ডিজনিল্যান্ড। এখানে ঢুকলে মনে হতে পারে রূপকথার কোনো রাজ্যে সত্যিকার অর্থেই প্রবেশ করেছেন। কী নেই এখানে? রূপকথার গল্পের সবকিছুই দেখা মিলবে একের পর এক। চলুন দেখা যাক পুরো ডিজনিল্যান্ড ঘুরে কী আছে?
ছোটবেলা থেকে পড়ে আসা সিন্ডারেলা গল্পের ক্যাসেল! নীল চূড়াগুলো যেন মেঘ ছুঁয়ে আছে। দূর থেকে দেখেই মনে হচ্ছে রূপকথার গল্পগুলো যেন চোখের সামনে সত্যি হয়ে উঠেছে। এখানে দাঁড়ালে আপনি পুরো ডিজনিল্যান্ডের কেন্দ্রে আছেন বলেই মনে হবে।
রূপকথার গল্প থেকেই আরেক রাইড ‘কিং আর্থার ক্যারোসেল’। ঝলমলে আলো আর ঘোড়ার দল যেন শৈশবের স্বপ্নময় রাজ্যে ফিরিয়ে নিয়ে যায়।
স্প্ল্যাশ মাউন্টেন। বিশাল এই রাইডটা ‘গেট সোকড ম্যাক্স প্লাস’ ইভেন্টের জন্য বিখ্যাত। জলের তীব্র স্রোত আর উঁচু থেকে পড়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে এই রাইডের কোনো তুলনা হয় না। পানিতে ভিজে গেলেও পুরোপুরি পয়সা উসুল।
তবে এতো রোমাঞ্চ না চাইলে আসতে পারেন ‘ইটস আ স্মল ওয়ার্ল্ড’ এ। শান্তভাবে নৌকায় ভেসে যেতে যেতে আপনি সারা বিশ্বের পুতুলগুলো দেখতে পাবেন, যারা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সেজে আছে। তাদের সবার মুখে একই গান, ‘ইটস আ স্মল ওয়ার্ল্ড’ । পৃথিবীর ভিন্ন ভিন্ন সংস্কৃতিকে এক সুতোয় গেঁথে দেখার এক দারুণ উদ্যোগ।
ভিজে যাওয়ার পর আসতে পারেন এলিসের টি পার্টিতে। নাহ, চা খেতে নয়। টি কাপের স্টিয়ারিং ঘুরিয়ে গতি নিয়ন্ত্রণ করতে পারবেন। যত জোরে ঘোরাবেন, তত বেশি মজা।
জাপান যে টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে, তা তো জানা কথাই! এখানে আছে একদম ইউনিক হাই-টেক রাইড যেমন, “মনস্টারস ইনক. রাইড অ্যান্ড গো সিক”। এ ধরণের দারুণ ইন্টারেক্টিভ ডার্ক রাইডের মেলা বসেছে এখানে।
টোকিও ডিজনিল্যান্ডে রয়েছে কিছু বিশ্ব-বিখ্যাত রাইডও, যা সারা পৃথিবীর ডিজনি পার্কে দেখা যায় না। যেমন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’। বিশেষ ধরনের এক ডার্ক রাইড। এখানে দর্শনার্থীরা নৌকায় চড়ে একটি অন্ধকার জায়গায় থিমেটিক দৃশ্যের মধ্য দিয়ে ভ্রমণ করে আর জলদস্যুদের রোমাঞ্চকর জগৎ জীবন্ত হয়ে ওঠে। মনে হবে জ্যাক স্প্যারো আপনার সামনেই বসা।
এমন চমৎকার সব রাইড আর দারুণ ঘোরার জায়গা দেখে আমেরিকার ডিজনিল্যান্ডের কথাই মনে পড়বে। চলুন এবার জেনে নেওয়া যাক ইতিহাস। খুঁজে বের করি আমেরিকা আর জাপানি ডিজনিল্যান্ডের যোগসূত্র।
জাপানে একটি ডিজনি পার্ক প্রতিষ্ঠার গল্পটি ছিল বেশ অপ্রত্যাশিত। ১৯৬০-এর দশকে, জাপানি কোম্পানি ওরিয়েন্টাল ল্যান্ড কোম্পানি জাপানে একটি ডিজনি পার্ক আনার উদ্যোগ নেয়। ততদিনে আমেরিকান ডিজনিল্যান্ডের জনপ্রিয়তা তুঙ্গে, তবে তারা তখনো ডিজনিল্যান্ডের প্রসারের কথা ভাবেনি। প্রথমে তারা একদম রাজিই ছিল না এ ব্যাপারে। বহু চড়াই-উৎরাই পেরিয়ে দীর্ঘ আলোচনার পর, ১৯৭৯ সালের ৩০শে এপ্রিল চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১৯৮৩ সালের ১৫ই এপ্রিল টোকিও ডিজনিল্যান্ডের উদ্বোধন হয়।
ইতিহাস তো শুনলেন, এবার বলুন তো এই পার্কের সাফল্যের আসল রহস্য কী?
