঁচু এই বিশাল কাঠামো তৈরি করতে লেগেছিল ২৩ লাখ পাথরখণ্ড, যার কিছু কিছু ওজন ৮০ টন, যেন একেকটি আস্ত হাতি! কীভাবে ২০ বছরে এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছিলো? এই পাথরগুলোকে কীভাবে এত নিখুঁতভাবে কাটা হয়েছিল? আসলেই পিরামিড কি এলিয়েনরা বানিয়েছিল, নাকি এর পেছনে আছে প্রাচীন মিশরীয়দের হারানো কোনো প্রযুক্তি? ইতিহাসের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং রহস্যের আদ্যোপান্ত জেনে আসি চলুন।
খ্রিস্টপূর্ব ২৫৬০ সাল। ফারাও খুফুর নির্দেশে শুরু হয় এক অকল্পনীয় নির্মাণকাজ – গিজার গ্রেট পিরামিড। এই বিশাল স্থাপনা শুধু গিজা কমপ্লেক্সের তিনটি পিরামিডের মধ্যে সবচেয়ে বড়ই নয়, এটি মানবসৃষ্ট সবচেয়ে রহস্যময় কীর্তিগুলোর মধ্যে একটি! খাফ্রে ও মেনকাউরের পিরামিডের সাথে দাঁড়িয়ে থাকা এই বিস্ময় মিশরের ১১৮টি পিরামিডের মধ্যে সবচেয়ে সুসংরক্ষিত। প্রাচীন গ্রিক ও রোমান ইতিহাসবিদদের রেকর্ড বলছে, এই অকল্পনীয় নির্মাণকাজে নিয়োজিত ছিল প্রায় ১ লাখ দক্ষ শ্রমিক!
১৮২০ সালে হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার হওয়ার পর পিরামিড সম্পর্কে আমাদের জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। সাকারার পিরামিডগুলোর ভূগর্ভস্থ কক্ষে আবিষ্কৃত ‘পিরামিড টেক্সট’ নামক প্রাচীন লিপিগুলো থেকে জানা যায়, পিরামিড কেবলমাত্র ফারাওদের সমাধিস্থলই ছিল না, বরং এটি ছিল আত্মার জন্য এক মহাজাগতিক যানের ভূমিকা পালনকারী এক জটিল স্থাপনা। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী, পিরামিডের বিশাল কাঠামো ফারাওদের আত্মাকে মৃত্যুর পর দেবতাদের সাথে যোগাযোগ স্থাপনে সহায়তা করত। তারা বিশ্বাস করতেন যে পিরামিড যত বড় ও জাঁকজমকপূর্ণ হবে, ফারাওয়ের আত্মা তত বেশি সম্মানের সাথে পরকালে প্রবেশ করতে পারবে। এই বিশ্বাসের প্রতিফলন দেখা যায় পিরামিডের অভ্যন্তরে ফারাওদের সাথে সমাধিস্থ করা বিভিন্ন সামগ্রীতে – স্বর্ণালঙ্কার থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য আসবাবপত্র, খাদ্যদ্রব্য এমনকি প্রিয় পোষ্য প্রাণী পর্যন্ত।
তবে গিজার গ্রেট পিরামিডের ক্ষেত্রে একটি অস্বাভাবিক ব্যাপার ঘটেছে। প্রত্নতাত্ত্বিকরা যখন প্রথম এই পিরামিড অনুসন্ধান করেন, তখন তারা শুধুমাত্র তিনটি সামান্য নিদর্শন আর একটি সম্পূর্ণ খালি সমাধি কক্ষ পান। এই সমাধিকক্ষটি ফারাও খুফুর বলে ধারণা করা হলেও এর চারপাশে মূল্যবান কোন জিনিস ছিলো না। এই ঘটনার পর থেকেই জন্ম নিয়েছে নানা রহস্য আর ষড়যন্ত্র তত্ত্ব!
