১৭ বছর বয়সী কিশোরী জুলিয়ানের বাবা একজন জীববিজ্ঞানী। গবেষণার কাজে আছেন অ্যামাজনের গহীনে পেঙ্গুয়ানা গবেষণা কেন্দ্রে। ক্রিসমাস ডে-তে বাবাকে সারপ্রাইজ দিতে মা মারিয়াকে নিয়ে প্লেনে চড়ে বসেন জুলিয়ান। পেরুর লিমা থেকে ফ্লাই করলো তারা। ২৫ মিনিটের মাথায় বজ্রাঘাতে ৮৬ জন আরোহী নিয়ে অ্যামাজন জঙ্গলে বিধ্বস্ত হয় প্লেনটি। প্লেনের সবাই মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে যায় জুলিয়ান। অ্যামাজনের বিষাক্ত সাপ, পোকামাকড়সহ আরো নানা রকম প্রতিকূলতার সাথে যুদ্ধ করে ১১ দিন নদীর স্রোতে ভেসে থেকে নিজেকে বাঁচিয়েছিলেন এই কিশোরী। মেয়েকে জীবিত খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন বাবা হ্যান্স।
গবেষকদের কাছে অ্যামাজন সবসময় রহস্যের খনি। বছরের পর বছর চেষ্টা করেও বিজ্ঞানীরা অ্যামাজনের বহু রহস্য এখনো কুল কিনারা করতে পারেন নি। আজকের ভিডিওতে সেই রহস্যগুলো জানবো, চলুন।
শুভেচ্ছা সবাইকে।
প্রথমেই আসি অ্যামাজন নামটা কীভাবে হলো সে গল্পে। একটা সময় পর্যন্ত পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত- বিশাল অ্যামাজনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামের এক সোনার শহর। অবশ্য এই ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে। গল্পে উল্লেখ ছিলো, এলডোরাডো নামের এই সোনার পাহারা দিতেন এক শ্রেণির নারী যোদ্ধা। যাদেরকে ডাকা হতো অ্যামাজন নামে। তাদের নামানুসারেই দক্ষিণ আমেরিকার এই সুবিশাল বনের নাম হয় অ্যামাজন। মজার ব্যাপার হলো পৌরাণিক গল্পকে সত্যি ভেবে পর্তুগিজ, স্প্যানিশ আর ফ্রেঞ্চ অভিযাত্রীরা বহুবার সোনার শহরের খোঁজ চালিয়েছেন। কিন্তু কোথাও পাননি।
চলুন, মূল পয়েন্টে আসি। ভৌগলিক দিক থেকে দক্ষিণ আমেরিকার ৯টি দেশের মধ্য দিয়ে গেছে এই অ্যামাজন রেইনফরেস্ট। তবে, বনের ৬০ ভাগই পড়েছে ব্রাজিল অংশে। গোটা জঙ্গলটার আয়তন ৫৫ লাখ বর্গকিলোমিটার। এক কথায়, বাংলাদেশের মতো ৩৭টা দেশ এর মধ্যে ঢুকিয়ে ফেলা যাবে।
পৃথিবী জুড়ে যে রেইনফরেস্ট, তার অর্ধেকটাই এই অ্যামাজনে। গাছপালা ও পাতায় আবৃত থাকায় অ্যামাজনের ভেতর সূর্যের আলো পৌঁছায় মাত্র একভাগ। শুধু কি তাই? বৃষ্টির পানি মাটিতে পড়তে সময় নেয় অন্তত ১০ মিনিট। তিন হাজার বছরের পুরনো এই বনে আছে ১৬ হাজার প্রজাতির গাছ ও ২৫ লাখ প্রজাতির প্রাণী।
বিভিন্ন সময় খবরে হয়তো দেখেছেন, সমগ্র পৃথিবীর ২০ ভাগ অক্সিজেন আসে এই অ্যামাজন থেকে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে- কথাটা পুরোপুরি সত্যি না। অ্যামাজনের অক্সিজেনের এক ফোঁটাও এই বনের বাইরে আসে না। যা উৎপন্ন হয় তা নিজেরাই নিয়ে নেয়। তবে কী বিশাল এই বন মানুষের উপকারে আসছে না? এখানেই টুইস্ট। অ্যামাজন সরাসরি অক্সিজেন না দিলেও অন্যভাবে সেটা পুষিয়ে দিচ্ছে। প্রসেসটা শুনলে মনে হবে থ্রিলার কিছু। আর এই পুরো প্রক্রিয়ার সাথে কানেক্টেড উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির ধুলোর ঝড়। এই ঝড়ে মরুর ধূলিকণা আটলান্টিক মহাসাগর পেরিয়ে জমা হয় অ্যামাজন অববাহিকায়। বালিগুলো জমে পরিণত হয় পাথরে। অব্যাহত বৃষ্টিপাতের ফলে অ্যামাজন অববাহিকায় সবসময় প্রবল স্রোত থাকে। আর সেই পানির স্রোতে পাথরের গায়ে থাকা খনিজ আর জরুরি পুষ্টি পানির সাথে সাগরে গিয়ে মেশে। আর সাগরে সেই পুষ্টির অপেক্ষায় থাকে সালোকসংশ্লেষণকারী এক অসামান্য জীব, যার নাম ডায়াটম। এই ডায়াটম হল পৃথিবীর অক্সিজেনের অন্যতম প্রধান সোর্স। নদীর জলে ভেসে আসা খনিজ, সিলিকন আর পুষ্টি পেয়ে এই ডায়াটম নতুন কোষ গঠন করে। কোষ গঠনের সময় ডায়াটম প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে। গবেষকদের ধারণা, বিশ্বের মোট প্রয়োজনীয় অক্সিজেনের ২০ থেকে সর্বোচ্চ ৫০ ভাগ আমরা পাই এই জীব থেকে।
