আপনি কি জানেন, আমাদের এই বাংলাদেশেই একদিন ঘুরে বেড়াতো বিশালাকার সব হাতি এবং দানবীয় গণ্ডার? আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে, আমাদের এই অঞ্চল ছিল এক জীবন্ত প্রাগৈতিহাসিক জঙ্গল। যেখানে বাঘের পূর্বপুরুষরা শিকার করত স্টেগোডন নামের অতিকায় হাতিদের! কেমন ছিল সেই অজানা বাংলাদেশ?
দশ হাজার বছর আগে বাংলাদেশ ও ভারতের এই অঞ্চল ছিল সম্পূর্ণ এক ভিন্ন জগৎ। বরফ যুগ শেষ হওয়ার পর সমুদ্রের পানি ছিল এখনকার চেয়ে প্রায় একশ মিটার নিচে। ফলে বঙ্গোপসাগরের বিশাল অংশ জুড়ে ছিল শুকনো ভূমি। বিজ্ঞানীরা এই অঞ্চলকে ডাকতেন প্রাচীন সুন্দাল্যান্ড নামে।
এই সুন্দাল্যান্ড ছিল ঘন সবুজ বনে ঢাকা। আজকের চেয়ে তখন আবহাওয়া ছিল কিছুটা ঠান্ডা, আর বৃষ্টিপাত বেশি। এই অরণ্যে ঘুরে বেড়াতো নানা রকমের অদ্ভুত ও বিশাল প্রাণী। যেমন স্টেগোডন নামের এক ধরনের হাতি, যাদের দাঁত ছিল আজকের হাতির চেয়েও লম্বা ও বাঁকানো। আর বিশালাকার গণ্ডার, যাদের শিং দেখতে আজকের গণ্ডারদের চেয়েও ভয়ঙ্কর। প্রাণীদের মধ্যে ছিল বাঘের পূর্বপুরুষ প্যানথেরা টাইগ্রিস, যারা এসব বড় প্রাণী শিকার করত। জঙ্গলে ভরা ছিল জলহস্তি, বিরাট কচ্ছপ আর নানা প্রজাতির হরিণ। এই সব দেখে কী মনে হবে বলেন তো? বাংলাদেশ এক সময় ছিল এক জীবন্ত প্রাগৈতিহাসিক জগৎ! তাই না?
আমাদের এই বাংলার মাটিতে হাজার বছর আগে বসবাস করত প্রাচীন এক মানবগোষ্ঠী – সম্ভবত হোমো সেপিয়েন্সেরই একদল পূর্বপুরুষ। এই শিকারী-সংগ্রাহকরা তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করত পাথরের অস্ত্র ও সরঞ্জাম। বাংলাদেশের লালমাই-ময়নামতি অঞ্চলে পাওয়া ফ্লিন্ট পাথরের তৈরি ধারালো ছুরি, বর্শার ফলা এবং স্ক্র্যাপার থেকে আমরা তাদের জীবনযাত্রার কথা জানতে পারি। এরা শিকার করত সেই বিশালাকার হাতি ও গণ্ডারদের। ওয়াবগাঁও এলাকায় প্রাপ্ত গুহাচিত্রগুলোতে সম্ভবত তাদের শিকারের দৃশ্য বা দৈনন্দিন জীবনের ছবি আঁকা ছিল।
প্রাচীন মানুষ এই বিশাল প্রাণীদের শিকার করত বা অন্ততপক্ষে এদের মৃতদেহ থেকে উপকরণ সংগ্রহ করত। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে শুরু করে এবং খ্রিস্টপূর্ব ৬,০০০ সালের মধ্যে বঙ্গোপসাগর তার বর্তমান রূপ নিতে শুরু করে। এই পরিবর্তনের সাথে সাথে মেগাফাউনা বা বড় বড় প্রানীগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় এবং মানুষের জীবনযাত্রা কৃষিনির্ভর হতে শুরু করে।
