অ্যাপলের অজানা ইতিহাস | The Untold History of Apple Before the iPhone

আজ আমরা এমন এক ব্র্যান্ডের গল্প বলব, যা পকেট খালি করে, কিন্তু জীবনকে সহজ করে আর একটা দারুণ ‘ভাব’ এনে দেয়! হ্যাঁ, ঠিকই ধরছেন – অ্যাপল। অনেকে মনে করে অ্যাপল মানেই শুধু আইফোন। কিন্তু এই কোম্পানিটা যে কতটা অদ্ভুত আর মজার ছিল, সেটা কি জানেন? যেমন ধরুন, একসময় তারা নিজেদের লোগো বিক্রির জন্য লাইসেন্স দিত, যাতে মানুষ টি-শার্টে তাদের লোগো ছাপতে পারে! ভাবা যায়? আরেকটা মজার ঘটনা বলি, অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সেই বিখ্যাত সোয়েটার নিয়ে! তিনি নাকি রোজ একই ধরনের সোয়েটার পরতেন, কারণ তিনি চাইতেন না সকালে উঠে জামাকাপড় নিয়ে মাথা ঘামাতে। তার কাছে নাকি তিনশোরও বেশি ওই সোয়েটার ছিল! কি আজব মানুষ। অবশ্য মার্ক জাকারবার্গও অ্যাশ কালারের এক ধরনের টি-শার্ট পরেন। তিনি আবার স্টিভ জবসকে দেখে এটা করতেন কিনা, কে জানে?

যাক, সেসব পুরোনো কথা। এখন তো যুগ পাল্টেছে, আর পাল্টেছে অ্যাপলের চমক! সম্প্রতি আইফোন সেভেনটিনের লঞ্চিং প্রোগ্রামের পর এখন আবার নতুন উন্মাদনা শুরু হইছে। অনেকের তো ঘুম হারাম কবে আগের মডেলটা পাল্টে সেভেনটিন নিবেন সেই আশায়। অবশ্য এবারে উন্মাদনা থাকাটাও স্বাভাবিক। আগের মডেল থেকে সেভেনটিনে অনেক পরিবর্তন আসছে। ডিজাইন, প্রসেসর, ব্যাটারি ব্যাকআপ, ১২ জিবি র‌্যাম, আপগ্রেডেড ক্যামেরা, চার্জার সবকিছুই লেটেস্ট। নিজেদের ইতিহাসের সবচেয়ে পাতলা ফোন আইফোন এয়ারও লঞ্চ হয়েছে এবার। আর এই ফোনের ডিজাইনার নাকি আবার বাংলাদেশি আবিদুর চৌধুরী।

আপনি কি জানেন, অ্যাপলের এই বিশাল সাম্রাজ্যের শুরুটা হয়েছিল ছোট্ট একটা গ্যারেজে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, গ্যারেজেই জন্ম এই টেক-জায়ান্টের! সেখানে দুই বন্ধু, স্টিভ জবস আর স্টিভ ওজনিয়াক, নিজেদের স্বপ্ন বুনছিলেন। জবসের বয়স তখন মাত্র ২১। স্বপ্ন পূরণের জন্য তারা নিজেদের প্রিয় জিনিসগুলো বিক্রি করে দিলেন- জবস তার গাড়ি আর ওজনিয়াক তার কম্পিউটার। সব মিলিয়ে এক হাজার ডলারেরও কম টাকা! এই সামান্য পুঁজি নিয়েই ১৯৭৬ সালের ১লা এপ্রিল তারা শুরু করলেন অ্যাপল কোম্পানি। তাদের সাথে আরেক বন্ধু ছিলেন, রোনাল্ড ওয়েন। কিন্তু তিনি মাত্র দুই সপ্তাহেই তাদের ছেড়ে চলে গেলেন। তাও আবার নিজের ৮০০ ডলার শেয়ার বিক্রি করে। ইতিহাসে ওয়েনের চলে যাওয়াটাকে অ্যাপলের উত্থান-পতনের সবচেয়ে এবং প্রথম নাটকীয় মুহূর্ত হিসেবে ধরা হয়। ভাবুন তো, যদি তিনি থেকে যেতেন, তাহলে আজ তার সম্পদের পরিমাণ কত হতো?