এই রহস্যের ব্যাপারে ইতিহাসবিদদের একাংশ মনে করেন. সম্ভবত প্রত্নতাত্ত্বিকদের আবিষ্কারের বহু শতাব্দী আগেই সমাধিস্থ সম্পদ চুরি হয়ে গিয়েছিল। কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে না পেরে কিছু তত্ত্ববিদ সম্পূর্ণ ভিন্ন ধরনের ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। তাদের মতে, পিরামিডের আসল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন ছিল। কেউ বলেন এটি ছিল এক প্রাচীন বিদ্যুৎ কেন্দ্র, আবার কেউ দাবি করেন এটি এলিয়েনদের তৈরি কোনো রহস্যময় স্থাপনা। আবার ১৯৯৮ সালে আমেরিকান রাজনীতিবিদ বেন কারসন দাবি করেছিলেন পিরামিড আসলে শস্যাগার ছিল, যেগুলো যিশুখ্রিস্টের পিতা জোসেফ তৈরি করেছিলেন! কিন্তু ঐতিহাসিকরা নিশ্চিত ছিলেন – পিরামিড ছিল সমাধিসৌধ। সবচেয়ে চমকে দেয়ার মতো প্রশ্ন হচ্ছে এই অকল্পনীয় পিরামিডগুলো আসলে কীভাবে নির্মাণ করা হয়েছিল?
সত্যি বলতে, এটিই পিরামিড সম্পর্কে সবচেয়ে বড় রহস্যময় দিক। চিন্তা করুন, কীভাবে তারা ৪৮২ ফুট উঁচু স্থাপনা গড়ে তুলেছিল? যেখানে ব্যবহৃত পাথরখণ্ডগুলোর ওজন ২.৫ মেট্রিক টন থেকে শুরু করে কিছু ক্ষেত্রে ৮০ মেট্রিক টন পর্যন্ত! প্রতিটি পাথরই এত নিখুঁতভাবে কাটা ও স্থাপন করা হয়েছে যা আধুনিক স্থপতিরাও তা দেখে অবাক হয়ে যান। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো – এই মহাকালের স্থাপনা তৈরি হয়েছিল মাত্র ২০ বছরের মধ্যে! সিনেমা ও জনপ্রিয় সংস্কৃতিতে আমরা প্রায়শই দেখে থাকি যে দাসদের চাবুকের আঘাতে পিরামিড নির্মাণে বাধ্য করা হচ্ছিল। এই ধারণার উৎস খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস, যিনি প্রথম এই তত্ত্ব প্রস্তাব করেছিলেন। কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার আমাদের জানায় যে এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা।
প্রকৃতপক্ষে পিরামিড নির্মাণকারীরা ছিলেন উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত ও বিশেষ দক্ষতাসম্পন্ন শ্রমিক। তাদের সাথে কখনই দাসদের মতো আচরণ করা হতো না, বরং তাদের জন্য বিশেষ ব্যবস্থায় পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যের যোগান দেওয়া হতো। হাড়ের নমুনা পরীক্ষা থেকে জানা গেছে যে, তারা সমসাময়িক সাধারণ মিশরীয় নাগরিকদের তুলনায় ভালো পুষ্টি পেতেন এবং শারীরিকভাবে বেশি সুস্থ ও শক্তিশালী ছিলেন। এই শ্রমিকরা নির্মাণস্থলের খুব কাছেই বিশেষভাবে নির্মিত শহরে বসবাস করতেন।
মিশরীয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ ঋতুভিত্তিকভাবে এই নির্মাণকাজে অংশগ্রহণ করতেন। বিশেষ করে কৃষকেরা যখন নীল নদের বন্যার পর ফসলের মৌসুমে ব্যস্ত থাকতেন না, তখন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা এই মহাপ্রকল্পে যোগ দিতেন। এটি ছিল সমগ্র মিশরীয় সভ্যতার একটি জাতীয় ঐক্যের প্রকল্প, যেখানে সবাই তাদের প্রিয় ফারাওয়ের প্রতি আনুগত্য ও দেশপ্রেম প্রদর্শনের জন্য একত্রিত হয়েছিলেন। এই বিশাল স্থাপনা মাত্র ২০ বছরে নির্মাণ করতে গিয়ে প্রতিদিন গড়ে ১২টি করে বিশালাকার পাথর খণ্ড স্থাপন করতে হতো! এই অকল্পনীয় কাজটি তারা কীভাবে সম্পন্ন করেছিল?