খ্রিস্টপূর্ব ৪,০০০ বছর আগে যখন সিন্ধু সভ্যতা তার স্বর্ণযুগে ছিল, তখন সেই সময় বাংলাদেশের নদী অববাহিকায় এক অসাধারণ কৃষি বিপ্লব ঘটে চলছিল। গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার উর্বর পলিমাটি এখানে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন কৃষিসভ্যতার জন্ম দিয়েছিল, যা প্রত্নতাত্ত্বিকরা ‘বঙ্গ সংস্কৃতি’ নামে চিহ্নিত করেন। এই সময়কালে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে বগুড়া, রাজশাহী এবং দিনাজপুর অঞ্চলে ধান চাষের প্রমাণ মিলেছে। প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত ধানখড়ের কার্বন ডেটিং থেকে জানা যায়, এখানকার কৃষকরা সম্ভবত পৃথিবীতে সর্বপ্রথম বাসমতি ধানের চাষ করতেন। ময়নামতি ও মহাস্থানগড়ে পাওয়া কৃষি সরঞ্জাম যেমন কাস্তে, হাত-কোদাল বা পাথরের মূষল প্রমাণ করে এই এলাকার কৃষি প্রযুক্তি ছিল আশ্চর্যরকম উন্নত।
মহাভারতের বনপর্বে ‘বঙ্গ’ জনপদের কথা উল্লেখ আছে। প্রাচীন গ্রন্থে এই অঞ্চলকে ‘সোনার বঙ্গ’ বলা হতো। গ্রিক পণ্ডিত টলেমি তার মানচিত্রে ‘গঙ্গারিডাই’ নামে এক শক্তিশালী সভ্যতার কথা লিখেছেন, যা ছিল আজকের বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে। মজার বিষয়, টলেমি লিখেছেন এই অঞ্চলের সেনাবাহিনীতে ছিল ৪,০০০ যুদ্ধহাতি। সত্যিই অবাক করার মতো সংখ্যা! খ্রিস্টপূর্ব ৩য় শতকে সম্রাট অশোকের সময় বঙ্গে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে। অশোক তার সন্তানদের এখানে ধর্ম প্রচারে পাঠিয়েছিলেন। সেই সময়ের সবচেয়ে বিখ্যাত স্থান ছিল পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর মহাবিহার, যা এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য। এই বিহার ছিল তখনকার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিশ্ববিদ্যালয়! পাহাড়পুর শুধু স্থানীয় ছাত্রদেরই নয়, চীন, তিব্বত ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকেও জ্ঞানপিপাসুদের আকর্ষণ করত। প্রত্নতাত্ত্বিকরা এখানে পাওয়া তাম্রলিপি থেকে জানতে পেরেছেন, এই বিহার নালন্দা ও তক্ষশীলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল।
ময়নামতিতে পাওয়া সেনবংশের তাম্রশাসন থেকে জানা যায়, সেসময় বাংলায় বোরো ধান, মুগ ডাল, আখ ও নারিকেলের চাষ হতো। কুমারঘাটে পাওয়া পুরনো সেচ ব্যবস্থার ধ্বংসাবশেষ দেখে বোঝা যায়, আমাদের পূর্বপুরুষরা পানির সঠিক ব্যবহার জানতেন। তাদের এই কৃষি সাফল্য ছিল এতটাই বিখ্যাত যে চীনা পর্যটক ফা-হিয়েন এবং হিউয়েন সাং বাংলাকে ‘ধান ও নীলের দেশ’ বলে বর্ণনা করেছেন। ওয়ারী-বটেশ্বর এলাকায় পাওয়া নিদর্শন তো আরও চমকপ্রদ! সেখানে মিলেছে পরিকল্পিত রাস্তা, ড্রেনেজ সিস্টেম আর টাকশালের চিহ্ন। এগুলো প্রমাণ করে সিন্ধু সভ্যতার সময়ে এখানে গড়ে উঠেছিল এক উন্নত নগর সভ্যতা। কিন্তু আনুমানিক ২০০ খ্রিস্টাব্দে নদীর গতি বদল আর জলবায়ু পরিবর্তনের কারণে এই সমৃদ্ধ সভ্যতা ধীরে ধীরে হারিয়ে যায়।