এখন নিশ্চয়ই বুঝতে পারছেন- আফ্রিকান ধুলিঝড় না থাকলে হারিয়ে যাবে অ্যামাজন। অ্যামাজন না থাকলে বাঁচবে না ডায়াটম। ডায়াটম না থাকলে এক ধাক্কায় অক্সিজেন উৎস নেমে আসবে অর্ধেকে। তখন আমাদের কী অবস্থা হবে ভাবুন!
বাকি সব বাদ দেন, শুধু ঔষুধী গাছের জন্য আমাজনের কাছে কৃতজ্ঞ থাকতে হবে আমাদের। এই বনেই আছে বিশ্বের মোট ঔষুধী গাছের ২৫ ভাগ। বিজ্ঞানীরা তো বলছেন, তারা এই রেইনফরেস্টের মাত্র ১ ভাগ ঔষুধী গাছ শণাক্ত করতে পেরেছেন। কে জানে, বাকি ৯৯ ভাগ গাছে হয়তো লুকিয়ে আছে বহু জটিল রোগের চিকিৎসা।
আমাজনের গভীর রহস্যের একটা হলো ফুটন্ত নদী- লা বোম্বা। এই নদীর পানি ৮৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে সারাক্ষণ। এখানে সাঁতার কাটা তো দূরের কথা কেউ পড়ে গেলে বাঁচারও উপায় নাই। আমাজনের অ্যানাকোন্ডা নিয়েও আছে নানা রকমের মিথ। বাস্তবে মানুষের কাছ থেকে দূরে থাকতেই পছন্দ করে পৃথিবীর সবচেয়ে বৃহৎ আকৃতির এই সাপ। তবে এটা ঠিক- নির্বীষ অ্যানাকোন্ডা একবার শিকার ধরলে এর হাত থেকে নিস্তার পাওয়া প্রায় অসম্ভব। শ্বাসরোধ করে শিকারকে মেরে ফেলার পর গিলে নেয় এরা।
বিষাক্ত ইয়েলো স্করপিয়ানের কথা না বললেই না। হলুদ পায়ের এই বিছের দৈর্ঘ্যে এক ফুট। শিকার ধরে প্রথমেই রক্তে মারাত্মক বিষ ঢুকিয়ে দেয় এরা।
ব্রাজিলিয়ান এই মাকড়শাও ভয়ংকর বিষাক্ত। এটার আরেক নাম ওয়্যান্ডারিং স্পাইডার। জাল বোনার বদলে রাতে জঙ্গলে ঘুরে ঘুরে শিকার খোঁজে, তাই এই নাম।
আমাজনের জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় যদি আচমকা মনে হয় আপনার শরীরে দ্রুত গতির কোনও বুলেট বিঁধেছে। তা হলে নিশ্চিত থাকুন, সেটা বুলেট পিঁপড়ে। তার কামড়ের যন্ত্রণা বুলেট বিঁধে যাওয়ার মতোই। ২৪ ঘন্টা পরও ব্যাথা কমবে না।
ছোট এবং হলুদ রঙের অত্যন্ত আকর্ষণীর এই ব্যাঙেরও দেখা মিলবে আমাজনে। বিষাক্ত এই ব্যাঙ বিপদ বুঝলেই হলুদ চামড়া থেকে বিষ ছাড়ে। যা খুব কম মাত্রায় রক্তে গেলেও প্যারালাইসড হওয়ার চান্স থাকে।
দেড় মিটার লম্বা মারাত্মক বিষাধর এই সাপটার নাম র্যাটেল স্নেক। এই সাপ সুন্দর শব্দ করে চলাফেরা করে।
শুধু জঙ্গলের মধ্যেই নয়, অ্যামাজন নদীতেও ভয়ঙ্কর সব জীবে ভর্তি। তাদের একটা এই ইলেক্ট্রিক ইল। মাছটি ৬০০ ভোল্টের বিদ্যুৎ তৈরি করতে পারে। এক ঝটকাতেই একজন পূর্ণবয়স্ক মানুষের মেরে ফেলার ক্ষমতা রাখে তারা। অ্যামাজন নদীতে আছে প্রচুর সংখ্যক পিরানহা। নরখাদকের বদনাম থাকলেও পিরানহা মাছ জ্যান্ত মানুষ খেয়েছে এমন কোনও তথ্য এখনও নেই। অ্যামাজন নদীতে ভিক্টোরিয়া আ্যমাজনিয়া নামে বিশাল আকৃতির একধরনের পদ্ম ফোঁটে। একজন প্রাপ্ত বয়স্ক মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে এই পাতার ওপর।
এই বনে তিনশোর বেশি আদিবাসী থাকেন। সংখ্যার হিসেবে সবমিলিয়ে তারা ১০ লাখের বেশি হবে। এদের অধিকাংশই আবার ব্রাজিলীয়। তবে কিছু যাযাবরও আছে, যারা বাইরের জগত থেকে সম্পূর্ণ আলাদা। অনেকটা বনমানুষই বলা যায় তাদের।
যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম, ১৯৭১ সালে জুলিয়ানার দুঃসাহসিক সেই ঘটনা অবাক করেছিলো বিশ্বকে। অবাক না করে উপায় কী বলুন! বিপদ আর রহস্যে ভরা অ্যামাজন থেকে ১৭ বয়সী এক কিশোরীর ফিরে আসাতো চারটিখানি কথা নয়। জুলিয়ানের বয়স এখন পঞ্চাশ পেরিয়েছে। তিনি নিজেও একজন জীববিজ্ঞানী। বাবা-মায়ের প্রতিষ্ঠা করে যাওয়া পেঙ্গুয়ানা গবেষণা কেন্দ্র পরিচালনা দায়িত্ব পালন করে যাচ্ছেন এখনো।
দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমরাই এই বন উজাড় করে নিজের পায়ে নিজেরাই কুড়াল মারছি। অপরিকল্পিত মানববসতি, দাবানলসহ আরও নানা কারণে অ্যামাজন ক্ষয় হয়ে যাচ্ছে। বিলুপ্ত হচ্ছে প্রতিদিন গড়ে ১৩৭ প্রজাতির প্রাণী। এর থেকে বাঁচার একমাত্র উপায়, নিজেদের স্বার্থেই পৃথিবীর প্রতিটি দেশকে এই বনভূমি রক্ষায় এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে – ফুসফুস ছাড়া মানুষ যেমন বাঁচতে পারেনা, তেমনি পৃথিবীর ফুসফুস ছাড়া আমরাও বাঁচতে পারবো না এই ধরণীতে। তাই মানবসভ্যতাকে টিকিয়ে রাখতে এ কথাটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আসুন, চারপাশের পরিবেশ ও প্রতিবেশ ঠিক রাখতে বেশি বেশি গাছ লাগাই।
ধন্যবাদ সবাইকে
সুস্থ থাকুন, ভালো থাকুন।
Amazon is the reservoir of mystery
17-year-old Julian’s father was a biologist. He was doing research at the Penguin Research Center in the heart of the Amazon. Julian boarded the plane with his mother Maria to surprise his father on Christmas Day. They flew from Lima, Peru. After 25 minutes, the plane crashed in the Amazon jungle with 86 people on board. Everyone on the plane died but Julian miraculously survived. This girl saved herself from floating in the river for 11 days after fighting with various adversities including poisonous snakes and insects of the Amazon. Father Hans was overjoyed to find his daughter alive.
The Amazon has always been a minefield of mystery for researchers. Despite years of efforts, scientists have not been able to solve the many mysteries of the Amazon. Let’s know those secrets in today’s video.
Greetings to all.
First let’s come to the story of how the name Amazon came about. At one time, the Portuguese explorers believed that a golden city called Eldorado was hidden somewhere in the vast Amazon. Of course, this idea comes from Greek mythology. It was mentioned in the story that a class of women warriors used to guard this gold named Eldorado. Who were called Amazons. After them, this vast forest of South America is named Amazon. Interestingly, the Portuguese, Spanish and French explorers have searched for the city of gold many times, believing the myth to be true. But got nowhere.
Let’s come to the main point. Geographically, the Amazon rainforest passes through 9 countries in South America. However, 60% of the forest has fallen in the Brazilian part. The area of the entire forest is 5.5 million square kilometers. In a word, 37 countries like Bangladesh can be included in it.