এই মহাপ্রকল্পে প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ শ্রমিক দৈনিক ১০ ঘণ্টা কাজ করতেন। নির্মাণে ব্যবহৃত হয়েছিল প্রায় ৫৫ লাখ টন চুনাপাথর, ৮,০০০ টন গ্রানাইট এবং ৫ লাখ টন মর্টার। এই বিপুল পরিমাণ নির্মাণসামগ্রীর বেশিরভাগই আসত আশেপাশের এলাকা থেকে, তবে কিছু উপকরণ দক্ষিণ মিশর থেকে আনা হয়েছিল যা নির্মাণস্থল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল।
প্রাচীন মিশরীয়রা প্রধানত তামার তৈরি সরঞ্জাম ব্যবহার করত পাথর কাটার কাজে। কিন্তু কঠিন গ্রানাইট পাথর কাটার জন্য তারা ব্যবহার করত আরও কঠিন ডোলেরাইট পাথর। ৬ তাদের সবচেয়ে চতুর পদ্ধতিগুলোর মধ্যে একটি ছিল প্রাকৃতিকভাবে সৃষ্ট পাথরের ফাটলে কাঠের গজ ঢুকিয়ে পানি দেওয়া। কাঠ পানিতে ফুলে গিয়ে পাথরকে পরিপূর্ণভাবে ফাটিয়ে দিত – প্রকৃতির শক্তিকে কাজে লাগানোর এক অনন্য উদাহরণ!
চাকার ব্যবহার না জানা সেই যুগে এই বিশালাকার পাথরগুলো কীভাবে পরিবহন করা হয়েছিল তা সত্যিই বিস্ময়কর। সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব অনুযায়ী, তারা নীল নদে বিশালাকার ভেলা তৈরি করে পাথরগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত। স্থলপথে পাথর পরিবহনের জন্য তারা ব্যবহার করত বিশেষভাবে তৈরি স্লেজ গাড়ি।
মজার ব্যাপার হলো, ২০১৪ সালে এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে ভেজা বালির উপর দিয়ে স্লেজ গাড়ি টানা শুষ্ক বালির তুলনায় প্রায় ৫০ ভাগ সহজ। প্রাচীন মিশরীয়রা সম্ভবত এই কৌশলই ব্যবহার করত, যেখানে তারা স্লেজের সামনের বালিতে পানি ঢেলে দিত, ফলে ঘর্ষণ কমে যেত এবং বিশাল পাথরগুলো তুলনামূলক সহজে টানা সম্ভব হতো। পদার্থবিদ ড্যানিয়েল বন ও তার গবেষক দল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছে যে বালিতে নির্দিষ্ট পরিমাণে অর্থাৎ ২-৫ শতাংশ পানি মিশ্রিত করলে মাটির সাথে স্লেজের ঘর্ষণ প্রায় অর্ধেক কমে যায়। এই বৈজ্ঞানিক সত্য আবিষ্কারের পর প্রাচীন মিশরীয়দের জন্য ২.৫ থেকে ৮০ টন ওজনের পাথর টেনে নিয়ে যাওয়া কতটা সহজ হয়েছিল তা বুঝতে পারা যায়।
টেনে আনার বিষয় নাহয় বোঝা গেল। কিন্তু আধুনিক ভারী যন্ত্রপাতি ছাড়াই কীভাবে তারা ৮০ টন ওজনের পাথরগুলো উপরে তুলেছিল? সাধারণভাবে পুলি ব্যবস্থা ব্যবহার করা যেত। কিন্তু আমরা জানি যে চতুর্থ রাজবংশের সময় মিশরীয়রা চাকার ব্যবহার জানত না – শুধুমাত্র মৃৎশিল্পের জন্য সীমিতভাবে চাকা ব্যবহৃত হত।
প্রাচীন মিশরীয়রা এর সমাধান খুঁজে পেয়েছিল র্যাম্প বা ঢালু পথ তৈরি করে। ২০১৫ সালে ইংরেজ ও ফরাসি প্রত্নতাত্ত্বিকদের একটি দল একটি ৪,৫০০ বছর পুরনো কাঠের র্যাম্প আবিষ্কার করেন। গবেষকরা ধারণা করেন যে এভাবেই তারা মাটি থেকে শীর্ষ পর্যন্ত সোজা ঢালু পথ তৈরি করত। পাথরগুলোকে ঢালু পথে উপরে তোলার জন্য তারা ঢালের দুই পাশে কাঠের স্তম্ভ স্থাপন করত এবং তার চারপাশে রশি পেঁচিয়ে পাথর টেনে তোলার ব্যবস্থা করত। ২০১৪ সালে পদার্থবিদ জোসেফ ওয়েস্ট এই তত্ত্ব প্রস্তাব করেন। তার মতে, পিরামিডের এক স্তর সম্পন্ন হলে তারা নতুন ঢালু পথ তৈরি করত।