অ্যাপলের নামকরণ নিয়েও একটা মজার গল্প আছে। কোম্পানির নাম ঠিক করার জন্য তাদের হাতে ছিল মাত্র তিন মাস সময়। জবস মজা করে বলেছিলেন, যদি তারা ভালো কোনো নাম খুঁজে না পান, তাহলে তিনি তার প্রিয় ফল আপেল-এর নামেই কোম্পানির নাম রাখবেন। তিনি নাকি একবার ‘ম্যান্ডারিন’ বা কমলালেবু নাম নিয়েও ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অ্যাপেল নামটাই থেকে যায়।

আর অ্যাপলের লোগো? অনেকে মনে করেন, কামড় দেয়া আপেলের লোগোটি নাকি কম্পিউটারের মেগাবাইট-গিগাবাইট থেকে এসেছে। কিন্তু আসলে ঘটনাটা আরও মজার। লোগো ডিজাইনার রব জ্যানফ এমন একটা লোগো চেয়েছিলেন যা অন্য কোনো গোল ফল, যেমন টমেটো বা কমলালেবু থেকে সহজেই আলাদা করা যায়। তাই তিনি আপেলটিতে একটা কামড় বসিয়ে দিলেন! ধারণাটা শুনতে সাদামাটা মনে হলেও এটি ছিল একটা জিনিয়াস আইডিয়া। তবে অ্যাপলের প্রথম লোগোটা ছিল একেবারেই অন্যরকম। যেখানে স্যার আইজ্যাক নিউটনের ছবি ছিল, যিনি একটি আপেল গাছের নিচে বসে আছেন। এই লোগো ডিজাইন করেছিলেন রোনাল্ড ওয়েন। কিন্তু স্টিভ জবসের কাছে এটি বেশ পুরনো আর জটিল মনে হয়েছিল। তাই তিনি আধুনিক কামড় দেওয়া আপেলের লোগোটিই বেছে নিয়েছিলেন।

এতো গেল নামকরণ আর লোগোর কাহিনী। এবার আসি মূল ইতিহাসে। অ্যাপলের প্রথম পণ্যটি ছিল অ্যাপল ১। এটি কোনো রেডিমেড পণ্য ছিল না, বরং একটা কিট। অর্থাৎ, একটি কম্পিউটার বোর্ড যা আপনাকে নিজে নিজে জুড়ে নিতে হতো। অনেকটা খেলনা জোড়া লাগানোর মতো। স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি এই কিটটি বাইট শপ নামের এক খুচরা বিক্রেতাকে আকর্ষণ করে। আর সেখান থেকেই আসে ৫০টি ইউনিটের প্রথম বড় অর্ডার। এভাবেই অ্যাপল প্রথম আর্থিক সাফল্যের মুখ দেখে।

এরপরই আসে অ্যাপলের অন্যতম সেরা আবিষ্কার – ম্যাকিন্টশ কম্পিউটার। ১৯৮৪ সালে স্টিভ জবস এটি সবার সামনে আনেন। ম্যাকিন্টশ ছিল একটি বৈপ্লবিক পণ্য, কারণ এটিই প্রথম কম্পিউটার যাতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়। সহজ কথায়, এটি মাউস দিয়ে চালানো যেত! মাউসের ব্যবহার, পুল-ডাউন মেনু আর ফোল্ডার-এর মতো ধারণাগুলো কম্পিউটারকে সাধারণ মানুষের জন্য সহজ করে দেয়। ম্যাকিন্টশ নামটি রেখেছিলেন দলের প্রধান জেফ রাস্কিন। তার পছন্দের একটি আপেলের জাতের নাম ছিল এটি।