১২০০ সাল থেকে শুরু করে পরের ৫০০ বছর ছিল বাংলার ইতিহাসের সবচেয়ে গৌরবময় সময়। এই সময়ে বাংলা ছিল পৃথিবীর অন্যতম ধনী অঞ্চলগুলোর একটি। ইউরোপীয় পর্যটকরা তখন বাংলাকে বলতেন ‘পৃথিবীর স্বর্গ’। সুলতানি আমলে অর্থাৎ ১২০০-১৫৭৬ সালে বাংলার সমৃদ্ধি চরমে পৌঁছেছিল। বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পর এখানে গড়ে উঠেছিল এক অনন্য ইসলামি সংস্কৃতি। সোনারগাঁও হয়ে উঠেছিল বিশ্ব বাণিজ্যের কেন্দ্র। চীনা পর্যটক মা হুয়ান লিখেছেন, সোনারগাঁওয়ের মসলিন কাপড় এত সূক্ষ্ম ছিল যে পুরো একটি শাড়ি আংটির ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়া যেত! এই মসলিন রপ্তানি হত রোম থেকে চীন পর্যন্ত। মসলিন নিয়ে আমাদের চ্যানেলে থাকা এই ভিডিওটি দেখে আসতে পারেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সময় বাংলা ছিল বিশ্বের সবচেয়ে বড় রূপা উৎপাদক। বাংলার টাকশাল থেকে বের হত সোনার ‘টঙ্কা’ আর রূপার ‘জীতল’ মুদ্রা, যা সমগ্র এশিয়ায় চালু ছিল। বাংলার এই সম্পদের প্রমাণ মেলে মক্কায় পাঠানো বছরে ১০ লাখ টাকার অনুদানে।
মুঘল আমলে অর্থাৎ ১৫৭৬-১৭০০ সালে বাংলার সমৃদ্ধি আরও বেড়েছিল। ঢাকা হয়ে উঠেছিল মুঘল বাংলার রাজধানী আর বিশ্বের দশম বৃহত্তম শহর, যেখানে প্রায় ১০ লাখ মানুষ বাস করত। ফরাসি পর্যটক বার্নিয়ার লিখেছেন, ঢাকার জামদানি কাপড়ের নকশা দেখে ইউরোপের রাজারা হতবাক হয়ে যেতেন।
মুঘল শাসনামলে বাংলা ছিল বিশ্বের কারখানা। তখনকার বিশ্বের ৪০ শতাংশ কাপড় আসত বাংলা থেকে। অবাক করা বিষয় হলো চার’শ বছর পেরিয়ে আবারো আমাদের তৈরি পোশাক এখন সারাবিশ্বের মানুষের ঘরে ঘরে। রেশমের বাজারেও বাংলার দখল ছিল অর্ধেক। আর নীল রপ্তানিতে তো বাংলাই ছিল বিশ্বনেতা। ৮০ শতাংশ নীল রপ্তানি হতো এখান থেকেই। পর্তুগিজ পর্যটক বারবোসা ১৫১৬ সালে অবাক হয়ে লিখেছিলেন, বাংলার সাধারণ কৃষকরাও সোনার গহনা পরে! ডাচ পর্যটক ভ্যান টুইস্ট দেখেছিলেন বাংলার গ্রামে ঘরে ঘরে রূপার বাসন। এতটাই সমৃদ্ধ ছিল আমাদের এই বাংলা।
১৭০০ সালের পর থেকে বাংলার ভাগ্য খারাপ হতে শুরু করে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলার স্বাধীনতা চলে যায়। ব্রিটিশরা তখন বাংলাকে লুটে নিতে শুরু করে। ১৭৬৯ থেকে ১৭৭৩ সাল পর্যন্ত ভয়াবহ দুর্ভিক্ষে বাংলার এক কোটি মানুষ মারা যায়। এটাই ইতিহাসে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত। বাংলার বিখ্যাত বস্ত্রশিল্পের ৯০% ধ্বংস হয়ে যায়। ১৮০০ সাল নাগাদ ব্রিটেনে বাংলার ১০০ কোটি পাউন্ডের সম্পদ চলে যায়। আর এভাবেই পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল থেকে বাংলা পরিণত হয়েছিল এক দরিদ্র ভূখণ্ডে।
১৮ শতকের শুরুতে বাংলার মাথাপিছু আয় ছিল ইংল্যান্ডের চেয়ে বেশি। এই সময়কালের স্থাপত্য নিদর্শন যেমন লালবাগ কেল্লা, ষাট গম্বুজ মসজিদ এবং সোনাকান্দা দুর্গ আজও বাংলাদেশের হারানো সেই গৌরবের সাক্ষ্য বহন করে চলেছে।