একটি তত্ত্বে বলা হয়, প্রাচীন মিশরীয়রা বড় পাথর তুলতে এবং জায়গায় বসাতে লিভারের মতো একটি সহজ উপায় ব্যবহার করত। তারা প্রথমে একটু উঁচু জায়গায় একটা লম্বা দণ্ড বসাত। এরপর দণ্ডের এক পাশে ভার বসিয়ে অন্য পাশে পাথর তোলা, ঘোরানো এবং জায়গামতো বসানো সহজ হয়ে যেত। এই পদ্ধতিটি অনেকটা তাদের পানি তোলার যন্ত্র “শাডুফ”-এর মতো, যা দিয়ে তারা নীল নদ থেকে অনেক বছর ধরে পানি তুলে সেচ দিত। এই সমস্ত কৌশল বা তত্ব চমকপ্রদ শোনালেও, নির্মাণ সময় নিয়ে একটি বড় অসামঞ্জস্য থেকে যায়। আমরা জানি যে পিরামিডটি মাত্র ২০ বছরের মধ্যে সম্পন্ন হয়েছিল।
যদি ২০,০০০ শ্রমিক প্রতিটি পাথর এভাবে পরিবহন করত, তাহলে তাদের প্রতি ৩ মিনিটে একটি করে পাথর স্থাপন করতে হতো। কিন্তু এত দ্রুত পাথর স্থানান্তরের কাজ করা তাদের পক্ষে কতটা সম্ভব ছিল, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই কারণেই আজও এটি একটি রহস্য হিসেবেই রয়ে গেছে। উভয় তত্ত্বই যুক্তিসঙ্গত শোনায়, কিন্তু তারা পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না যে প্রকৃতপক্ষে কী ঘটেছিল সেখানে।
আমরা এতটুকু জানি যে নিচের স্তরগুলো মর্টার ছাড়াই স্থাপন করা হয়েছিল। মর্টার মূলত একধরনের সিমেন্টের মতো। এরপর উপরের স্তরগুলোতে মর্টার যোগ করা হয়েছিল, যা কাঠামোর স্থায়িত্ব বৃদ্ধি করত। এই কারণেই হাজার হাজার বছর ধরে, বহু ভূমিকম্প সত্ত্বেও গিজার পিরামিড আজও অটুট রয়েছে। মর্টার নিয়েও একটি রহস্য রয়েছে – যদিও বিজ্ঞানীরা ব্যবহৃত মর্টারের রাসায়নিক গঠন জানেন, কিন্তু তারা আজ পর্যন্ত সেটি পুনঃসৃষ্টি করতে সক্ষম হননি।
মর্টারের বিশেষত্ব হলো এর অসাধারণ স্থায়িত্ব এবং শক্তি। আধুনিক বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে প্রাচীন মিশরীয়রা এমন একটি মর্টার তৈরি করেছিল যা সময়ের সাথে সাথে শক্তিশালী হয়েছে, বর্তমান সময়ের সিমেন্টের মতো দুর্বল হয়ে পড়েনি। এই মর্টারের রহস্যময় গুণাবলী নিয়ে গবেষণা এখনও চলছে, এবং অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এর মধ্যে লুকিয়ে থাকতে পারে প্রাচীন মিশরীয়দের কিছু উন্নত রাসায়নিক প্রযুক্তির রহস্য।
সূর্যের আলো পড়লে পুরো পিরামিড ঝলমলে সাদা আভা ছড়াত – যেন একটি দৈত্যাকার রত্নখণ্ড। হাজার বছরের আবহাওয়া ও ক্ষয়ের ফলে খুফু ও মেনকাউরের পিরামিড থেকে এই বাইরের স্তরটি প্রায় সম্পূর্ণই উঠে গেছে, তবে খাফ্রের পিরামিডের শীর্ষে এখনও এর কিছু অংশ অবশিষ্ট রয়েছে।
পিরামিডের নকশা নিয়ে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এর দিকনির্দেশনা। উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম – চারটি মূল দিকের সাথে পিরামিডের বিন্যাস ছিলো প্রায় নিখুঁত! এখন হয়তো প্রশ্ন জাগছে, কম্পাস বা জিপিএস ছাড়াই কীভাবে তারা এই অসাধারণ সূক্ষ্মতা অর্জন করেছিল?