ম্যাকিন্টশ বাজারে আসার দুদিন আগে, অ্যাপল একটি বিজ্ঞাপন প্রচার করে যা আজও ইতিহাসে বিখ্যাত। সেখানে একজন মহিলা একটা হাতুড়ি দিয়ে বড় একটা স্ক্রিন ভাঙছেন। সেই স্ক্রিনে তখন ‘বিগ ব্রাদার’ নামে আইবিএমের একটি ভাষণ চলছিল। এই বিজ্ঞাপনে অ্যাপলের কোনো পণ্য দেখানো হয়নি, বরং একটা শক্তিশালী বার্তা দেওয়া হয়: অ্যাপল মানেই পুরোনো ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ। বোর্ডের সদস্যরা এই বিজ্ঞাপনটি পছন্দ না করলেও জবসের জেদের কাছে তারা হেরে যান। আর ফল? বিজ্ঞাপনটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। ম্যাকিন্টশ-ও দারুণ বাণিজ্যিক সাফল্য পায়।

এই সাফল্যের পরেও অ্যাপলের ভেতরে অশান্তি শুরু হয়। জবস এবং তৎকালীন সিইও জন স্কুলির মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়। জবসের আপসহীন স্বভাবের জন্য বোর্ড সদস্যরা তার উপর বিরক্ত ছিল। সুযোগ বুঝে তারা জন স্কুলিকে সমর্থন দেয়। আর এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে, যে কোম্পানিটা জবস নিজে তৈরি করেছিলেন, সেখান থেকেই তাকে বের করে দেওয়া হয়। যেটা ছিল অ্যাপলের ইতিহাসের সবচেয়ে কষ্টের অধ্যায়। অ্যাপল থেকে বের হওয়ার পর স্টিভ জবস দুটি নতুন কোম্পানি গড়েন: নেক্সট কম্পিউটার ইনকর্পোরেটেড এবং পিক্সার অ্যানিমেশন স্টুডিওস। এই দুই কোম্পানিই তাকে আবারও সাফল্যের শিখরে নিয়ে যায় এবং তাকে বিলিয়নিয়ার বানিয়ে দেয়।

জবসকে তাড়িয়ে দেয়ার পর অ্যাপলের অবস্থা খারাপ হতে থাকে। ১৯৯৭ সাল নাগাদ কোম্পানিটা প্রায় দেউলিয়া হওয়ার পথে। ঠিক তখনই, অ্যাপল এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। তারা জবসের নতুন কোম্পানি, নেক্সট কিনে নিল! আর এর ফলে, জবস ফিরে এলেন অ্যাপলে, প্রথমে একজন উপদেষ্টা হিসেবে। তবে এই প্রত্যাবর্তন ছিল অ্যাপলের জন্য এক ম্যাজিকের মতো। ফিরে এসেই জবস একটা দারুণ চমক দিলেন। তিনি তাদের পুরোনো প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের সাথে হাত মেলালেন। এরপর ১৯৯৮ সালে বাজারে এল আই ম্যাক। এর রঙিন আর স্বচ্ছ ডিজাইন ছিল সেই সময়ের জন্য একদম নতুন কিছু। কম্পিউটার তখন শুধুই একটা যন্ত্র ছিল না, হয়ে উঠল একটা ফ্যাশন আইকন! মাত্র পাঁচ মাসেই আট লাখেরও বেশি আই ম্যাক বিক্রি হয়েছিল।