১৯৪৭ সালে দেশভাগের পর আমাদের পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়ে গেল। নাম দেওয়া হলো ‘পূর্ব পাকিস্তান’। কিন্তু শুরু থেকেই সমস্যা দেখা দিল। পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে ভাষা, সংস্কৃতি আর অর্থনীতিতে বৈষম্য করতে শুরু করল। ২৩ বছরের নানা চরাই-উত্তরায় পার করে ১৯৭১ সালে পাকিস্তানের সাথে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম নিল স্বাধীন বাংলাদেশ।
স্বাধীনতার পর ৫ দশকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। কিন্তু চ্যালেঞ্জও কম নয়। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। ঘূর্ণিঝড়, বন্যা আর নদীভাঙন এখানকার মানুষের নিত্যকার সমস্যা। জনসংখ্যার চাপ, দ্রুত শহরায়ন আর অর্থনৈতিক বৈষম্য তো রয়েছেই।
তবে বাংলাদেশের মানুষ হার মানতে জানে না। তাদের অসাধারণ সহনশীলতা আর অভিযোজন ক্ষমতা দেখে বিশ্ব অবাক হয়। কৃষি আর পোশাক শিল্পে আমাদের সাফল্য সবার জানা। কিন্তু এখন ডিজিটাল প্রযুক্তি আর সামাজিক উদ্যোগেও আমরা পিছিয়ে নেই। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার সমৃদ্ধ সংস্কৃতি আর মানুষের অদম্য মনোবল। নদী, মাঠ আর সবুজ প্রকৃতি আমাদের প্রেরণা জোগায়। চা-বাগান, সুন্দরবন আর নদীমাতৃক এই দেশের সৌন্দর্য আমাদের গর্ব। বাংলাদেশের মানুষের আতিথেয়তা আর সংগ্রামী চেতনা সত্যিই অনন্য। অনেকই আবার বলেন জোয়ার-ভাটার এই দেশে মানুষের মন-মানসিকতাও জোয়ার-ভাটার মতই দ্রুত পরিবতর্ন হয়। তারপরও প্রতিটি সংকটে আমরা আশার আলো জাগিয়ে রাখি। এটাই আমাদের বাংলাদেশ। সমস্যায় জর্জরিত, কিন্তু কখনো হাল ছাড়ে না।
আজ থেকে হাজার বছর আগে বিশাল হাতি আর গণ্ডারের দেশ থেকে শুরু করে আজকের ডিজিটাল বাংলাদেশ – এই যাত্রাপথ কত বিচিত্র! প্রাচীন সুন্দাল্যান্ডের বন থেকে সোনারগাঁওয়ের মসলিন, মুঘল আমলের জামদানি থেকে একাত্তরের রক্তঝরা পথ পেরিয়ে আজ আমরা দাঁড়িয়েছি বিশ্বমঞ্চে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং নানা সমস্যা থাকলেও এদেশের মানুষ প্রতিবারই প্রমাণ করেছে বাংলাদেশ কখনো পিছিয়ে থাকেনি, থাকবেও না।
ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।
The wondrous Bengal of a thousand years!
Greetings to everyone.
Did you know, in this very Bangladesh, huge elephants and monstrous rhinos once roamed? About 10,000 years ago, this region of ours was a living prehistoric jungle. Where the ancestors of tigers hunted giant elephants called Stegodon! What was that unknown Bangladesh like?