প্রথম তত্ত্বটি হলো শরৎ বিষুবের সময় সূর্যের ছায়া পর্যবেক্ষণ। এই সময়ে পৃথিবীর কক্ষপথের বিশেষ অবস্থানের কারণে দিন-রাত সমান হয় এবং ছায়া পুরোপুরি পূর্ব-পশ্চিমে পড়ে। মিশরীয়রা সম্ভবত এই প্রাকৃতিক ঘটনাকে কাজে লাগিয়ে দিকনির্ণয় করত। দ্বিতীয় তত্ত্বটি নক্ষত্রমণ্ডলীকে ঘিরে। ১৯৮৯ সালে রবার্ট বাভাল তার অরিয়ন কো-রিলেশন থিওরিতে দাবি করেন যে গিজার তিন পিরামিড অরিয়ন নক্ষত্রপুঞ্জের তিন তারার সাথে মিলে যায়। তার মতে, প্রাচীন মিশরীয়রা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল এবং তারা নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে শস্য উৎপাদনের সময় নির্ধারণ করত।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো – মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে এটি যেখানে কোনো প্যাটার্ন নেই, সেখানেও প্যাটার্ন খুঁজে বেড়ায়। যখন কোনো বিষয়ে স্পষ্ট প্রমাণের অভাব থাকে, আমরা নিজেরাই ব্যাখ্যা করে নেই। এই প্রবণতা যখন চরমে পৌঁছায়, তখন জন্ম নেয় এলিয়েন তত্ত্বের মতো অদ্ভুত ধারণা। যার কারণে কেউ কেউ দাবি করেন- পিরামিড তৈরি করা মানুষের পক্ষে সম্ভবই ছিল না, তাই নিশ্চয়ই এলিয়েনরা এটি তৈরি করেছে।
এখন যদি প্রশ্ন আসে এতো কষ্ট আর পরিশ্রম করে এই পিরামিডগুলো তৈরির কারণ কী ছিলো? এর পেছনে কি ধর্মীয় কোন ব্যাখ্যা আছে? ১০ ১৯৯৪ সালে প্রকাশিত The Orion Mystery বইয়ে, গবেষকরা বলেন, গিজার পিরামিডগুলো গ্রহদের সঙ্গতি অনুযায়ী নির্মিত ছিল। এর লক্ষ্য ছিল, সম্ভবত, পিরামিডের শাফটগুলোর মাধ্যমে ফ্যারোর আত্মাকে আকাশে পৌঁছানো। তবে কিছু গবেষক দাবি করেন শুধু আত্মাকে নয়, বরং পিরামিডগুলো মৃত দেহকে আকাশে পৌঁছাতে সাহায্য করত।
কিছু গবেষক বিশ্বাস করেন প্রাচীন মিশরের প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে, তারা বৈদ্যুতিক আলো ব্যবহার করেছিল। তাদের মতে, ডেনডেরা মন্দিরে পাওয়া একটি প্রাচীন চিত্রে সম্ভবত বৈদ্যুতিক বাল্বের একটি চিত্র রয়েছে। এই সব থিওরি অত্যন্ত বিতর্কিত হলেও, এগুলোর কারণেই পিরামিড নিয়ে এখনো মানুষের আগ্রহের শেষ নেই।
পিরামিড শুধু মিশরেই আছে, তা কিন্তু না। মিশরের পিরামিড যেমন ফারাওদের সমাধি এবং পরকালীন যাত্রার প্রতীক ছিল, তেমনি অন্য সভ্যতাগুলোর পিরামিডও নিজস্ব উদ্দেশ্যে তৈরি হয়েছিল। যেমন মধ্য আমেরিকার মায়ান সভ্যতায় পিরামিড ছিল ধর্মীয় অনুষ্ঠান, জ্যোতির্বিদ্যা এবং দেবতার উপাসনার কেন্দ্র। তবে মিশরের মতো সেখানে মমি করে মৃতদেহ রাখার প্রচলন ছিল না। মমিকরণ ছিল মিশরীয়দেরই এক স্বকীয় ট্র্যাডিশন, যার মাধ্যমে তারা ফারাওদের পরকালের পথ সুগম করত। মায়ানদের আরো মজার গল্প জানতে দেখে আসতে পারেন এই ভিডিওটি, ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্টে লিংক দেয়া থাকবে।
অন্য কিছু সভ্যতায় সীমিত আকারে মৃতদেহ সংরক্ষণের নমুনা পাওয়া গেলেও, মিশরীয়দের মতো পদ্ধতিগত ও ব্যাপক মমিকরণের উদাহরণ খুবই বিরল। মেক্সিকো, পেরু, সুদান, চীন, গ্রিসসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে এমন অসংখ্য পিরামিড ও পিরামিড-সদৃশ স্থাপনা, যেগুলো বিভিন্ন উদ্দেশ্যে, বিভিন্ন সময়ে, বিভিন্ন পদ্ধতিতে তৈরি হয়েছিল।