এরপর এলো নতুন শতাব্দীর বিপ্লব। ২০০১ সালে অ্যাপল খুলল তাদের প্রথম অ্যাপল স্টোর। বাজারে এলো নতুন অপারেটিং সিস্টেম ম্যাক ওএস এক্স। আর তখনই সবার পকেটে জায়গা করে নিল আইপড। যেখানে হাজার হাজার গান রাখা যেত। আইপড-এর সাথে যুক্ত হলো আই টিউনস, যা পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকে বদলে দিল। আইপডের কথা যখন এসেই গেল, তখন এর পেছনের একটা মজার গল্প না বললেই নয়। যখন আইপডের প্রথম ডিজাইনটি স্টিভ জবসকে দেখানো হয়, তিনি সেটি দেখে বলেন, “এটা খুব মোটা!” হতাশ হয়ে ডিজাইনাররা ফিরে যান। পরদিন তারা আবার আইপডের সেই ডিজাইন নিয়ে আসেন। জবস তখন আইপডটি একটি ফিশ ট্যাংকের মধ্যে ফেলে দেন। সাথে সাথে সেখান থেকে ছোট ছোট বুদবুদ উঠতে থাকে। জবস বলেন, “দেখছেন, এখনো বুদবুদ বের হচ্ছে? এর মানে ভেতরে এখনো খালি জায়গা আছে! এটাকে আরও পাতলা করো।” এই গল্পই প্রমাণ করে, স্টিভ জবস কতটা নিখুঁত কাজ চাইতেন। তার সেই জেদের কারণেই আইপড শেষ পর্যন্ত এত পাতলা আর দারুণ একটি পণ্য হিসেবে বাজারে এসেছিল।

তবে অ্যাপল ব্র্যান্ডে সবচেয়ে বড় চমকটা আসে ২০০৭ সালে। স্টিভ জবস মঞ্চে দাঁড়িয়ে এমন এক যন্ত্র উন্মোচন করলেন যা একাধারে ফোন, মিউজিক প্লেয়ার আর ইন্টারনেট ব্রাউজ করার ডিভাইস- মানে সবকিছুর এক স্মার্ট প্যাকেজ। আর এই জাদুর নাম ছিল আইফোন। শুরুটা হয়েছিল মাত্র কয়েকটি মডেল দিয়ে। তবে আইফোন থ্রি জি-তে আসে দ্রুতগতির ইন্টারনেট আর জিপিএস! এরপর আইফোন ফোর-এর সেই গ্লাস বডি আর দারুণ ডিজাইন তো সবার মন জয় করে নিল। এরপর এল আইফোন ফাইভ এস, যাতে প্রথমবারের মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত হয়, যা দিয়ে ফোন আনলক করা এক সেকেন্ডের কাজ হয়ে যায়। আর আইফোন সিক্স যখন এল, তখন বড় স্ক্রিনের ফোন আমাদের কাছে নতুন ছিল, আর এখন সেটাই যেন স্বাভাবিক।

২০১৯ সালে অ্যাপল নিয়ে আসে এক দারুণ চমক! আইফোন ১১ প্রো-তে প্রথমবারের মতো যুক্ত হয় তিন ক্যামেরা সিস্টেম। এই তিন ক্যামেরার জাদুতে ছবি তোলার অভিজ্ঞতাটাই সম্পূর্ণ বদলে যায়। আইফোনের জয়যাত্রার মূল কারণই ছিল অ্যাপ স্টোর, যা ২০০৮ সালে চালু হয়। অ্যাপ স্টোরের মাধ্যমে আইফোন শুধু একটি ফোন থাকে না, বরং হয়ে ওঠে হাজারো অ্যাপের এক বিশাল জগৎ। 

২০১০ সালে যখন আইফোনের জয়জয়কার চলছিল, তখনই অ্যাপল নিয়ে এসেছিলো আরেকটি নতুন পণ্য আইপ্যাড। এটি ট্যাবলেট কম্পিউটারের এক নতুন দিগন্ত খুলে দিল। অবশ্য আইফোন এখন অ্যাপলের প্রধান ব্যবসা। আইফোন সেভেনটিন অফিশিয়াল লঞ্চের পরপরই হইচই ফেলে দিয়েছে। নতুন মডেল হাতে পাওয়ার জন্য প্রি-অর্ডারের যে ঢল নেমেছে, তার কোনো হিসেবই নেই!

ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর ২০১১ সালে যখন স্টিভ জবস মারা যান, তখন অনেকেই ভেবেছিল অ্যাপল শেষ। কিন্তু টিম কুক সেই চ্যালেঞ্জ নিলেন এবং নিজেকে দারুণভাবে প্রমাণ করলেন। তার নেতৃত্বে অ্যাপল নতুন সব পণ্য বাজারে এনেছে। যেমন, ২০১৫ সালের অ্যাপল ওয়াচ এবং ২০১৬ সালের এয়ার পডস- এই দুটি পণ্যও ব্যাপক জনপ্রিয়তা পায়। এমনকি সম্প্রতি বাজারে আসা অ্যাপল ভিশন প্রো-প্রযুক্তি জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটিকে অ্যাপল বলছে “স্পেশাল কম্পিউটার”, যা আমাদের চারপাশের বাস্তব জগতের সাথে ডিজিটাল দুনিয়াকে নিখুঁতভাবে এক করে দেবে।

এই ডিভাইসের সবচেয়ে মজার দিক হলো, এটি কোনো সাধারণ VR হেডসেট নয়। এতে কোনো কন্ট্রোলার নেই। এটি ব্যবহারকারীর চোখ, হাত এবং কণ্ঠস্বর দিয়ে নিয়ন্ত্রণ করা যায়! অর্থাৎ, কোনো অ্যাপ খুলতে শুধু সেটির দিকে তাকান, আর আঙ্গুলের আলতো টোকা দিন। ডিসপ্লে-তে ২৩ মিলিয়ন পিক্সেল আছে, যা ফোর-কে টিভির চেয়েও বেশি। এছাড়া, যখন আপনি VR মোডে থাকবেন, তখন বাইরে থেকে অন্য কেউ আপনার দিকে তাকালে, ডিভাইসের সামনে একটি ডিসপ্লেতে আপনার চোখের প্রতিচ্ছবি দেখা যাবে! দারুণ না?

টিম কুক শুধু হার্ডওয়্যারে মনোযোগ দেননি, বরং সার্ভিসের দিকেও নজর দেন। অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি প্লাস, আই ক্লাউড -এর মতো সার্ভিস থেকে অ্যাপলের আয় বহুগুণে বেড়ে যায়। তিনি হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভিসের এক শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলেন। এই ইকোসিস্টেমের কারণেই মানুষ অ্যাপলের পণ্যের প্রতি এত অনুগত।

বর্তমানে অ্যাপলের বাজার মূল্য তিন ট্রিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকায় ৩ লাখ ৬৪ হাজার ৮০০ কোটি টাকা। মোট কথায় এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি। অবাক হবেন জেনে, তাদের মোট আয়ের প্রায় ৫১ শতাংশ আসে আইফোন থেকে। আইফোনের পর দ্বিতীয় সর্বোচ্চ আয় আসে সার্ভিস থেকে, যা প্রায় ২২ শতাংশ। কি এক বিজনেস ভেবে দেখেছেন কখনো?

