ভাবুন তো, আপনি একেবারই নতুন একটি রেস্টুরেন্টে ঢুকলেন, কিন্তু হঠাৎই মনে হলো- এই টেবিলে তো আগেও বসেছি! এই দেয়ালের রঙ, এই আলোর ঝলকানি, এমনকি পাশের টেবিলের মানুষের কথোপকথন পর্যন্ত একেবারে চেনা!
কিন্তু আপনি জানেন, এখানে কখনো আসেননি…
ব্যাপারটা আসলে কী? আপনার আগের জন্মের স্মৃতি? নাকি ভবিষ্যৎ দেখার ক্ষমতা? না কি আপনার মস্তিষ্ক আপনাকে ধোঁকা দিচ্ছে? বিজ্ঞান, ইতিহাস আর রহস্যের এক অনবদ্য মিশেলে আজ আমরা খুঁজে বের করবো এসব প্রশ্নের উত্তর।
শুভেচ্ছা সবাইকে।
একটা গল্প দিয়ে শুরু করি। ১৮৫০ সালের দিকে বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স সুইজারল্যান্ডের লুসার্ন শহরের রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎই তার মনে হলো, এই রাস্তার প্রতিটি কোণাই তার চেনা! অথচ এটাই ছিল তার প্রথম সফর। নিজের একটি লেখায় তিনি এই বর্ণনা দিয়েছিলেন।
নেপোলিয়ন ওয়াটারলু যুদ্ধের সময় আচমকা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি এই যুদ্ধ আগেও লড়েছেন- এমনকি ফলাফলও তার জানা! সহযোদ্ধাদের বলেছিলেন তিনি এ যুদ্ধে হারতে যাচ্ছেন। ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপার্টের জীবন পুরোপুরি বদলে যায়। এই যুদ্ধ ছিল তার শেষ এবং চূড়ান্ত পতনের মুহূর্ত।
শুধু বিখ্যাত মানুষ নয়, আমাদের অনেকেরই জীবনে কোনো না কোনো সময় এই অভিজ্ঞতা হয়েছে। পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, পৃথিবীর প্রায় ৭০% মানুষ জীবনে অন্তত একবার এমন অভিজ্ঞতা লাভ করে। বিজ্ঞানীরা এই অদ্ভুত অনুভূতির নামই দিয়েছেন দেজা ভু।
দেজা ভু শব্দটি প্রথম ১৮৭৬ সালে ফরাসি মানসিক বিশ্লেষক এমিল বোইরেক ব্যবহার করেছিলেন, যার অর্থ “আগে দেখা”।
কিন্তু এর ব্যাখ্যা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল তার আগে থেকেই। ‘থিওরি অফ রিকলেকশন’ অনুযায়ী, আমাদের আত্মা প্রতিটি নতুন অভিজ্ঞতাকে পুরনো স্মৃতির সাথে সংযুক্ত করে। কিন্তু আধুনিক বিজ্ঞান কি এটা মানে?
বিজ্ঞানীরা দেজা ভুকে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন তত্ত্ব দিয়েছেন। তবে এরমধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো মস্তিষ্কের স্মৃতি সংক্রান্ত একটি গোলযোগ। আমাদের মস্তিষ্কে টেম্পোরাল লোব এবং হিপ্পোক্যাম্পাস নামে দুটি অংশ আছে। যাদের কাজ স্মৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধার করা। এই কাজ করতে গিয়ে কখনো কখনো নতুন কোনো অভিজ্ঞতাকে মস্তিষ্ক ভুল করে পুরনো স্মৃতি হিসেবে ক্লাসিফাইড করে ফেলে। যেমন ধরুন, আপনি প্রথমবার কোনো রেস্তোরাঁয় ঢুকলেন, কিন্তু সেটার পরিবেশ অন্য কোনো পরিচিত রেস্তোরাঁর সাথে মিলে যাওয়ায় আপনার মনে হলো এখানে আগেও এসেছেন।
আরেকটি মজার ব্যাপার হলো ‘ডুয়াল প্রসেসিং থিওরি’। একই তথ্য আমাদের মস্তিস্ক দুইভাবে প্রক্রিয়াকরণ সম্পন্ন করে। একটি হলো স্মৃতি সংরক্ষণ, অন্যটি তাৎক্ষণিক বিশ্লেষণ। যখন স্মৃতি সংরক্ষণ প্রক্রিয়াটি বিশ্লেষণের চেয়ে দ্রুত কাজ করে, তখন সেই ‘আগে দেখেছি’ এর অনুভূতি তৈরি হয়।
গবেষকদের ধারণা, স্বপ্নের সাথে দেজা ভুর একটি গভীর সম্পর্ক থাকতে পারে। আবার মজার ব্যাপার হলো, আমরা প্রতিদিন যে সব স্বপ্ন দেখি তার বেশিরভাগই ভুলে যাই। কিন্তু যখন বাস্তব জীবনে কোনো দৃশ্য বা পরিস্থিতি সেই ভুলে যাওয়া স্বপ্নের সাথে মিলে যায়, তখনই দেজা ভুর সেই অদ্ভুত অনুভূতি জন্ম নেয়।