গিজার গ্রেট পিরামিড আজও মানবসভ্যতার সামনে এক অনন্য বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। এর প্রতিটি পাথর যেন এক একটি রহস্যের গল্প বলে। প্রতিটি স্তরে লুকিয়ে আছে অমীমাংসিত প্রশ্ন, প্রতিটি করিডরে ধ্বনিত হয় অজানা উত্তর। আমরা আজও জানি না ঠিক কী উদ্দেশ্যে, কী পদ্ধতিতে, কী চিন্তাভাবনা থেকে এই বিশাল স্থাপত্য গড়ে উঠেছিল। হয়তো একদিন বিজ্ঞানের অগ্রগতি আমাদের এই সব প্রশ্নের উত্তর দেবে। পিরামিডের মতো মমি নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই। মমি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্টে জানান। আপনাদের আগ্রহ থাকলে আমরা মমি নিয়ে একটি বিশ্লেষণধর্মী কন্টেন্ট নিয়ে আসব।
ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।
The mystery of the pyramids!
Hello everyone.
It was exactly four and a half thousand years ago… when there were no cranes, no trucks, and even wheels hadn’t been invented! Yet, the ancient Egyptians built the world’s most mysterious structure, the Great Pyramid of Giza! This huge structure, 147 meters high, required 2.3 million stone blocks, some of which weighed 80 tons, like a whole elephant! How was this impossible task accomplished in just 20 years? How were these stones cut so precisely? Did aliens really build the pyramids, or is there some lost technology of the ancient Egyptians behind them? Let’s find out the full story of history’s greatest engineering mystery.
It was 2560 BC. Under the command of Pharaoh Khufu, an unimaginable construction project began – the Great Pyramid of Giza. This massive structure is not only the largest of the three pyramids in the Giza complex, but it is also one of the most mysterious man-made creations! Standing with the pyramids of Khafre and Menkaure, this wonder is the most well-preserved of Egypt’s 118 pyramids. Records from ancient Greek and Roman historians state that nearly 100,000 skilled workers were engaged in this unbelievable construction. In 1820, the deciphering of hieroglyphic script opened up a new horizon of knowledge about the pyramids.
The ancient texts called ‘Pyramid Texts’ discovered in the underground chambers of the Saqqara pyramids reveal that the pyramids were not merely tombs for the pharaohs, but rather complex structures that served as a cosmic vehicle for the soul. According to the beliefs of the ancient Egyptians, the vast structure of the pyramid helped the pharaoh’s soul to communicate with the gods after death. They believed that the larger and more magnificent the pyramid, the more honorably the pharaoh’s soul would enter the afterlife. This belief is reflected in the various items buried with the pharaohs inside the pyramids – from gold jewelry to everyday furniture, food, and even beloved pets. However, an unusual thing happened in the case of the Great Pyramid of Giza. When archaeologists first explored this pyramid, they found only three minor artifacts and a completely empty burial chamber. Although this burial chamber was believed to belong to Pharaoh Khufu, there were no valuable items around it. This incident has since given rise to various mysteries and conspiracy theories!