অ্যাপলের অফিস নিয়ে না বললেই নয়। অ্যাপল পার্ক নামের এই স্থাপনাটা যেন কোনো স্বপ্নের জগত! বাইরে থেকে দেখতে এটি একটি এলিয়েন স্পেসশিপের মতো। স্টিভ জবসের মস্তিষ্কে জন্ম নেওয়া এই স্থাপত্যটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫ বিলিয়ন ডলার। এর অভ্যন্তরে ১২,০০০ এরও বেশি কর্মী কাজ করতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, এটি ভূমিকম্প থেকে সুরক্ষিত। নিচে বিশেষ ‘বেস আইসোলেশন টেকনোলজি’ ব্যবহার করা হয়েছে, যা আট মাত্রার ভূমিকম্পেও বিল্ডিংটিকে চার ফুট পর্যন্ত নড়াচড়া করতে দেয়, কিন্তু তা ভেঙে পড়ে না। এছাড়াও, ৯,০০০ গাছ লাগানো হয়েছে এবং পুরো বিল্ডিংটি ১০০ শতাংশ নবায়নযোগ্য শক্তিতে চলে। এছাড়াও দেশে বিদেশে ছড়িয়ে থাকা অ্যাপল স্টোরগুলোও সত্যিই দেখার মতো। বিশেষ করে নিউইয়‍‍র্কের ফিফথ এ্যাভিনিউয়ের অ্যাপল স্টোর।

অ্যাপলের গল্পটা আসলে কী শেখায়? এটা কোনো ব্যবসায়িক সাফল্যের গল্প না, এটা একটা দর্শন। স্টিভ জবস থেকে টিম কুক- প্রত্যেকেরই লক্ষ্য ছিল একটাই, মানুষের জীবনকে আরও সহজ, আরও সুন্দর এবং আরও সংযুক্ত করা। এখন কথা হলো, এমন জিনিয়াস কিছু করার জন্য আপনার কি কোনো আইডিয়া আছে?

যদি থাকে তাহলে সেটা নিয়ে আপনি কি ভাবছেন?  সেক্ষেত্রে, আমরা পরের কোনো ভিডিওতে আপনার আইডিয়ার সাথে মিল রেখে এমন কোনো ব্র্যান্ডের গল্প-ই তুলে ধরব। তাই দেরি কেন, অ্যাপল যেমন বলেছে- Think Different. মানে নতুন কিছু ভাবুন, নতুন কিছু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না! আপনাদের সাপো‍র্ট-ই আমাদের অনুপ্রেরণা।

ধন্যবাদ সবাইকে।

সুস্থ থাকুন, ভালো থাকুন।

Apple: A Journey of Dream

Greetings to everyone.

Today we will tell the story of a brand, which empties the pocket, but makes life easier and brings a great ‘vibe’! Yes, you guessed it right – Apple. Many people think Apple means only iPhone. But do you know how strange and funny this company was? For example, at one time they licensed their logo for sale, so that people could print their logo on T-shirts! Can you imagine? Let me tell you another funny story, about Apple’s founder Steve Jobs’s famous sweater! He supposedly wore the same type of sweater every day, because he didn’t want to worry about clothes in the morning. He allegedly had more than three hundred of those sweaters! What a strange man. Of course, Mark Zuckerberg also wears a certain type of ash-colored T-shirt. Whether he did this after seeing Steve Jobs, who knows? Well, those are old stories. Now the era has changed, and so has Apple’s surprise! Recently, after the launching program of the iPhone Seventeen, a new frenzy has started again. Many people can’t sleep in the hope of when they will change the old model and get the Seventeen. Of course, this time the frenzy is normal. Many changes have come to the Seventeen from the previous model. Design, processor, battery backup, 12 GB RAM, upgraded camera, charger, everything is latest. The thinnest phone in their history, the iPhone Air, has also been launched this time. And the designer of this phone is supposedly a Bangladeshi, Abidur Chowdhury.

Do you know, the beginning of this huge empire of Apple was in a small garage? Yes, you heard right, this tech-giant was born in a garage! There, two friends, Steve Jobs and Steve Wozniak, were weaving their dreams. Jobs was only 21 years old then. To fulfill their dream, they sold their favorite things- Jobs his car and Wozniak his computer. All together less than a thousand dollars! With this small capital, they started the Apple Company on April 1, 1976. There was another friend with them, Ronald Wayne. But he left them in just two weeks. That too by selling his $800 share. In history, Wayne’s departure is considered the biggest and first dramatic moment of Apple’s rise and fall. Just think, if he had stayed, how much would his wealth be today?