আমরা সবাই জানি, জাপানিরা নিজেদের সংস্কৃতি রক্ষার্থে কতোটা সিরিয়াস, কিন্তু টোকিও ডিজনিল্যান্ডের ক্ষেত্রে সে ধারণাটা ভিন্ন। এখানে আমেরিকান সংস্কৃতি এবং পুরো আমেরিকান যে ডিজনিল্যান্ড, সেটির আদলে তৈরি করা হয়েছে এবং আমেরিকান কালচারকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে, আপনারা আমেরিকার কোনো একটি ছোট শহরেই আছেন।
ভাবছেন, অন্যসব ডিজনিল্যান্ডও তো তাই করে। তবু টোকিও ডিজনিল্যান্ড আলাদা কেন?
বলছি শুনুন, জাপানের আসল সংস্কৃতি হচ্ছে তাদের ভদ্রতা আর আতিথেয়তা। এখানকার স্টাফরা শুধু ভালো সার্ভিস নয়, গেস্ট কী চাইবে সেটা আগে থেকে আন্দাজ করে তার প্রত্যাশাকেও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। যেমন, পরিচ্ছন্নতাকর্মীরা ঝাড়ু দেয়ার ফাঁকে হঠাৎ ছোট্ট ম্যাজিক শো করে ফেলে! কখনো বা পাতা জড়ো করে মিকি মাউসের ছবি বানায়। এখানে সাধারণ কাজও হয়ে ওঠে জাদুর মতো। আতিথেয়তাকে মূল সেলিং পয়েন্ট করে তোলা হয়েছে। আর এটাই বিশ্বের কাছে টোকিও ডিজনিল্যান্ডকে স্পেশাল করেছে।
জাপানি দর্শকরা সাধারণত শো এবং প্যারেডের সময় অনেক বেশি সচেতন থাকে। হাততালি দেওয়ার মুহূর্তগুলোর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে। প্যারেড দেখার সময়ও তারা পরিপাটি সারিতে বসে থাকে, ফলে সবার জন্য আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত হয়।
টোকিও ডিজনিল্যান্ডের খাবারদাবারও একেবারে আলাদা! পশ্চিমা আর জাপানি স্বাদের মিশেলে তৈরি হয় মজার মজার আইটেম। কারি পপকর্ন, টেরিয়াকি চিকেন লেগস, কিংবা মিকি মাউসের আদলে বানানো স্টিমড বান। শুধু স্বাদ নয়, দেখতেও যেন ছবির মতো! কোনটা কার্টুন চরিত্রের শেপে, আবার কোনটা সিজন বা কোনো কালচারের থিম মেনে সাজানো। যেমন, অ্যাডভেঞ্চারল্যান্ডের ‘পলিনিশিয়ান টেরেস রেস্টুরেন্ট’। এখানে আপনি পলিনেশিয়ান সংস্কৃতির নাচ-গান দেখতে দেখতে সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন।
জাপানের সাথে মানিয়ে নিতে পার্কের ডিজাইন-রাইডেও কিছু চমক আনা হয়েছে! মূল গেটের পুরো মার্কেটটাকে ঢেকে ফেলা হয়েছে বিশাল কাঁচের ছাদে। হঠাৎ বৃষ্টি বা রোদেও যেন ঘোরার মজা নষ্ট না হয়! এমনকি পুরনো রাইডগুলোতেও জাপানি ফ্লেভার ঢুকেছে। জঙ্গল ক্রুজে শোনা যায় জাপানি স্টাইলের জোকস।
বাচ্চাদের এমন কোনো রাইড নেই সারা পৃথিবীর ছড়ানো ছিটানো সব ধরণের কার্টুন চরিত্র-ক্যারেক্টার এখানে দেখা মিলবে। এখানে আসলে এই স্বপ্নলোকের আলোকে কেটে যাবে অনেক সময়। পুরো দিন পার হবে কিন্তু এখানে দেখা শেষ হবে না।
টোকিও ডিজনিল্যান্ড কেবল একটি পর্যটন আকর্ষণ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সামাজিক এবং সাংস্কৃতিক স্পট। বিশেষ করে তরুণদের কাছে জনপ্রিয় ডেটিং স্পটও বটে।
টোকিও ডিজনিল্যান্ড এমন একটি স্থাপনা যে গত কয়েক দশক ধরে লক্ষ লক্ষ মানুষের বিনোদনের উপলক্ষ হয়ে আছে। এখানে ঘুরতে আসে সারা পৃথিবীর মানুষ, ডিজনির যতগুলো আউটলেট আছে, তার মধ্যে এটি সবচেয়ে বড় ডিজনিল্যান্ড হিসেবে দেখা হয়ে থাকে।
১৯৮৩ সালে শুরু করে টোকিও ডিজনিল্যান্ড ধারাবাহিকভাবে প্রতি বছর ১০ মিলিয়নেরও বেশি দর্শক আকর্ষণ করতে পেরেছে। ১৯৯৪ সালের মধ্যে এর গেট দিয়ে ১৪৯ মিলিয়নেরও বেশি মানুষ প্রবেশ করেছিল, যা সেই সময়ে জাপানের মোট জনসংখ্যাকে ছাড়িয়ে যায়। এটি টোকিও ডিজনিল্যান্ডকে একটি জাতীয় স্পটে পরিণত করে। বুঝতেই পারছেন, টোকিও ডিজনিল্যান্ডের বিশালতা।
অর্থনৈতিকভাবে সবচেয়ে লাভজনক ডিজনি রিসোর্টগুলোর মধ্যে টোকিও ডিজনিল্যান্ড অন্যতম। ওরিয়েন্টাল ল্যান্ড কোম্পানি ২০৩৫ অর্থবছরের মধ্যে বার্ষিক বিক্রয় ১ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে। এটি তাদের ধারাবাহিক বিনিয়োগ এবং বৃদ্ধির প্রতি আত্মবিশ্বাসকে তুলে ধরে।