Half of the world’s rainforests are in the Amazon. Covered by vegetation and leaves, only a fraction of sunlight reaches the Amazon. Just what? It takes at least 10 minutes for rainwater to fall on the ground. There are 16 thousand species of trees and 2.5 million species of animals in this three thousand year old forest.
You may have seen in the news at different times, 20% of the oxygen in the whole world comes from this Amazon. Interestingly, this is not entirely true. Not a single drop of Amazon’s oxygen comes out of this forest. They take what is generated. But this huge forest is not benefiting people? Here’s the twist. Amazon doesn’t directly provide oxygen, but it replenishes it in other ways. Hearing the process will seem like something of a thriller. And connected with this whole process is the dust storm of the Sahara desert in North Africa. In these storms, desert dust is transported across the Atlantic Ocean and deposited in the Amazon basin. The sands turn into stones. Due to continuous rainfall, the Amazon basin always has strong currents. And in that water stream, the minerals and essential nutrients on the rocks are mixed with the water in the sea. And waiting for that nourishment in the ocean is an extraordinary photosynthetic organism called a diatom. These diatoms are one of the main sources of oxygen on Earth. These diatoms form new cells by receiving minerals, silicon and nutrients from the river water. Diatoms produce large amounts of oxygen during cell formation. According to researchers, we get 20 to 50 percent of the world’s total oxygen from this organism.
Now you must understand – if there is no African dust storm, the Amazon will be lost. Diatoms cannot survive without the Amazon. Without diatoms, the oxygen source would be cut in half in one fell swoop. Think what will happen to us!
Leaving everything else aside, we have to be grateful to the Amazon only for medicinal plants. This forest has 25 percent of the world’s total medicinal plants. Scientists say that they have been able to identify only 1% of the medicinal plants of this rainforest. Who knows, the remaining 99 percent of the trees may be hidden in the treatment of many complex diseases.
One of the deepest mysteries of the Amazon is the boiling river – La Bomba. The water of this river boils at a temperature of 86 degrees Celsius all the time. There is no way to survive if someone falls, let alone swimming here. There are also many myths about the Amazon’s anaconda. In fact, this world’s largest snake prefers to stay away from humans. But that’s right – once a vicious anaconda catches its prey, it’s almost impossible to get away from it. After killing the victim by suffocation, they swallow it.
Not to mention the poisonous yellow scorpion. The yellow leg is about a foot in length. After catching the victim, they inject deadly poison into the blood.
This Brazilian spider is also extremely poisonous. Its other name is wandering spider. Instead of weaving webs, it roams the forest at night looking for prey, hence the name.
If you suddenly feel like a speeding bullet has pierced your body while walking in the Amazon jungle. If so, rest assured, it’s a bullet ant. The pain of his bite is like a bullet piercing. Even after 24 hours the pain will not subside.
Small and yellow in color, this very attractive frog can also be found in the Amazon. This poisonous frog releases poison from its yellow skin when it senses danger. Even if it goes to the blood in a very small amount, there is a chance of paralysis.
This one and a half meter long deadly venomous snake is called Rattle Snake. This snake moves with beautiful sounds.
Not only in the jungle, but also in the Amazon River full of terrifying creatures. One of them is this electric eel. The fish can generate 600 volts of electricity. They have the ability to kill an adult human in one blow. There are many piranhas in the Amazon River. Despite their cannibalistic reputation, there is still no evidence that piranhas have been eaten by humans. In the Amazon River grows a giant lotus called Victoria amazonia. A grown man can stand on this leaf.
More than three hundred tribals live in this forest. Altogether they will be more than 1 million in number. Most of them are Brazilian. But there are also some nomads, who are completely isolated from the outside world. They can be called apes.
The story I started with, Juliana’s adventure in 1971 shocked the world. Tell me the way without surprise! The return of a 17-year-old girl from the Amazon full of danger and mystery is no small matter. Julian is now in his fifties. He is a biologist himself. He is still managing the Penguana research center founded by his parents.
The sad thing is, we are the ones who are kicking ourselves in the foot by clearing these forests. Unplanned human settlements, wildfires and many other reasons are causing the Amazon to decline. An average of 137 animal species are becoming extinct every day. The only way to escape from this, every country in the world should come forward to protect these forests for their own interests. It should be remembered that – just as humans cannot live without lungs, we also cannot live without the lungs of the earth. So we have to keep this in mind to sustain the human civilization. Let’s plant more trees to keep the surrounding environment and environment in order.
Thanks everyone
Stay healthy, stay well.
Tech to Force I’m often to blogging and i really appreciate your content. The article has actually peaks my interest. I’m going to bookmark your web site and maintain checking for brand spanking new information.
I truly appreciate your technique of writing a blog. I added it to my bookmark site list and will
GlobalBllog Hi there to all, for the reason that I am genuinely keen of reading this website’s post to be updated on a regular basis. It carries pleasant stuff.