There is a funny story about the naming of Apple too. They had only three months to decide the company’s name. Jobs jokingly said that if they couldn’t find a good name, he would name the company after his favorite fruit, the apple. He supposedly once thought of the name ‘Mandarin’ or orange too. But finally, the name Apple remained.

And Apple’s logo? Many people think that the bitten apple logo came from the computer’s megabytes-gigabytes. But the real story is more fun. The logo designer Rob Janoff wanted a logo that could be easily distinguished from any other round fruit, like a tomato or an orange. So he put a bite on the apple! Although the idea sounds simple, it was a genius idea. However, Apple’s first logo was completely different. Where there was a picture of Sir Isaac Newton, who was sitting under an apple tree. This logo was designed by Ronald Wayne. But Steve Jobs found it quite old and complex. So, he chose the modern bitten apple logo.

So much for the story of the naming and the logo. Now let’s come to the main history. Apple’s first product was Apple 1. It was not a ready-made product, but a kit. That is, a computer board that you had to assemble yourself. Much like putting a toy together. This kit, made by Steve Wozniak, attracted a retailer named Byte Shop. And from there came the first big order of 50 units. This is how Apple saw its first financial success.

Then came one of Apple’s best inventions – the Macintosh computer. Steve Jobs unveiled it to everyone in 1984. Macintosh was a revolutionary product, because it was the first computer to use a Graphical User Interface. Simply put, it could be operated with a mouse! The use of the mouse, the pull-down menu and concepts like folder made the computer easy for ordinary people. The name Macintosh was given by the team leader Jef Raskin. It was the name of his favorite apple variety.

Two days before the Macintosh came to the market, Apple ran an advertisement that is still famous in history. In it, a woman was breaking a big screen with a hammer. On that screen, a speech by IBM named ‘Big Brother’ was running. This advertisement did not show any Apple product, but gave a powerful message: Apple means rebellion against the old system. Even though the board members did not like this advertisement, they lost to Jobs’s insistence. And the result? The advertisement became viral overnight. Macintosh also achieved great commercial success.

Even after this success, unrest began inside Apple. A power struggle started between Jobs and the then CEO John Sculley. The board members were annoyed with Jobs’s uncompromising nature. Seizing the opportunity, they supported John Sculley. And through a dramatic event, Jobs was kicked out of the company that he himself had created. Which was the most painful chapter in Apple’s history. After leaving Apple, Steve Jobs founded two new companies: NeXT Computer Incorporated and Pixar Animation Studios. Both of these companies took him back to the peak of success and made him a billionaire.

After Jobs was expelled, Apple’s condition began to deteriorate. By 1997, the company was almost on the verge of bankruptcy. Right then, Apple took a strange decision. They bought Jobs’s new company, NeXT! And as a result, Jobs returned to Apple, initially as an advisor. But this return was like magic for Apple. As soon as he returned, Jobs gave a great surprise. He joined hands with their old rival Microsoft. Then in 1998, the iMac came to the market. Its colorful and transparent design was something completely new for that time. The computer was no longer just a machine, it became a fashion icon! More than eight lakh iMacs were sold in just five months.

Then came the revolution of the new century. In 2001, Apple opened its first Apple Store. The new operating system Mac OS X came to the market. And right then the iPod took its place in everyone’s pocket. Where thousands of songs could be stored. iTunes was linked with the iPod, which changed the entire music industry. Since the iPod came up, a funny story behind it must be told. When the first design of the iPod was shown to Steve Jobs, he looked at it and said, “This is too thick!” Disappointed, the designers returned. The next day they came back with the same design of the iPod. Jobs then threw the iPod into a fish tank. Small bubbles immediately started rising from there. Jobs said, “See, bubbles are still coming out? That means there is still empty space inside! Make it thinner.” This story proves how much perfection Steve Jobs wanted. Because of his insistence, the iPod finally came to the market as such a thin and great product.