টোকিও ডিজনি রিসোর্ট তার সাফল্যের উপর নির্ভর করে বসে নেই; এটি ক্রমাগত বিকশিতও হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক উন্নয়ন হলো ২০২৪ সালের ৬ই জুন টোকিও ডিজনিসিতে ফ্যান্টাসি স্প্রিংসের উদ্বোধন। প্রায় ২.১ বিলিয়ন মার্কিন ডলার নির্মাণ ব্যয়ে, এটি টোকিও ডিজনি রিসোর্টের সবচেয়ে বড় সম্প্রসারণ। এই নতুন এলাকায় ফ্রোজেন এবং পিটার প্যান এর জগতগুলো জীবন্ত হয়ে উঠেছে।
এছাড়াও, টোকিও ডিজনিল্যান্ডের টুমরোল্যান্ড এলাকায় বড় ধরনের পুনর্গঠন কাজ শুরু হতে চলেছে। আইকনিক স্পেস মাউন্টেন আকর্ষণ এবং এর আশেপাশের এলাকার সম্পূর্ণ নবায়ন ২০২৭ সালের জন্য নির্ধারিত।
বাংলাদেশের কথা বলে শেষ করি। ঢাকা, আমাদের প্রাণের শহর। এত মানুষের বসবাস, অথচ বিনোদনের জায়গা হাতেগোনা। যেসব পার্ক ছিল সেগুলোও এখন প্রায় বিলুপ্ত। পরিবার বা বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইলে রেস্টুরেন্টে বসা ছাড়া কোনো উপায় নেই! বাংলাদেশের প্রায় সবগুলো শহরই এমন যান্ত্রিক আর প্রাণহীন হয়ে উঠছে। দৈনন্দিন কাজ থেকে একটু ফুরসৎ চাইলে আমাদের ছুটতে হয় বিদেশে। সবার সে সুযোগও হয় না সবসময়।
টোকিও ডিজনিল্যান্ডে ঘুরে একটা জিনিস মাথায় আসলো হুট করেই। আমাদের দেশে হতে পারে না এমন ধরণের কোনো একটা স্থাপনা? যেখানে আমাদের শিশুরা বা পরবর্তী প্রজন্ম একটি স্বপ্নের জগতে ঘুরবে এবং তাদের বিনোদনের জন্য একটি বড় উপলক্ষ বা মাধ্যম হিসেবে থাকবে। যেটি তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মনোজগতের বিকাশে সাহায্য করবে।
আমাদের জন্য আসলে দরকার একজন ওয়াল্ট ডিজনি বা কুনিজো মাতসুও’র মতো স্বপ্নদ্রষ্টার। যিনি এই ইট-পাথরের শহরে আমাদের জন্য একটু সুস্থ বাতাসের ব্যবস্থা করবেন। আমরা ঘুরে বেড়াবো স্বপ্নের রাজ্যে, ঘুরে বেড়াবো ডিজনিল্যান্ডের মতো স্থাপনায়, সেই প্রত্যাশায়।
ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।
A Day Trip to Tokyo Disneyland
Tokyo Disneyland. Here, if you enter, it may seem as if you have truly entered a fairytale kingdom. What isn’t here? Everything from fairytale stories will be found one after another. Let’s see what’s here after touring the whole Disneyland. The castle from the Cinderella story we have been reading since childhood! The blue spires seem to be touching the clouds. Seeing it from afar, it feels as if the fairytale stories have become true right before your eyes. Standing here, you will feel as if you are at the center of the entire Disneyland. Another ride from a fairytale story is ‘King Arthur Carrousel’. Dazzling lights and a group of horses seem to take you back to a dreamy kingdom of childhood. Splash Mountain. This huge ride is famous for the ‘Get Soaked Max Plus’ event. There’s no comparison to this ride for the thrilling experience of the strong water currents and the drop from a height. Even if you get soaked, it’s completely worth the money. However, if you don’t want so much thrill, you can come to ‘it’s a small world’. Floating calmly in a boat, you will see dolls from all over the world, who are dressed in their traditional costumes. They all have the same song on their lips, ‘it’s a small world’. A wonderful initiative to see the different cultures of the world woven into one thread. After getting soaked, you can come to Alice’s Tea Party. No, not to drink tea. You can control the speed by turning the steering wheel of the teacups. The faster you spin, the more fun it is. It’s a known fact that Japan is very advanced in technology! Here there are absolutely unique high-tech rides, such as “Monsters, Inc. Ride & Go Seek”. A