রহস্য প্রেমীদের জন্য রয়েছে আরো মজার ব্যাখ্যা। অনেকের মতে, দেজা ভু হতে পারে আমাদের পূর্বজন্মের স্মৃতি। হিন্দু ও বৌদ্ধ ধর্মমতে আত্মার পুনর্জন্ম হয়, এবং দেজা ভু হতে পারে সেই পূর্বজন্মের কোনো স্মৃতি। পদার্থবিদ মিচিও কাকু ২০১৪ সালে এসে তার বই- দ্য ফিউচার অফ দি মাইন্ডে আরো ইন্টারেস্টিং একটি তত্ত্ব দিয়েছেন।
মিচিও কাকুর মতে, আমাদের মহাবিশ্বই একমাত্র নয় – অসংখ্য সমান্তরাল মহাবিশ্ব একসাথে বিদ্যমান থাকতে পারে। প্রতিটি মহাবিশ্বে আমাদেরই অন্য সংস্করণ বাস করতে পারে, যারা তাদের নিজস্ব জীবনযাপন করছে। এই সমস্ত মহাবিশ্ব সাধারণত একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকে, কিন্তু কখনো কখনো সূক্ষ্ম কোয়ান্টাম স্তরে তাদের মধ্যে সংযোগ ঘটতে পারে। এই সংযোগের ফলেই আমরা দেজা ভু অনুভব করতে পারি। মিচিও কাকুর তত্ত্ব অনুযায়ী, এটি হতে পারে অন্য কোনো মহাবিশ্বের আপনার একটি সংস্করণ সত্যিই সেখানে আগে গিয়েছিল, এবং সেই স্মৃতি কোনোভাবে আপনার বর্তমান চেতনায় প্রবেশ করেছে। এই ধারণাটি এখনো একটি অনুমানমূলক হাইপোথিসিস, তবে এটি কোয়ান্টাম ফিজিক্স বা স্নায়ুবিজ্ঞানের কিছু জটিল প্রশ্নের সাথে সম্পর্কিত। মিচিও কাকু সহ অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে ভবিষ্যতে প্রযুক্তি এবং গবেষণার উন্নতির মাধ্যমে আমরা হয়তো এই তত্ত্বের সত্যতা যাচাই করতে সক্ষম হব।
সিগমন্ড ফ্রয়েড এবং কার্ল ইয়ংয়ের মতো মনোবিজ্ঞানীরা দেজাভূকে ‘সাবকনশাস মেমোরি’ বা ‘রিপ্রেসড থট’ এর সাথে যুক্ত করেছেন। অন্যদিকে, কোয়ান্টাম মেকানিক্সের ভাষায়, যখন দুটি প্যারালাল ইউনিভার্সের কম্পন একত্রিত হয়, তখন এমন অনুভূতি জন্ম নিতে পারে।
কগনিটিভ সাইকোলজিস্ট ড. এনে ক্লেরির গবেষণা বলছে, দেজা ভু আসলে মস্তিষ্কের একটি বিশেষ প্রক্রিয়া। যখন আমাদের হিপ্পোক্যাম্পাস বা মস্তিষ্কের স্মৃতি কেন্দ্র নতুন অভিজ্ঞতাকে পুরনো স্মৃতির সাথে মিলিয়ে ফেলে, তখনই এই অদ্ভুত অনুভূতি জন্ম নেয়।
২০১৬ সালে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় মজার একটি পরীক্ষা চালানো হয়। গবেষকরা হিপনোসিস ব্যবহার করে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে দেজা ভু তৈরি করেছিলেন। তারা আবিষ্কার করেন, যখন মস্তিষ্কের সামনের অংশ এবং পার্শ্বিক অংশ একে অপরের সাথে সামঞ্জস্য হারায়, তখনই এই অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়।
এমআইটির বিজ্ঞানীরা আরও এক ধাপ এগিয়ে ইঁদুরের মস্তিষ্কে দেজা ভুর স্নায়বিক সংকেত রেকর্ড করেছেন। তাদের গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস নামক অংশে অবস্থিত “প্লেস সেল” নামক বিশেষ কোষগুলো যখন নতুন কোনো স্থানকে ভুল করে পুরোনো বলে চিহ্নিত করে, তখনই দেজা ভুর অনুভূতি তৈরি হয়।
২০০২ সালের একটি গবেষণা দেজা ভুকে আরও রহস্যময় করে তোলে। গবেষকরা দেখেছেন, কিছু মানুষ শুধু নতুন জায়গা বা ঘটনাকে চেনা মনে করেন না, তারা আক্ষরিক অর্থেই ভবিষ্যতে কী ঘটবে তা বলতে পারেন! এই অদ্ভুত ক্ষমতা দেজা ভু সম্পর্কে আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে দেয়।