But the biggest surprise in the Apple brand came in 2007. Steve Jobs stood on the stage and unveiled a device that was a phone, a music player, and an internet browsing device all at once – meaning a smart package of everything. And the name of this magic was the iPhone. It started with only a few models. But iPhone 3G brought fast internet and GPS! Then the glass body and great design of the iPhone 4 won everyone’s heart. Then came the iPhone 5S, which was the first to include a fingerprint sensor, making phone unlocking a one-second task. And when the iPhone 6 came, a big-screen phone was new to us, and now that seems normal.

In 2019, Apple brought a great surprise! The iPhone 11 Pro was the first to include a three-camera system. The experience of taking pictures completely changed with the magic of these three cameras. The main reason for the iPhone’s success was the App Store, which launched in 2008. Through the App Store, the iPhone did not remain just a phone, but became a huge world of thousands of apps.

In 2010, when the iPhone was reigning supreme, Apple brought another new product, the iPad. This opened a new horizon for tablet computers. Of course, the iPhone is now Apple’s main business. The iPhone Seventeen has created a sensation immediately after its official launch. There is no account of the flood of pre-orders to get the new model in hand!

When Steve Jobs died in 2011 after a long battle with cancer, many thought Apple was finished. But Tim Cook took on that challenge and proved himself brilliantly. Under his leadership, Apple has launched new products. For example, the Apple Watch in 2015 and the AirPods in 2016 – these two products also gained immense popularity. Even the recently launched Apple Vision Pro has created new discussion in the technology world. Apple calls it “Spatial Computer,” which will seamlessly merge the real world around us with the digital world.

The most interesting aspect of this device is that it is not a normal VR headset. It has no controller. It can be controlled with the user’s eyes, hands, and voice! That is, to open an app, just look at it, and give a gentle tap of the finger. The display has 23 million pixels, which is more than a 4K TV. Also, when you are in VR mode, if someone else looks at you from the outside, your eye reflection will be seen on a display in front of the device! Isn’t that amazing?

Tim Cook did not only focus on hardware, but also on services. Apple’s revenue from services like Apple Music, Apple TV Plus, iCloud has increased many times. He built a strong ecosystem of hardware, software, and services. It is because of this ecosystem that people are so loyal to Apple products.

Currently, Apple’s market value is three trillion dollars, which means 3 lakh 64 thousand 800 crore Bangladeshi Taka. In short, it is one of the most valuable companies in the world. You will be surprised to know that almost 51 percent of their total revenue comes from the iPhone. After the iPhone, the second highest income comes from Services, which is about 22 percent. Have you ever thought what kind of business this is?

The story of Apple’s office must be told. This establishment named Apple Park is like a dream world! From the outside, it looks like an alien spaceship. This architecture, born in the mind of Steve Jobs, cost about $5 billion to build. More than 12,000 employees can work inside it. The most interesting thing is that it is earthquake-proof. Special ‘Base Isolation Technology’ has been used below, which allows the building to move up to four feet even in an eight-magnitude earthquake, but it does not collapse. In addition, 9,000 trees have been planted and the entire building runs on 100 percent renewable energy. Also, the Apple Stores spread across the country and abroad are truly worth seeing. Especially the Apple Store on Fifth Avenue in New York.

What does the story of Apple actually teach? It is not a story of business success; it is a philosophy. From Steve Jobs to Tim Cook- everyone had the same goal, to make people’s lives easier, more beautiful, and more connected. Now the question is, do you have any idea to do something so genius?

If you do, what are you thinking about it? In that case, we will feature the story of such a brand that matches your idea in a subsequent video. So why delay, as Apple said- Think Different. Meaning think something new, do something new. If you like the video, don’t forget to like, comment, share and subscribe! Your support is our inspiration.

Thank you everyone. Stay healthy, stay well.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top