10,000 years ago, this region of Bangladesh and India was a completely different world. After the ice age ended, the sea level was about 100 meters lower than it is now. As a result, a large part of the Bay of Bengal was dry land. Scientists called this region ancient Sundaland.
This Sundaland was covered in dense green forests. The climate was a bit cooler and rainfall was higher than today. A variety of strange and huge animals roamed in this forest. Such as a type of elephant named Stegodon, whose tusks were longer and more curved than today’s elephants. And huge rhinos, whose horns looked more fearsome than those of today’s rhinos. Among the animals were the ancestors of tigers, Panthera tigris, who hunted these big animals. The jungle was full of hippos, giant tortoises, and various species of deer. What do all these things make you think? Bangladesh was once a living prehistoric world! Isn’t that right?
An ancient human group lived on the soil of this Bengal of ours thousands of years ago – probably a group of Homo sapiens’ ancestors. These hunter-gatherers used various stone weapons and tools for their daily work. From the sharp flint knives, spearheads, and scrapers found in the Lalmai-Mainamati region of Bangladesh, we can learn about their way of life. They hunted those huge elephants and rhinos. The cave paintings found in the Wabgaon area probably depicted their hunting scenes or daily life.
Ancient people hunted these large animals or at least collected materials from their carcasses. As the climate changed, sea levels began to rise, and by 6,000 BCE, the Bay of Bengal began to take its present form. With this change, megafauna or large animals gradually became extinct and human life began to be agriculture-dependent.
4,000 years before Christ, when the Indus civilization was in its golden age, an extraordinary agricultural revolution was taking place in the river basins of Bangladesh. The fertile silt of the Ganges-Brahmaputra-Meghna basin gave birth to one of the most ancient agricultural civilizations of South Asia here, which archaeologists identify as the ‘Banga culture’. During this period, evidence of rice cultivation was found in the northern part of Bangladesh, especially in the Bogra, Rajshahi, and Dinajpur regions. Carbon dating of paddy straw found in archaeological excavations shows that the farmers here were probably the first in the world to cultivate Basmati rice. Agricultural tools such as sickles, hand hoes, or stone pestles found in Mainamati and Mahasthangarh prove that the agricultural technology here was surprisingly advanced.
The ‘Banga’ janapada is mentioned in the Banaparva of the Mahabharata. In ancient texts, this region was called ‘Shonar Banga’ (Golden Bengal). The Greek scholar Ptolemy wrote about a powerful civilization named ‘Gangaridai’ on his map, which was in the southwest of today’s Bangladesh. Interestingly, Ptolemy wrote that the army of this region had 4,000 war elephants. Truly a surprising number! In the 3rd century BCE, during the time of Emperor Ashoka, Buddhism spread in Bengal. Ashoka sent his children here to preach the religion. The most famous place of that time was Paharpur Buddhist Vihara or Somapura Mahavihara, which is now a UNESCO World Heritage site. This vihara was the second-largest Buddhist university in the world at that time! Paharpur attracted not only local students but also knowledge seekers from China, Tibet, and Southeast Asia. From the copperplates found here, archaeologists have learned that this vihara maintained close relations with Nalanda and Takshashila.
From the Sen dynasty’s copperplates found in Mainamati, we learn that at that time, Boro rice, mung beans, sugarcane, and coconut were cultivated in Bengal. The ruins of an old irrigation system found in Kumarkhali show that our ancestors knew how to use water properly. Their agricultural success was so famous that the Chinese travelers Fa-Hien and Xuanzang described Bengal as the ‘land of rice and indigo’. The artifacts found in the Wari-Bateshwar area are even more amazing! Planned roads, drainage systems, and signs of a mint have been found there. These prove that an advanced urban civilization had developed here during the time of the Indus civilization. But around 200 CE, due to changes in river courses and climate, this prosperous civilization gradually disappeared.