fair of such wonderful interactive dark rides is held here. Tokyo Disneyland also has some world-famous rides, which are not seen in Disney parks around the world. For example, ‘Pirates of the Caribbean’. A special kind of dark ride. Here, visitors travel in a boat through thematic scenes in a dark space and the thrilling world of pirates comes to life. It will feel like Jack Sparrow is sitting right in front of you. Seeing such wonderful rides and great places to visit, you will be reminded of Disneyland in America. Let’s now get to know the history. Let’s find the connection between the American and Japanese Disneyland. The story of establishing a Disney Park in Japan was quite unexpected. In the 1960s, the Japanese company Oriental Land Company took the initiative to bring a Disney Park to Japan. By then, the popularity of American Disneyland was at its peak, but they had not yet thought about expanding Disneyland. At first, they were not at all willing about this. After much struggle and long discussions, the agreement was signed on April 30, 1979, and Tokyo Disneyland was inaugurated on April 15, 1983. So, you’ve heard the history, now tell me, what is the real secret to this park’s success? We all know how serious the Japanese are about preserving their culture, but in the case of Tokyo Disneyland, that idea is different. Here, American culture and the entire American Disneyland have been modeled, and the American culture has been highlighted in such a way that when you come here, you will understand that you are in a small town in America. You might be thinking, other Disneyland do the same. Then why is Tokyo Disneyland different? Listen, I’ll tell you, the true culture of Japan is their politeness and hospitality. The staff here not only provide good service but also try to anticipate what the guest will want and exceed their expectations. For example, the cleaning staff suddenly perform a small magic show while sweeping! Sometimes they gather leaves and make a picture of Mickey Mouse. Here, even ordinary work becomes like magic. Hospitality has been made the main selling point. And this is what has made Tokyo Disneyland special to the world. Japanese visitors are usually very aware during shows and parades. They wait patiently for the moments to clap. Even while watching a parade, they sit in neat rows, which ensures a comfortable experience for everyone. The food and drinks at Tokyo Disneyland are also completely different! Delicious items are made with a blend of Western and Japanese flavors. Curry popcorn, teriyaki chicken legs, or steamed buns made in the shape of Mickey Mouse. Not just the taste, but they also look like pictures! Some are in the shape of cartoon characters, while others are decorated according to a season or a cultural theme. For example, the ‘Polynesian Terrace Restaurant’ in Adventureland. Here you can enjoy delicious food while watching Polynesian cultural dances and songs. To adapt to Japan, some surprises have also been brought into the park’s design and rides! The entire market at the main gate has been covered with a huge glass roof. So that the fun of wandering around is not spoiled even by sudden rain or