A section of historians believes that the buried treasure was probably stolen centuries before the archaeologists’ discovery. But some theorists, not satisfied with this explanation, have come up with completely different theories. According to them, the real purpose of the pyramid was entirely different. Some say it was an ancient power plant, while others claim it was a mysterious structure built by aliens. In 1998, American politician Ben Carson even claimed that the pyramids were actually granaries, built by Jesus Christ’s father, Joseph! But historians were certain – the pyramids were mausoleums. The most astonishing question is how these unbelievable pyramids were actually built?
Honestly, this is the most mysterious aspect of the pyramids. Just think, how did they build a 482-foot-high structure? Where the stone blocks used weighed from 2.5 metric tons to, in some cases, up to 80 metric tons! Each stone was cut and placed so perfectly that modern architects are amazed to see it. And the most unbelievable thing is – this timeless structure was built in just 20 years!
In movies and popular culture, we often see slaves being forced to build the pyramids with the lash of a whip. The source of this idea is the 5th-century BC Greek historian Herodotus, who first proposed this theory. But modern archaeological discoveries tell us that this is a completely wrong idea. In fact, the pyramid builders were highly trained and skilled workers. They were never treated like slaves; instead, they were provided with sufficient and nutritious food through a special system. Bone sample analysis revealed that they had better nutrition and were physically healthier and stronger than contemporary ordinary Egyptian citizens. These workers lived in a specially built city very close to the construction site. People from different levels of Egyptian society participated in this construction work on a seasonal basis. Especially farmers, who were not busy during the harvest season after the Nile floods, would voluntarily join this great project. It was a project of national unity for the entire Egyptian civilization, where everyone came together to show their loyalty and patriotism to their beloved pharaoh. To build this huge structure in just 20 years, an average of 12 huge stone blocks had to be placed every day! How did they accomplish this unimaginable task?
In this great project, about 20,000 to 30,000 workers worked 10 hours a day. The construction used about 5.5 million tons of limestone, 8,000 tons of granite, and 500,000 tons of mortar. The majority of this immense amount of building material came from the surrounding areas, but some materials were brought from southern Egypt, which was about 800 kilometers away from the construction site. The ancient Egyptians primarily used copper tools for cutting stones. But to cut hard granite stones, they used even harder dolerite stones. One of their most clever methods was to put wooden wedges into naturally occurring cracks in the stones and pour water on them. The wood would swell in the water, completely splitting the stone – a unique example of harnessing the power of nature!
In an era when they didn’t know how to use wheels, it is truly astonishing how these huge stones were transported. According to the most accepted theory, they built huge rafts on the Nile to transport the stones from one place to another. For transporting stones on land, they used specially made sleds. Interestingly, a 2014 study proved that pulling a sled over wet sand is about 50 percent easier than over dry sand. The ancient Egyptians probably used this technique, where they poured water on the sand in front of the sled, which reduced friction and made it possible to pull the huge stones with relative ease. Physicist Daniel Bonn and his research team proved through experiments that mixing a specific amount of water, 2-5 percent, with the sand reduces the friction of the sled with the ground by almost half. With the discovery of this scientific fact, it can be understood how easy it was for the ancient Egyptians to pull stones weighing from 2.5 to 80 tons.
The pulling part is understandable. But how did they lift 80-ton stones without modern heavy machinery? Generally, a pulley system could have been used, but we know that during the Fourth Dynasty, the Egyptians did not know how to use wheels – wheels were used only in a limited way for pottery. The ancient Egyptians found the solution by building ramps. In 2015, a team of English and French archaeologists discovered a 4,500-year-old wooden ramp. Researchers believe that this is how they built a straight ramp from the ground to the top. To lift the stones up the ramp, they would place wooden posts on both sides of the ramp and wrap ropes around them to pull the stones up. In 2014, physicist Joseph West proposed this theory. According to him, once one layer of the pyramid was completed, they would build a new ramp. One theory suggests that the ancient Egyptians used a simple method like a lever to lift and place large stones. They would first place a long pole on a slightly elevated spot. Then, by placing a weight on one side of the pole, it would be easy to lift, rotate, and place the stone on the other side. This method is similar to their water-lifting device “shadoof,” which they used to irrigate by lifting water from the Nile for many years.