বয়সের সাথেও দেজা ভুর সম্পর্ক আছে বলে গবেষণায় দেখা গেছে। ১৫ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে দেজা ভু সবচেয়ে বেশি দেখা যায়, সম্ভবত এই সময়ে মস্তিষ্কের স্মৃতি কেন্দ্রগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং নতুন অভিজ্ঞতার পরিমাণও বেশি হয় বলে।
দেজা ভুর আবার একটি বিপরীত অবস্থাও আছে যাকে বলা হয় ‘জামাইস ভু’। এখানে পরিচিত কিছু হঠাৎ করেই অচেনা মনে হয়। যেমন নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হতে পারে “এটা কি সত্যিই আমার বাড়ি?” ২০০৬ সালে লিডস বিশ্ববিদ্যালয় দেখিয়েছে, একই শব্দ বারবার বললে -যেমন: “বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি…”– মস্তিষ্ক তা অর্থহীন ভাবতে শুরু করে।
আগেই বলেছি, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেজা ভু মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এর রহস্যময় দিকটি এখনও গবেষণার বিষয়। প্রতিবার যখন আমরা দেজা ভু অনুভব করি, সেটা আমাদের মনে করিয়ে দেয় যে মস্তিষ্ক কতটা জটিল এবং রহস্যময় একটি অঙ্গ। হয়তো একদিন বিজ্ঞান এর সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারবে, কিন্তু ততদিন পর্যন্ত দেজা ভু আমাদের জন্য একটি মজাদার রহস্যই থেকে যাবে।
তবে এতো ব্যাখ্যার পর আপনার মনে হবে- দেজা ভু আসলে মস্তিষ্কের দেওয়া এক ধরনের ফ্রি এন্টারটেইনমেন্ট। এবার আপনার পালা! পরের বার দেজা ভু হলে মস্তিষ্ককে বলবেন- বাহ! দারুণ ট্রিক! আর যদি কখনো মনে হয় এটা তো আগেও দেখেছি… জাস্ট এনজয় করুন! কারণ জীবন যখন রহস্যময়, তখন তা আরো মজাদার হয়! দেজা ভুকে ভয় পাবেন না… বরং উপভোগ করুন মস্তিষ্কের এই অবাক করা ক্ষমতা!
ধন্যবাদ সবাইকে
সুস্থ থাকুন, ভালো থাকুন।
Ways to know the future
Imagine you’ve just entered a brand-new restaurant, but suddenly you feel like you’ve sat at this very table before!
The color of these walls, the sparkle of these lights, even the conversation of people at the next table feels completely familiar! But you know, you’ve never been here before…
What’s actually happening? Memories from a past life? Or the ability to see the future? Or is your brain deceiving you?
Today, in a unique blend of science, history, and mystery, we will find the answers to these questions.
Greetings everyone.
Let’s start with a story. Around 1850, the famous English novelist Charles Dickens was walking down a street in Lucerne, Switzerland. Suddenly, he felt that every corner of this street was familiar to him! Yet, it was his first visit. He described this in one of his writings.
During the Battle of Waterloo, Napoleon suddenly began to believe that he had fought this battle before—and even knew the outcome! He told his comrades that he was going to lose this battle. After the defeat at the Battle of Waterloo, Napoleon Bonaparte’s life changed completely. This battle was his last and final moment of downfall.
Not just famous people, but many of us have had this experience at some point in our lives. Statistics show that about 70% of people in the world experience this at least once in their lives. Scientists have named this strange feeling Déjà vu.