sun! Even the old rides have incorporated a Japanese flavor. Japanese-style jokes can be heard on the Jungle Cruise. There are no such rides for children, all kinds of scattered cartoon characters from all over the world can be found here. Coming here, a lot of time will pass in the light of this dreamland. The whole day will pass but the sightseeing here will not end. Tokyo Disneyland is not just a tourist attraction, but also an important social and cultural spot. It is also a popular dating spot, especially among young people. Tokyo Disneyland is a facility that has been a source of entertainment for millions of people for the last few decades. People from all over the world come here to visit, and among all the outlets that Disney has, this is considered to be the largest Disneyland. Starting in 1983, Tokyo Disneyland has consistently attracted more than 10 million visitors every year. By 1994, more than 149 million people had entered through its gates, which exceeded the total population of Japan at that time. This turned Tokyo Disneyland into a national spot. As you can understand, the vastness of Tokyo Disneyland. Tokyo Disneyland is one of the most profitable Disney resorts economically. Oriental Land Company has set an ambitious goal of exceeding 1 trillion yen (approximately 7 billion US dollars) in annual sales by the fiscal year 2035. This highlights their confidence in continuous investment and growth. Tokyo Disney Resort is not resting on its success; it is also continuously evolving. The most important recent development is the inauguration of Fantasy Springs at Tokyo DisneySea on June 6, 2024. With a construction cost of approximately 2.1 billion US dollars, this is the largest expansion of Tokyo Disney Resort. In this new area, the worlds of Frozen and Peter Pan have come to life. Additionally, major reconstruction work is about to begin in the Tomorrowland area of Tokyo Disneyland. The complete renewal of the iconic Space Mountain attraction and its surrounding area is scheduled for 2027. Let’s end by talking about Bangladesh. Dhaka, our city of life. So many people live here, yet there are only a handful of places for entertainment. The parks that were there are also now almost extinct. If you want to hang out with family or friends, there is no other option but to sit in a restaurant! Almost all the cities in Bangladesh are becoming so mechanical and lifeless. If we want a little break from our daily work, we have to rush abroad. Not everyone always gets that opportunity. After visiting Tokyo Disneyland, one thing suddenly came to my mind. Can’t there be a facility of this kind in our country? Where our children or the next generation will wander in a dream world and it will be a major occasion or medium for their entertainment. Which will help in the development of their inner world along with their history, tradition, and culture. What we actually need is a visionary like Walt Disney or Kunizo Matsuo. Who will arrange for a little fresh air for us in this city of bricks and stones? We will wander in the kingdom of dreams, wander in a facility like Disneyland, with that expectation. Thank you all, stay healthy, and be well.