While all these techniques or theories sound fascinating, a major inconsistency remains regarding the construction time. We know that the pyramid was completed in just 20 years. If 20,000 workers were to transport each stone this way, they would have to place one stone every 3 minutes. But there is considerable doubt as to how possible it was for them to transfer stones so quickly. This is why it remains a mystery to this day. Both theories sound plausible, but they cannot fully explain what actually happened there.
We know that the lower layers were laid without mortar. Mortar is basically a type of cement. Mortar was then added to the upper layers, which increased the stability of the structure. This is why the Giza pyramid remains intact even after thousands of years and many earthquakes. There is also a mystery about the mortar – although scientists know the chemical composition of the mortar used, they have not been able to recreate it to this day. The specialty of the mortar is its extraordinary durability and strength. Modern scientists have noted that the ancient Egyptians made a mortar that became stronger over time, and did not weaken like modern cement. Research on the mysterious properties of this mortar is still ongoing, and many experts believe that it may hold the secret to some advanced chemical technology of the ancient Egyptians.
When sunlight fell on it, the entire pyramid would shine with a dazzling white glow – like a gigantic jewel. Due to thousands of years of weather and erosion, this outer layer has almost completely disappeared from the pyramids of Khufu and Menkaure, but some parts of it still remain on the top of Khafre’s pyramid. The most fascinating thing about the design of the pyramid is its orientation. The pyramid’s alignment with the four cardinal directions – North, South, East, and West – was almost perfect! Now the question might arise, how did they achieve this extraordinary precision without a compass or GPS?
The first theory is the observation of the sun’s shadow during the autumnal equinox. At this time, due to the special position of the Earth’s orbit, day and night are equal, and the shadow falls perfectly east-west. The Egyptians probably used this natural phenomenon to determine direction. The second theory revolves around constellations. In 1989, Robert Bauval, in his Orion Correlation Theory, claimed that the three pyramids of Giza correspond to the three stars of the Orion constellation. According to him, the ancient Egyptians were skilled in astronomy and they observed the movements of the stars to determine the timing of crop production.
An important point here is that the human brain is wired to find patterns even where there are none. When there is a lack of clear evidence on a subject, we create our own explanations. When this tendency reaches its peak, strange ideas like the alien theory are born. This is why some people claim – it was impossible for humans to build the pyramids, so aliens must have built them. Now, if the question arises, what was the reason for building these pyramids with so much effort and hard work?
Is there a religious explanation behind it? In the book ‘The Orion Mystery’, published in 1994, researchers say that the Giza pyramids were built in accordance with the alignment of the planets. The goal was, presumably, to help the pharaoh’s soul reach the heavens through the pyramid’s shafts. However, some researchers claim that the pyramids helped not only the soul but also the dead body to reach the heavens. Some researchers believe that the technology of ancient Egypt was so advanced that they used electric light. According to them, an ancient image found in the Dendera temple probably contains a picture of an electric bulb. Although all these theories are highly controversial, it is because of them that people’s interest in the pyramids never ends.
Pyramids are not just found in Egypt. Just as the pyramids of Egypt were symbols of the pharaohs’ tombs and their journey to the afterlife, the pyramids of other civilizations were also built for their own purposes. For example, in the Mayan civilization of Central America, pyramids were centers for religious ceremonies, astronomy, and the worship of gods. However, unlike in Egypt, the practice of mummifying dead bodies was not common there. Mummification was a unique tradition of the Egyptians, through which they made the path of the pharaohs to the afterlife easier. To learn more interesting stories about the Mayans, you can watch this video; the link will be in the description box and pinned comment. While samples of limited preservation of dead bodies have been found in some other civilizations, examples of systematic and extensive mummification like that of the Egyptians are very rare. Countless pyramids and pyramid-like structures are scattered across the world, including in Mexico, Peru, Sudan, China, and Greece, which were built for various purposes, at different times, and with different methods.
The Great Pyramid of Giza still stands as a unique wonder before human civilization. Each of its stones seems to tell a story of a mystery. Unanswered questions are hidden in every layer, and unknown answers resonate in every corridor. We still do not know exactly for what purpose, by what method, or with what mindset this huge structure was built. Perhaps one day, the progress of science will give us the answers to all these questions. Just like the pyramids, people’s curiosity about mummies never ends. If you want to know more about mummies, let us know in the comments. If you are interested, we will bring a detailed analytical content on mummies.
Thank you all, stay healthy, and be well.