Starting from 1200 CE, the next 500 years were the most glorious time in the history of Bengal. During this time, Bengal was one of the richest regions in the world. European travelers then called Bengal the ‘Paradise of the Earth’. During the Sultanate period, from 1200-1576 CE, the prosperity of Bengal reached its peak. After Bakhtiyar Khalji’s conquest of Bengal, a unique Islamic culture was established here. Sonargaon became the center of world trade. The Chinese traveler Ma Huan wrote that the muslin cloth of Sonargaon was so fine that an entire sari could be passed through a ring! This muslin was exported from Rome to China. You can watch the video on our channel about muslin. During the time of Sultan Ghiyasuddin Azam Shah, Bengal was the world’s largest producer of silver. Gold ‘tanka’ and silver ‘jital’ coins were minted in Bengal, which were used throughout Asia. The proof of Bengal’s wealth is found in the annual donation of 10 lakh rupees sent to Mecca.
During the Mughal period, from 1576-1700 CE, the prosperity of Bengal increased even more. Dhaka became the capital of Mughal Bengal and the tenth-largest city in the world, where about 10 lakh people lived. The French traveler Bernier wrote that the designs of Dhaka’s Jamdani cloth astonished the kings of Europe.
During Mughal rule, Bengal was the world’s factory. 40 percent of the world’s cloth at that time came from Bengal. What’s amazing is that after four hundred years, our ready-made garments are once again in people’s homes all over the world. Bengal’s share of the silk market was also half. And in indigo export, Bengal was the world leader. 80 percent of indigo was exported from here. The Portuguese traveler Barbosa wrote in 1516, astonished, that even the common farmers of Bengal wore gold jewelry! The Dutch traveler Van Twist saw silver utensils in every household in the villages of Bengal. This is how prosperous our Bengal was.
After 1700, Bengal’s fortune began to turn bad. After the defeat of Siraj-ud-Daulah in the Battle of Plassey in 1757, Bengal lost its independence. The British then began to plunder Bengal. A terrible famine from 1769 to 1773 killed one crore people in Bengal. This is known in history as the ‘Chhiyattorer Monnontor’. 90% of Bengal’s famous textile industry was destroyed. By 1800, 100 crore pounds of Bengal’s wealth had gone to Britain. And in this way, Bengal, from being the richest region in the world, was transformed into a poor land.
At the beginning of the 18th century, Bengal’s per capita income was higher than that of England. Architectural relics of this period, such as Lalbagh Fort, Sixty Dome Mosque, and Sonakanda Fort, still bear witness to Bangladesh’s lost glory.
After the partition of 1947, our East Bengal became a part of Pakistan. It was named ‘East Pakistan’. But problems started from the beginning. The West Pakistanis began to discriminate against us in language, culture, and economy. After 23 years of various ups and downs, independent Bangladesh was born in 1971 through a bloody nine-month war with Pakistan.
In the 5 decades since independence, Bangladesh has come a long way. But the challenges are not few. Due to climate change, Bangladesh is now one of the most vulnerable countries in the world. Cyclones, floods, and river erosion are daily problems for the people here. Population pressure, rapid urbanization, and economic inequality are also present.
However, the people of Bangladesh do not know how to give up. The world is amazed by their extraordinary resilience and adaptability. Our success in agriculture and the garment industry is known to all. But now we are not lagging behind in digital technology and social initiatives either. The greatest strength of Bangladesh is its rich culture and the indomitable morale of its people. The rivers, fields, and green nature inspire us. The beauty of this country, full of tea gardens, the Sundarbans, and rivers, is our pride. The hospitality and fighting spirit of the people of Bangladesh are truly unique. Many also say that in this land of tides, people’s minds and attitudes change as quickly as the tides. Yet, in every crisis, we keep the light of hope alive. This is our Bangladesh, plagued by problems, but never giving up.
From the land of giant elephants and rhinos thousands of years ago to today’s digital Bangladesh – how diverse this journey is! From the forests of ancient Sundaland to the muslin of Sonargaon, from the Jamdani of the Mughal era to the bloody path of ’71, today we stand on the world stage. Despite the risks of climate change, economic challenges, and various problems, the people of this country have proved every time that Bangladesh has never fallen behind, nor will it.
Thank you everyone, stay healthy, stay well.