The word Déjà vu was first used in 1876 by the French mental analyst Emile Boirac, meaning “already seen.” But debate over its explanation began even before that.
According to the ‘Theory of Recollection’, our soul connects every new experience with old memories. But does modern science agree with this?
Scientists have proposed various theories to explain Déjà vu. However, the most accepted explanation among them is a memory-related glitch in the brain.
Our brain has two parts called the temporal lobe and the hippocampus. Their function is to store and retrieve memories. In doing this, sometimes the brain mistakenly classifies a new experience as an old memory. For example, you enter a restaurant for the first time, but its ambiance resembles another familiar restaurant, making you feel as if you’ve been there before.
Another interesting concept is the ‘Dual Processing Theory’. Our brain processes the same information in two ways. One is memory storage, and the other is instantaneous analysis. When the memory storage process works faster than the analysis, that “seen before” feeling is created.
Researchers believe that there might be a deep connection between dreams and Déjà vu. It’s also interesting that we forget most of the dreams we have every day. But when a scene or situation in real life matches that forgotten dream, that strange feeling of Déjà vu is born.
For mystery lovers, there are even more intriguing explanations. According to many, Déjà vu could be a memory from our past lives. In Hindu and Buddhist religions, the soul undergoes reincarnation, and Déjà vu could be a memory from that past life.
Physicist Michio Kaku, in 2014, presented an even more interesting theory in his book, “The Future of the Mind.” According to Michio Kaku, our universe is not the only one—innumerable parallel universes might exist simultaneously. In each universe, other versions of ourselves might reside, living their own lives. These universes are usually isolated from each other, but sometimes connections can occur between them at a subtle quantum level. This connection is what allows us to experience Déjà vu. According to Michio Kaku’s theory, it could be that a version of you from another universe actually went there before, and that memory somehow entered your current consciousness.
This idea is still a speculative hypothesis, but it is related to some complex questions in quantum physics and neuroscience. Michio Kaku and many scientists believe that with advancements in technology and research in the future, we may be able to verify the truth of this theory.
Psychologists like Sigmund Freud and Carl Jung have linked Déjà vu to ‘subconscious memory’ or ‘repressed thought’. On the other hand, in the language of quantum mechanics, such a feeling can arise when the vibrations of two parallel universes merge.
Cognitive psychologist Dr. Anne Cleary’s research suggests that Déjà vu is actually a special process of the brain. This strange feeling arises when our hippocampus, or the brain’s memory center, matches a new experience with old memories.
In 2016, a fascinating experiment was conducted at the University of St Andrews. Researchers used hypnosis to artificially induce Déjà vu in the laboratory. They discovered that this strange feeling occurs when the frontal and lateral parts of the brain lose synchronization with each other.
MIT scientists went a step further and recorded the neural signals of Déjà vu in the brains of mice. Their research showed that the feeling of Déjà vu is created when special cells called “place cells” located in the hippocampus part of the brain mistakenly identify a new place as old.
A 2002 study made Déjà vu even more mysterious. Researchers found that some people not only feel familiar with new places or events, but they can literally tell what will happen in the future! This strange ability further increases our curiosity about Déjà vu.
Research has also shown a correlation between Déjà vu and age. Déjà vu is most common among 15 to 25-year-olds, likely because the brain’s memory centers are most active during this period and there’s a greater volume of new experiences.
Déjà vu also has an opposite condition called ‘Jamais vu’. Here, something familiar suddenly feels unfamiliar. For example, standing in front of your own house, you might think, “Is this really my home?” In 2006, the University of Leeds showed that when the same word is repeated over and over—like “rain, rain, rain…”—the brain starts to consider it meaningless.
As mentioned before, from a scientific perspective, Déjà vu is a normal brain process. However, its mysterious aspect is still a subject of research. Every time we experience Déjà vu, it reminds us how complex and mysterious an organ the brain is. Perhaps one day science will be able to fully explain it, but until then, Déjà vu will remain an amusing mystery for us.
However, after all these explanations, you might feel that Déjà vu is actually a kind of free entertainment provided by the brain. Now it’s your turn!
Next time you experience Déjà vu, tell your brain, “Wow! What a great trick!” And if you ever feel like you’ve seen this before… just enjoy it!
Because when life is mysterious, it becomes even more enjoyable! Don’t be afraid of Déjà vu… rather, enjoy this amazing ability of the brain!
Thank you everyone.
Stay healthy, stay well.